বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দেশের সবচেয়ে হাল্কা, সুরক্ষিত বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল ডিআরডিও

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লাইট ওয়েট। অর্থাৎ, ওজনে হাল্কা। দীর্ঘক্ষণ পরে থাকলেও কষ্ট হবে না জওয়ানদের। দ্বিতীয়ত, সবচেয়ে সুরক্ষিত। স্নাইপারের মতো অত্যাধুনিক রাইফেলের গুলিকেও প্রতিহত করতে সক্ষম। দেশের সবচেয়ে হালকা ও সুরক্ষিত বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। প্রতিরক্ষার ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য। বুধবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ডিআরডিও’র ডিফেন্স মেটেরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ডিএমএসআরডিই) কানপুর এই উন্নতমানের জ্যাকেট তৈরি করেছে।
বুলেট প্রুফ ‌জ্যা঩কেট কতটা সুরক্ষিত, তার উপর লেভেল থাকে। লেভেল-৬ হল সবচেয়ে সুরক্ষিত বুলেট প্রুফ জ্যাকেট। ডিআরডিও’র তৈরি এই জ্যাকেটও লেভেল-৬। অর্থাৎ, এই ধরনের জ্যাকেটে সুরক্ষার স্তর ছয়টি। সম্প্রতি, এই বুলেট প্রুফ জ্যাকেটটি চণ্ডীগড়ে সফলভাবে পরীক্ষাও করা হয়েছে। নতুন ডিজাইন ও পদ্ধতির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে জ্যাকেটটি। সেখানে নতুন উপাদানের সঙ্গে নতুন প্রক্রিয়াও ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে হার্ড আর্মার প্যানেল। ভিতরে থাকছে মনোলিথিক সিরামিক প্লেট। সেটি পরে থাকার সময় আরাম পাওয়া যায়।  নিজস্ব চিত্র

25th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ