বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আড়াই কিলোমিটার জুড়ে খন্দপথ, ঝুঁকি নিয়ে যাতায়াত বারাসতের বেলিয়াঘাটায়

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত ২ নম্বর ব্লকের টাকি রোড থেকে বেলিয়াঘাটা বাজার হয়ে বেলিয়াঘাটা স্টেশনে যাওয়ার আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। অল্প বৃষ্টিতেই তাতে জল জমে যাচ্ছে। ফলে দিনে যাতায়াত করা গেলেও রাতে আসা-যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ফলে এলাকাবাসী ক্ষুব্ধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোডে বেলিয়াঘাটা ব্রিজের পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে বেলিয়াঘাটা স্টেশন। টাকি রোড থেকে কিছুটা গেলেই রাস্তার বীভৎসা অবস্থা নজরে পড়বে। রাস্তার মাঝে বড় বড় গর্ত। আড়াই কিলোমিটার রাস্তা যেন মরণফাঁদ। কয়েক বছর আগে এই রাস্তা সংস্কার করা হয়েছিল। কিন্তু, প্রতিদিন এই রাস্তা দিয়ে এত ভারী গাড়ি যাতায়াত করে যে, বেশিদিন তা আর টেকেনি। এই এলাকাতেই রয়েছে একাধিক ইটভাটা। রেল স্টেশন যেতে গেলেও এই রাস্তাই ধরতে হয় যাত্রীদের। স্বভাবতই ছাল-চামড়া উঠে বেহাল হয়ে পড়েছে এই রাস্তা। যাত্রীবাহী গাড়িগুলি ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ফলে যে কোনও দিন দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাধ্য হয়েই শুক্রবার বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড করে দেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসনের যেমন এদিকে নজর দেওয়া দরকার, তেমনই ইটভাটার মালিকদেরও দেখা উচিত। কারণ এই রাস্তা দিয়েই ইট বোঝাই করে যাতায়াত করে বড় বড় লরি। মোটরচালিত ভ্যানচালক শেখ মিরাজ বলেন, এই রাস্তায় ভ্যান চালাতে ভয় হয়। যখন তখন উল্টে যেতে পারে। তাছাড়া রাস্তা খারাপ হওয়ায় গাড়ি চালাতে গিয়ে খরচও বেশি হয়। এনিয়ে ফলতি-বেলিয়াঘাটা পঞ্চায়েতের প্রধান রাখী মণ্ডলকে ফোন করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। -নিজস্ব চিত্র

27th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ