বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এডিসের লার্ভা মিলল মৃতের ফ্ল্যাটের ছাদেই
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: সোমবার পিকনিক গার্ডেনের বাসিন্দা ১০ বছর বয়সী এক শিশুর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। কলকাতা পুরসভা জানাল, মৃতার বাড়ির ছাদে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা।
কলকাতা পুরসভার বক্তব্য, মৃতার বাড়ির আশপাশে কোনও ডেঙ্গু আক্রান্তের খোঁজ মেলেনি। এলাকাটিও পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু মৃতার ফ্ল্যাট বাড়ির ছাদে জমা জলে মিলেছে ডেঙ্গুর এডিস মশার লার্ভা। পুরসভার আধিকারিকদের বক্তব্য, সচেতনতা প্রচারের পরও নাগরিক মহলের একাংশের হুঁশ ফিরছে না।  এই ঘটনায় তা ফের প্রমাণ হল। প্রসঙ্গত ওই ওয়ার্ডে আরও পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত বলে জানা গিয়েছে। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১২৩/২ পিকনিক গার্ডেন রোড এলাকাটি সাফসুতরো। তবুও শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়। ২০ জুলাই তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পায় পুরসভা। সেদিনই ওই বাড়িতে যায় ভেক্টর কন্ট্রোল টিম। স্বাস্থকর্মীরা বাড়ির চারপাশে মশার লার্ভানাশক ওষুধ স্প্রে করেন। পাশাপাশি ছাদে মশার লার্ভাও খুঁজে পান। এক পুরকর্মী বলেন, ছাদের একপাশে ও ছোট ছোট পাত্রে জল জমে ছিল। সেখানে ডেঙ্গু মশার লার্ভা মিলেছে। তা সাফ করে দিয়েছিলাম।
পুরসভার স্বাস্থ্যবিভাগের বক্তব্য, প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে তিন দিন করে প্রচার চলছে। প্রতিটি এলাকায় ঘুরছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু বারবার বলার পরও মানুষের চেতনা ফিরছে না। ১৬ জুন ওই পাড়ায় গিয়েছিল ভেক্টর কন্ট্রোল টিম। চলতি মাসের শুরুর দিকেও গিয়েছিল। নাগরিকদের সচেতন হয়ে বাসস্থান পরিষ্কার রাখতে হবে। না হলে বিপদের আশঙ্কা। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আহমেদ ফৈয়াজ খান বলেন, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক।’
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৪ জুলাই শিশুটি জ্বরে আক্রান্ত হয়েছিল। ১৯ জুন রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। পুরসভা খবর পেয়ে বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠায়। আপাতত ওই পাড়াটিতে কেউ আক্রান্ত নন। কিন্তু ওই ওয়ার্ডে পাঁচ জন ডেঙ্গুতে আক্রান্ত। এর পাশাপাশি কলকাতা শহরে প্রায় ২৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘মৃতার পরিবার প্রথমে একজন হাতুড়ে ডাক্তারকে দেখিয়েছিলেন। তিনি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিলেন। যেটা দেওয়া ঠিক হয়নি। ওই ডাক্তারের খোঁজ চলছে। যে স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষা হয়েছিল তারাও পুরসভাকে কিছু জানায়নি। সেই সেন্টারকে শো-কজ করা হয়েছে।’ 
অন্যদিকে, বিধাননগর পুরসভা এলাকায় জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত। গত এক সপ্তাহের মধ্যে আক্রান্ত হয়েছেন ১২ জন। গত বছর উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গু হয়েছিল এই পুরসভাতেই। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন। মশার লার্ভা মারার ওষুধ ছড়ানো হচ্ছে। পাঁচ লক্ষ গাপ্পি ছাড়া হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। সচেতনতামূলক প্রচারও হচ্ছে।’
পার্ক সার্কাসে বাড়ির ভিতর ঢুকে চলছে জমা জল পরীক্ষার কাজ। -নিজস্ব চিত্র

26th     July,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ