বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কালীঘাটের কাকু’র কণ্ঠস্বর সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল ইডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল ইডি। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা জানিয়েছে, কাকুর কণ্ঠস্বর মিলে গিয়েছে। তবে কোনও কথোপকথনের সঙ্গে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হয়েছে কি না, তা স্পষ্ট করেনি তারা। যদিও এই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি অমৃতা সিনহা। রিপোর্ট সংক্ষিপ্ত বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইডি যে রিপোর্ট জমা দিয়েছে, তা পাঁচ পাতার। তার মধ্যে তিন পাতা জুড়েই ‘কাকু’র কণ্ঠস্বরের তথ্য রয়েছে। বাকি দু’পাতায় মামলার সার্বিক তদন্তের রিপোর্ট রয়েছে। এতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। এদিকে, এই রিপোর্ট হাতে আসার পরই সুজয়কৃষ্ণকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে  বিচারভবনে সিবিআই বিশেষ আদালতে বুধবার আবেদন করেছে সিবিআই।
ইডি রিপোর্টের শেষ দু’পাতায় সার্বিকভাবে এখনও পর্যন্ত ইডি কী কী সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার হিসেব দিয়েছে। মোট ১৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্ট দেখে বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছেন, ‘২০১৪ সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, তাতে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন? টাকার অঙ্কই বা এত কম কেন?’ উত্তরে ইডি জানায়, আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তার জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রতিদিনই তদন্ত এগচ্ছে। কিন্তু ইডির দাবিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি। টাকার উৎস কী এবং তা কোথায়, কীভাবে গেল, তা এতদিন পরও রিপোর্টে উল্লেখ না থাকায় উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। 

25th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ