বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

অরুণ বাছলেন জন্মদিন তিথি, ফার্স্ট হতে চান সাজদা আহমেদ

সংবাদদাতা, উলুবেড়িয়া : একজনের বিশ্বাস, নিজের জন্মদিনে ভালো একটি সময় দেখে শুভ কাজ করলে সুফল মেলে। অন্যজনের বিশ্বাস, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে কোনও কাজ করলে তার সুফল পাওয়া যায়। এই বিশ্বাসে ভর করে শুক্রবার উলুবেড়িয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এবং তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ মনোনয়নপত্র জমা দিলেন। দু’জনেরই দাবি, নির্বাচনে জয় নিশ্চিত। নির্বাচনের দিন ঘোষণার পর উলুবেড়িয়া লোকসভা আসনে জোর কদমে প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা। শুক্রবার থেকে শুরু হল হাওড়া জেলাশাসকের দপ্তরে উলুবেড়িয়া আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এদিন বিজেপি ও তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন। বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর জন্মদিন ও জন্মবার শুক্রবার। মনোনয়ন দেওয়ার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘কালক্রমে আমার জন্মদিনেই মনোনয়ন জমার দিন পড়েছে। আমি পরিবারের সঙ্গে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন কালীবাড়িতে মা আনন্দময়ীকে পুজো দিয়েছি। পুরোহিত মশাইয়ের ঠিক করে দেওয়া সময়ে মনোনয়ন জমা দিয়েছি। সাধারণ মানুষের যা সাড়া পেয়েছি তাতে আমি নিশ্চিত যে, জয়লাভ করছি।’ অন্যদিকে তৃতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তিনিও মনোনয়ন জমা দিতে এই দিন বেছে নেন । প্রথম দিনেই কেন মনোনয়ন জমা দিলেন? এই প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, ‘জীবনে সবসময় প্রথম হয়েছি। এবারের নির্বাচনেও উলুবেড়িয়া আসনে প্রথম হব।’ অন্যদিকে এদিনই উলুবেড়িয়া লোকসভা আসনের এসইউসিআই প্রার্থী নিখিল বেরা মনোনয়ন জমা দেন।

27th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ