বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

প্রচারে জোর টক্কর সায়নী-অনির্বাণের, সৃজনের সমর্থনে জনসংযোগের আশ্বাস কংগ্রেস কর্মীদের

সংবাদদাতা,  বারুইপুর: বৃহস্পতিবার যাদবপুর লোকসভার বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচার ছিল বারুইপুরে। তখন তাঁর সঙ্গে দেখা হয় স্থানীয় কংগ্রেস কর্মীদের। তাঁরা সৃজনের হয়ে প্রচারে নামবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি এদিন বিকেলে রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। মিছিল, রোড শো করেন তিনি। সব জায়গার মতো এখানেও অভিনেত্রী-প্রার্থীকে দেখতে মহিলাদের উৎসাহ ছিল বেশি। অন্যদিকে সকালে নরেন্দ্রপুরের সোনারগাঁও থেকে পাওয়ার হাউস পর্যন্ত জনসংযোগ কর্মসূচি করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সবার সঙ্গে কুশল বিনিময় করেন। প্রবীণ মানুষদের প্রণাম করতেও দেখা যায় তাঁকে। বিকেলে পথসভা ও অন্যান্য কর্মসূচি ছিল তাঁর। 
এদিন চড়া রোদ ছিল বলে সকাল ন’টা থেকে শুরু হয় সৃজনের প্রচার। পায়ে হেঁটে জনসংযোগ শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন সিপিএম নেতা স্বপন নস্কর। সীতাকাণ্ডু বাজারের এক ব্যবসায়ী সৃজনকে বলেন, ‘এবার লাল পতাকাই উড়বে।’ চিত্রশালী মন্দিরের গেটে তালা থাকায় ফিরতে হয় বাম প্রার্থীকে। রামনগর বাজারে এসে আবার পায়ে হেঁটে জনসংযোগ সারেন তিনি। কথা বলেন স্থানীয় লোকজনের সঙ্গে। প্রখর রোদ্দুর। মাঝে মধ্যে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে টোটো করে সৃজন এগিয়ে যান অন্য পাড়ার দিকে। গ্রামের মহিলারা রাস্তায় এসে শুভেচ্ছা জানান এই ছাত্র নেতাকে। গ্রামের লোকজন বলেন, ‘পানীয় জলের খুব সমস্যা। দেখতে হবে।’ সৃজন তাঁদের আশ্বস্ত করেন। বিবিমাতলা, শাঁখারিপুকুরের বাসিন্দারা বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানান প্রার্থীকে। এক প্রবীণ তাঁকে বলেন, ‘বাবা তুমি এগিয়ে চল। আমাদের পাশে থেকো।’ পাল্টা বাম প্রার্থী তাঁকে প্রণাম করেন। পিয়ালি টাউনে ঢুকে শেষ হয় প্রচার।

19th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ