বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

গরমে পড়ুয়াদের জলপানের প্রবণতা বৃদ্ধিতে প্রাথমিক স্কুলে চালু ‘ওয়াটার বেল’

সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনিট। আচমকা উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের রাজাপুর থানার সবিতা ভক্তা স্মৃতি প্রাথমিক স্কুলে বেজে উঠল ঘণ্টা। এতে কিছুটা অবাক হয়েছিলেন আশপাশে থাকা অভিভাবকরা। কারণ ওই সময় তো স্কুলে ছুটির ঘণ্টা পড়ার কথা নয়। কিছুটা কৌতুহল নিয়েই তাঁরা স্কুলে এসে যা দেখলেন, তাতে আরও অবাক হলেন। প্রতিটি ছাত্রছাত্রীর একহাতে লাল তরমুজ ও অন্য হাতে জলের বোতল। পরে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বুঝিয়ে দিলেন, এটা ছুটির ঘণ্টা নয়। এটা আসলে ‘ওয়াটার বেল’। রোজ ছাত্রছাত্রীদের মধ্যে জলপানের পরিমাণ বৃদ্ধিতে এই উদ্যোগ। গ্রীষ্মকালে শরীর ঠিক রাখতে বেশি করে জলপান করতে বলেন চিকিৎসকরা। বিশেষ করে শিশুদের বারেবারে জল খাওয়ার পরামর্শ দেন তাঁরা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, শিশুরা বেশি করে জলপান করতে চাইছে না। বিশেষ করে স্কুলের সময়ে, অভিভাবকদের দৃষ্টির বাইরে থাকায়, পড়ুয়ারা জল প্রায় খেতেই চায় না। তাই ছাত্রছাত্রীদের মধ্যে জলপান করার প্রবণতা বৃদ্ধিতে এবার সবিতা ভক্তা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়াটার বেল’ চালু হল।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, রোজ বেলা ১২টা ১৫ মিনিটে এবং ২টো ৪৫ মিনিটে এই ‘ওয়াটার বেল’ বাজানো হবে। তখন ছাত্রছাত্রীরা একসঙ্গে জলপান করবে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনকুমার চেটেল জানান, বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার মেশিন রয়েছে। সেখান থেকে ছাত্রছাত্রীরা জলপান করলেও এই পদ্ধতিতে সকলে এক সময় একসঙ্গে অনেক বেশি জলপান করবে। তাই এই ওয়াটার বেল চালু করা হল। তবে শুধু জলপান নয়, এর সঙ্গে মাঝে মধ্যে বিদ্যালয়ের সামর্থ অনুযায়ী রসাল ফলও দেওয়া হবে বলে জানান প্রধান শিক্ষক। 

17th     April,   2024
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ