বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আমতায় জলের দাবিতে সাজদার পথ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

সংবাদদাতা, উলুবেড়িয়া: নির্বাচনী প্রচারে বেরিয়ে আমতায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। বৃহস্পতিবার আমতার সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রাম দক্ষিণপাড়ায় তাঁর প্রচার গাড়ি থামিয়ে গ্রামবাসীরা পানীয় জলের দাবি জানাতে থাকেন। এমনকী, তাঁরা তৃণমূলের সাবসিট অঞ্চলের সভাপতি তপন সামন্তর কুশপুতুল নিয়ে হাজির হয়েছিলেন সাজদা আহমেদের গাড়ির সামনে। প্রার্থী ও আমতার বিধায়ক সুকান্ত পাল পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার আমতা বিধানসভা এলাকার পানিত্রাসে র‌্যালি করেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত পাল। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই র‍্যালি ব্রাহ্মণগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন মহিলা সাজদা আহমেদের গাড়ির সামনে এসে পানীয় জলের দাবি জানাতে থাকেন। তৃণমূল নেতা তপন সামন্তর কুশপুতুল নিয়ে তাঁরা হাজির হয়েছিলেন। তাঁদের হাতে লেখা পোস্টারে লেখা ছিল— ‘তপন সামন্ত গো ব্যাক’। গ্রামবাসীদের দাবি, এই এলাকায় মাসখানেক ধরে পানীয় জলের সমস্যা চলছে। তৃণমূলের অঞ্চল সভাপতি তপন সামন্তকে সমস্যার কথা বারেবারে বলা হলেও সুরাহা হয়নি। এদিকে, প্রচারের মাঝে এই ঘটনায় কিছুটা হলেও বিড়ম্বনায় পড়েন সাজদা আহমেদ। তিনি ও বিধায়ক সুকান্ত পাল দ্রুত সমাধানের আশ্বাস দিলে গ্রামবাসীরা শান্ত হন। পরে সাজদা আহমেদ ফের র‍্যালি করেন। এ বিষয়ে বিধায়ক সুকান্ত পাল বলেন, একটা ছোট সমস্যা নিয়ে বাসিন্দাদের মনে কিছুটা অভিমান হয়েছিল। পরে আমরা তাঁদের সঙ্গে কথা বলায় অভিমান মিটেছে। 

19th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ