বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কর্মীদের অনুরোধ রাখতে কাকদ্বীপের দিকে গাড়ি ঘোরালেন তৃণমূলের বাপি

সংবাদদাতা, কাকদ্বীপ: যাওয়ার কথা ছিল পাথরপ্রতিমায়। সেই মতো শনিবার সকালে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। গাড়িতে করে পাথরপ্রতিমা যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা তাঁকে বারবার ফোন করতে থাকেন। কর্মীদের দাবি, যাওয়ার পথে তিনি যেন কাকদ্বীপে নেমে প্রচার করে যান। অনুরোধ মেনে কোনওরকম প্রস্তুতি ছাড়াই কাকদ্বীপে গাড়ি থামিয়ে প্রচার করেন বাপিবাবু।
এ জন্য প্রথমে প্রশাসনের অনুমতি নেন। তারপর কাকদ্বীপের শ্রীশ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে প্রচার করেন। এক ঘণ্টার মধ্যে ২০০টির মতো টোটো ভাড়া করা হয়। এরপর টোটো ও শতাধিক বাইক নিয়ে এই গ্রাম পঞ্চায়েতে র‍্যালি করেন বাপিবাবু। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে একটি বাইকের পিছনে বসিয়ে নিজে বাইক চালান প্রায় ১০ কিলোমিটার রাস্তা। যাওয়ার পথে মাঝে মধ্যে দাঁড়িয়ে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বাসিন্দারা তাঁকে নানান সমস্যার কথা বলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় প্রচুর মৎস্যজীবীর বসবাস। তাঁদের কী সমস্যা তা এলাকাবাসীদের কাছে জানতে চান প্রার্থী। প্রচারের সময় রাস্তার মোড়ে মোড়ে গ্রামের মহিলারা গ্লাসে ঠান্ডা জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রার্থীকে জলপান করান তাঁরা। বাপি হালদার বলেন, ‘হঠাৎ করে ঠিক হওয়া কর্মসূচিতে এত মানুষের সাড়া পাব ভাবতে পারিনি। তীব্র গরম উপেক্ষা করেও এলাকার বাসিন্দারা প্রচারে অংশ নিয়েছিলেন।’ 
এর পাশাপাশি এদিন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত কুলপি ব্লকে হেঁটে জনসংযোগ করেন। সকাল থেকেই শুরু হয় তাঁর পদযাত্রা। এই ব্লকের বেলপুকুর, কেওড়াতলা ও বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করার সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষ তাঁকে নানান সমস্যার কথা জানান। প্রার্থী বলেন, ‘প্রচারে সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। এলাকার বাসিন্দারা এগিয়ে এসে শুভেচ্ছা জানাচ্ছেন।’

28th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ