বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘মালা ঘরের লোক, ভোট মিটলেই তো সায়রা ডুমুরের ফুল’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাঠফাটা রোদ্দুর। বাইরে বেরলে যেন আগুনের হল্কা লাগছে। রাসবিহারী থেকে গড়িয়াহাটগামী রাস্তার ধারে এক জনপ্রিয় পাইস হোটেলে তখন তোড়জোড় তুঙ্গে। পরিবেশনের কর্মীরা খাবার দিতে ব্যস্ত। এর মধ্যেই খেতে বসা কয়েকজনের কথায় সেখানে ছড়িয়ে পড়ল ভোটের উত্তাপ। টক ডাল আর বেগুনভাজা দিয়ে একগাল ভাত মুখে তুলে এক ব্যক্তি বললেন, ‘মালা রায়ের বিরুদ্ধে কাদের প্রার্থী করেছে, দেখ। মালাদিকে বিপদে-আপদে পাওয়া যায়। আর এরা শুধু টিভিতে আর ফেসবুকে আছে। সারা বছর তো দেখা মেলে না।’ তাঁকে সমর্থন করে পাশের জন বলে উঠলেন, ‘সিপিএমের প্রার্থী তো পুরো পাপা কি পরী! ভোট মিটলেই ফুড়ুৎ।’ এমন কথা শুনে হাসির রোল উঠল খাবারের টেবিলে। 
গড়িয়াহাট ফুটপাতে ক্রেতাদের সেই চেনা ভিড় একেবারেই নেই।  ভরদুপুরে দোকনিরা নিজেদের মধ্যে আড্ডায় মজেছেন। ক’দিন আগে এই অঞ্চলে প্রচার সেরে গিয়েছেন কলকাতা দক্ষিণের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সায়রা শাহ হালিম। হকারদের মধ্যেও প্রচার চালান তিনি। তা নিয়েই আড্ডা জমে উঠেছে কয়েকজন হকার ও দোকানদারের মধ্যে। ‘উনি তো বালিগঞ্জে ভোটের সময়ও (বিধানসভা উপ-নির্বাচন) এসেছিলেন প্রচার করতে। তখনই প্রথম জানতে পারি যে উনি হাসিম আব্দুল হালিমের বউমা’—বলছিলেন কাপড়ের দোকানের এক বয়স্ক কর্মী। বাঘা যতীনের বাসিন্দা এক বিক্রেতা তখন বলে উঠলেন, ‘তারপর থেকে আর একদিনও তো ওঁর মুখ দেখিনি! এখন আবার ভোট চাইতে এসেছেন। শখের পলিটিশিয়ান দিয়ে কি আর রাজনীতি হয়!’ 
ক’দিন আগেই গড়িয়াহাটে রোড শো করেছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও। কলকাতা দক্ষিণের মতো ‘হেভিওয়েট’ আসনে প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীকে ময়দানে নামিয়েছে পদ্মশিবির। তাঁর জয়-পরাজয় নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে গড়িয়াহাটের হকার জোনের আড্ডায়। সেই আলোচনা মন দিয়ে শুনছিলেন রেডিমেড কাপড়ের এক ব্যবসায়ী। আচমকা তিনি বললেন, ‘আরে ওঁকে তো ওঁর দলই হারতে পাঠিয়েছে। দলেই তো দেবশ্রী ব্যাকফুটে।’ ঊনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে ভোট-প্রাপ্তির নিরিখে দ্বিতীয় হলেও জয়ী মালা রায়ের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। এবার প্রচার-পর্বে জনগণের হাতে হাতে দেবশ্রী কমল বিলি করেছেন। প্রচারে খামতি রাখছে না কোনও পক্ষই। তবে পথঘাটের জল্পনা বা আড্ডার ঠেকের ভোট-বিশেষজ্ঞদের মতামত নয়, শেষ কথা বলবে জনতাই। আর সেই রায় জানা যাবে আগামী ৪ জুন।

23rd     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ