বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কটাক্ষ-তরজায় জমাটি প্রচার শ্রীরামপুরে

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া, জগৎবল্লভপুর থেকে জাঙ্গিপাড়া, সোমবার প্রচারে সরগরম ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। কাছাকাছি এলাকা, কখনও একই এলাকায় প্রচারে ছিলেন যুযুধান প্রার্থীরা। তবে তরজায় জমজমাট ছিল সপ্তাহের প্রথম দিনের প্রচার। বাগযুদ্ধে ছিল উত্তপ্ত। প্রচারে কখনও উঠে এসেছে নিয়োগ বিতর্কে আদালতের রায় কখনও আবারও প্রার্থীর উদ্দেশে বিরোধী প্রার্থীর তরফে উড়ে গিয়েছে কটাক্ষ। তুলনায় প্রচারের ঝাঁঝ কম ছিল হুগলি কেন্দ্রের প্রচারে। এদিন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী প্রচারের ছিলেন না। তবে ‘টাকা বিলি’ বিতর্ককে চ্যালেঞ্জ করে মাঠে নেমেছিল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে কিছুটা রাজনৈতিক তরজার সুর হুগলির বিভিন্ন এলাকায় শোনা গিয়েছে।
এদিন সকাল সকাল তরজার সুর বেঁধে দিয়েছিলেন বিজেপির শ্রীরামপুর আসনের প্রার্থী কবীরশঙ্কর বসু। এদিন উত্তরপাড়ায় তাঁর ঠাসা প্রচার কর্মসূচি ছিল। সেখানেই তিনি বিরোধী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূলের প্রার্থী দাবি করেছিলেন যে বাউন্ডারির পর ওভার বাউন্ডারি হাঁকাবেন। এখন শুনছি তাঁর দলের লোকেরাই রানআউট করে দেওয়ার ফন্দি এঁটেছে। তাতে তো বাউন্ডারি পরে আগে উইকেট বাঁচানো জরুরি। 
যদিও সকাল সকাল ওই কটাক্ষের সরাসরি কোনও জবাব দেননি কল্যাণবাবু। এদিন তিনি জগৎবল্লভপুরে প্রচারে ছিলেন। সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায় নিয়ে সমালোচনার পাশাপাশি বিজেপিকে বিঁধেছেন কল্যাণ। বিজেপি প্রার্থীর কটাক্ষ প্রসঙ্গে বলেন, বৃক্ষের যাবতীয় পরিচয় তার ফল দেওয়ার ক্ষমতায় লুকিয়ে থাকে। ২০২১ সালে বিধানসভাতেই তো বেচারা খেলতে পারেনি! এদিন জগৎবল্লভপুরেই প্রচারে গিয়েছিলেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। সকাল ও বিকেলে পদযাত্রা ও রোড শো’য়ের মাধ্যমে তিনি প্রচার করেন। তিনি বলেন, তৃণমূল ও বিজেপির সেটিং সবাই জানে। ওই দুই দল মিলে ভোটারদের বোকা বানানোর চেষ্টা করছে। মানুষ অনেক সচেতন। আমরাও সচেতনতা গড়ার কাজ করছি প্রতিদিন, ব্যাপক সাড়াও পাচ্ছি। 
হুগলির সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ এদিন বাঁশবেড়িয়ায় প্রচারে যান। লাল বেলুনে টোটো সাজিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে প্রচার করেন তিনি। আর বিজেপির লকেট চট্টোপাধ্যায় এদিন প্রচার করেন চুঁচুড়ায়। 
পাশাপাশি বলাগড়ে তাঁর প্রচার এবং বাঁশবেড়িয়ায় জনসভা ছিল। তৃণমূল বিশেষ খামে করে টাকা বিলি করছে বলে রবিবারই অভিযোগ তোলেন লকেট। এদিন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক বাজারেঘাটে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার-সহ সেই খাম বিলি করেন। বিজেপিকে চ্যালেঞ্জ করতেই এদিন তৃণমূল ওই বিশেষ প্রচার কর্মসূচি নিয়েছিল।

23rd     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ