বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কেন্দ্র: মথুরাপুর: গরমকে বুড়ো আঙুল, প্রার্থীকে নিয়ে রায়দিঘি চষছেন ৮১ বছরের কান্তি

সংবাদদাতা, বারুইপুর: তীব্র দাবদাহে প্রাণ যায় যায় অবস্থা। তার মধ্যেই প্রচারে বেরতে হচ্ছে প্রার্থীদের। সঙ্গে থাকছেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। গরমের হাত থেকে বাঁচতে কিছুটা হেঁটেই জিরোতে দেখা যাচ্ছে কর্মী-সমর্থকদের। কমবয়সিরাই যেখানে এই অবস্থায় জেরবার, সেখানে এখনও বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন ৮১ বছরের বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। বয়সকে থোড়াই কেয়ার করে মথুরাপুর লোকসভার বাম প্রার্থী ডাঃ শরৎ হালদারকে নিয়ে জোরদার প্রচারে নেমেছেন তিনি। মঙ্গলবার রায়দিঘি ও মথুরাপুরের বিভিন্ন এলাকা চষে বেড়ালেন তাঁরা। প্রার্থী নয়, এলাকার সবার প্রিয় ‘কান্তিদা’র সঙ্গেই সেল্ফি নিতে হুড়োহুড়ি পড়ল আট থেকে আশির মধ্যে। মানুষ ঘর থেকে বেরিয়ে এসে কান্তিবাবু ও বামপ্রার্থীকে বললেন তাঁদের অভাব-অভিযোগের কথা। রায়দিঘি সেতুতে যানজট থেকে শুরু করে প্রস্তাবিত বাসস্ট্যান্ড ও রেললাইন না হওয়া, নদীবাঁধের দুর্দশা সহ নানা বিষয় উঠে আসে তাঁদের প্রচার ও জনসংযোগে।  
এদিন সকালে রায়দিঘির ময়রামহল থেকে বাজার পর্যন্ত প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে প্রচার সারেন কান্তিবাবু। কর্মসূচি ঘিরে সিপিএম কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। প্রার্থীকে এলাকার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন কান্তিবাবু। মিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে কান্তিবাবুকে দেখে প্রণাম করতে এগিয়ে আসেন। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, ‘লোকসভার ভোট নীতি ও আদর্শের লড়াই। তারপরও এই ভোটে ব্যক্তির ভূমিকা আছে। সেই ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাঁকে জনগনের নির্বাচিত করা ঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রচার যেমন চলবে, তেমনই ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর-রায়দিঘি রেলপথের যে শিলান্যাস করেছিলেন, সেই কাজ ১৪ বছর ধরে কেন থমকে, সেই প্রশ্ন তোলা হচ্ছে।’ তাছাড়া, সুন্দরবনের নদীবাঁধ সংস্কারের জন্য টাকা এলেও তা রাজ্যের শাসকদলের ব্যর্থতায় ফেরত চলে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিন বিকেলে মথুরাপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচার সারেন কান্তিবাবু।

17th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ