বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সৃজনকে ডেকে রাস্তা ও ঘরের দুর্দশা দেখালেন গ্রামের মহিলারা, রামনবমীর মিছিলে জনসংযোগ অনির্বাণের

সংবাদদাতা, বারুইপুর: প্রখর রোদ্দুর আর চড়া গরমের মধ্যেই চলছে ভোটপ্রচার। প্রায় প্রতিদিনই সকাল থেকে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে বা টোটোয় চেপে প্রচার সারছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী তথা ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। বুধবার তাঁর প্রচার ধিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা দেখা গেল বারুইপুর পশ্চিম বিধানসভার শংকরপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে লাল ঝাণ্ডা নিয়ে আগেভাগেই টোটো, মোটরভ্যান নিয়ে হাজির ছিলেন সিপিএম কর্মীরা। সৃজন এসে চায়ে চুমুক দিয়ে শুরু করেন প্রচার। গ্রামে প্রার্থী ঢুকতেই মহিলারা তাঁকে ডেকে নিয়ে গেলেন এলাকার ভাঙা রাস্তা, অকেজো জলের কল, অপরিষ্কার নর্দমা দেখাতে। তাঁরা সমস্বরে জানালেন হাজারো অভাব-অভিযোগের কথা। জানালেন, লাইটপোস্ট থাকলেও আলো জ্বলে না দীর্ঘদিন। সৃজন নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়ে এগিয়ে গেলেন গ্রামের অন্য অংশের দিকে। এদিকে, যাদবপুরের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় এদিন সকালে বারুইপুরের পিয়ালিতে রামমন্দিরে রামনবমীর পুজোর সূচনা করেন। বিকেলে রাসমাঠ থেকে রেলগেট পর্যন্ত রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন তিনি। হালতু, যাদবপুর, বাঘা যতীন, গড়িয়াতেও তিনি রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন। 
এদিন শংকরপুর ২ নম্বর পঞ্চায়েতের সূর্যপুর ঘাট থেকে প্রচার শুরু করেন বামপ্রার্থী। সঙ্গে ছিলেন সিপিএম নেতা লাহেক আলী। টোটোতে চেপে তাঁরা বলবলিয়া পূর্বপাড়া এলাকায় ঢুকতেই একদল মহিলা তাঁদের ঘিরে ধরে নানা সমস্যার কথা জানাতে শুরু করেন। কেউ বলেন, ‘আমাদের রাস্তার অবস্থাটা একবার নিজের চোখে দেখে আসবেন, চলুন।’ কেউ বলেন, ‘কলে জল পড়ে না। রাস্তায় আলো জ্বলে না। আমাদের এসব সমস্যা দেখার কেউ নেই।’ এর মধ্যেই এক মহিলা সৃজনের হাত ধরে তাঁকে নিয়ে যান রাস্তার বেহাল অবস্থা দেখাতে। সৃজন বলেন, ‘আমরা পঞ্চায়েতে নেই। আমাকে জেতাতে হবে। তারপর আমার সাংসদ তহবিলের টাকায় রাস্তা সহ বাকি উন্নয়নের বিষয়টি দেখব।’ এক মহিলা বলেন, ‘কেমন ঘরে আমরা থাকি, একবার দেখে আসবেন চলুন।’ তাঁর সঙ্গে সেই বাড়িতেও যান প্রার্থী। সেই বাড়ির উঠোনে বসে জল খেতে খেতে সমস্যার কথা শোনেন। মহিলা বলেন, ‘আমার ঘরের টাকা পাওয়ার কথা ছিল। এলাকার নেতারা নাম কেটে দিয়েছে। এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না তৃণমূল।’ সৃজন তাঁদের আশ্বস্ত করেন। সন্ধ্যায় সোনারপুরের মিশনপল্লিতে প্রচার সারেন তিনি। 

18th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ