বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দুই সপ্তাহ অন্ধকারে গড়িয়াহাট ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত দিন পনেরো গোটা উড়ালপুলের লাইট জ্বলছে না। অন্ধকার নেমে এসেছে গড়িয়াহাট উড়ালপুলে। কিন্তু অভিযোগ, নজর পড়েনি ব্রিজ কর্তৃপক্ষের। স্বাভাবিকভাবেই অন্ধকারেই ব্রিজের উপর যাতায়াত করছে যানবাহন। রয়েছে দুর্ঘটনার আশঙ্কাও।
নিয়মিত গড়িয়াহাট ব্রিজে কয়েক হাজার গাড়ি চলে। গত ১৫ দিন আগে আচমকা গোলপার্কের দিকে ব্রিজের একটা অংশে একের পর এক বাতিস্তম্ভ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। আবার গত কয়েকদিন আগেই বালিগঞ্জ ফাঁড়ির দিকের অংশে বাতিস্তম্ভগুলি নিভে যায়। অন্ধকার নেমে আসে গোটা উড়ালপুলে। ঘুটঘুটে অন্ধকারে ব্রিজের উপর গাড়ির হেডলাইটই ভরসা চালকদের। গাড়ি চালক ঢাকুরিয়ার বাসিন্দা কিশোর মিত্রের কথায়, সন্ধ্যা নামলেই সেতুর উপর ঘুটঘুটে অন্ধকার নামে। গাড়ির হেডলাইটেই দিয়ে কাজ চালাচ্ছে। কিন্তু, শুধু তাতে তো সমস্যা মেটে না। যথেষ্ট ‘রিস্ক’ নিয়ে গাড়ি চালাচ্ছে হচ্ছে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। ওই সেতুর তলায় এইচআরবিসি’র একটি অফিস রয়েছে। সেখানেও কারও খোঁজ মেলে না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু বলেন, গত হপ্তা দুয়েক ধরে এই পরিস্থিতি রয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল। সেখানে নিয়মিত প্রচুর গাড়ি যাতায়াত করে। এই অবস্থায় সেতুর উপর আলো না থাকলে দুর্ঘটনা ঘটে সম্ভাবনা থাকে। এইচআরবিসি’র এক আধিকারিক জানিয়েছেন, কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই সমস্যা হয়ে থাকতে পারে। দ্রুত বিষয়টি দেখে নেওয়া হবে। আলো জ্বালানোর ব্যবস্থা হচ্ছে। -নিজস্ব চিত্র

19th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ