বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কর্মখালি বিজ্ঞাপন দিয়ে ব্যাঙ্কে চাকরির টোপ, গ্রেপ্তার ২ পান্ডা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কর্মখালির বড় বড় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অনলাইনে। যে সে চাকরি নয়, একটি পরিচিত ব্যাঙ্কে চাকরির সুযোগ! প্রতারকদের ফাঁদ বুঝতে না পেরে নীচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেছিলেন ইকোপার্ক এলাকার এক বেকার যুবক এবং তাঁর বান্ধবী। নানা অজুহাতে তাঁদের কাছ থেকে দু’লক্ষ টাকার বেশি হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। চাকরি তো মেলেনি। তাঁরা ফেরতও পাননি সেই টাকা। তারপরই তাঁরা দ্বারস্থ হয়েছিলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। ওই ঘটনার তদন্তে নেমে চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতরা অপরাধের কথা কবুল করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হারাধন বাউরি এবং অভিজিৎ বাউরি। দু’জনের বাড়িই পুরুলিয়ায়। তাদের বয়স খুব বেশি নয়। হারাধনের বয়স ২২ এবং অভিজিতের বয়স ২৫। ইকোপার্কের যে দু’জন প্রতারিত হয়েছেন, তাঁদের মধ্যে ওই যুবকই প্রথম অনলাইনে ব্যাঙ্কে চাকরির বিজ্ঞাপন লক্ষ্য করেন। তিনি যোগাযোগ করার পাশাপাশি, তাঁর বন্ধবীকেও বিষয়টি বলেন। তারপর তিনিও চাকরির খোঁজে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। প্রতারকরা দু’জনকেই তাদের জালে ফেলে। প্রসেসিং ফি সহ নানা বিষয় দেখিয়ে দু’জনের কাছ থেকে মোট ২ লক্ষ ১৭ হাজার ৭১৬ টাকা নিয়ে নেয় প্রতারকরা। কিছুদিন পর তাঁরা বুঝতে পারেন প্রতারকদের খপ্পরে পড়েছেন। তারপর গত ২০ ফেব্রুয়ারি ওই যুবক বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস প্রতারণা সহ চারটি ধারায় মামলা রুজু করে। বেশ কিছু ডিজিটাল নথির ভিত্তিতে পুলিস পুরুলিয়ার ওই দুই যুবককে চিহ্নিত করে। তারপরই সাইবার ক্রাইম থানার একটি টিম তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা কতজনের সঙ্গে প্রতারণা করেছে, মোট কত টাকার প্রতারণা করেছে, তার তদন্ত শুরু হয়েছে।

17th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ