বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জয়েন্টের জন্য রবিবার বাড়তি মেট্রো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। হাজার হাজার পড়ুয়া ও অভিভাবক ওইদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রমুখী হবে। স্বভাবতই ছুটির দিনে অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে রবিবার বাড়তি মেট্রো পরিষেবা দেবে রেল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো করিডরে এই সুবিধা মিলবে। সপ্তাহের অন্যান্য রবিবার সকাল ৯টা থেকে নর্থ-সাউথ মেট্রো রুটে পরিষেবা চালু হয়। তবে আগামী রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য কবি সুভাষ, দক্ষিণেশ্বর ও দমদম স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো রেক সকাল সাড়ে আটটায় যাত্রা শুরু করবে। অর্থাৎ পরীক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পরিষেবার সময়সূচি আধ ঘণ্টা এগিয়ে আনছে কলকাতা মেট্রো। একইভাবে অন্যান্য রবিবার ছুটির দিনগুলিতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সারাদিনে ১৩০টি মেট্রো পরিষেবা চলে। জয়েন্ট পরীক্ষার জন্য আগামী ররিবার অতিরিক্ত ১০টি মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে। সবমিলিয়ে ওইদিন সারাদিনে ১৪০টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। দিনের প্রথম মেট্রো পরিষেবার সময়সূচি বদল হলেও দিনের শেষ মেট্রো রেক নির্ধরিত সূচি মেনেই যাত্রা করবে। ওইদিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো পরিষেবা মিলবে যথাক্রমে রাত ৯টা ২৭ মিনিট এবং ৯টা ২৮ মিনিটে।

26th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ