বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তৃণমূল কর্মীর দুয়ারে থান, মালা ও চিতার ছবি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের আগে বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের দুয়ারে পৌঁছে যাচ্ছিল সাদা থান ও রজনীগন্ধার মালা। সব ক্ষেত্রেই অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এ সব দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন, বাম জমানার দৃশ্য ফিরতে চলেছে এবারের পঞ্চায়েত ভোটে। ভোট মিটতে দেখা গেল উল্টো দৃশ্য। এবার তৃণমূল কর্মীর বাড়ির দুয়ারে দেখা মিলল সাদা থান ও রজনীগন্ধার মালার। প্রচ্ছন্ন হুমকির অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নামখানার ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটেছে।
ওই বুথে এবার তৃণমূলের প্রার্থী ছিলেন বিদায়ী প্রধান চম্পা বৈরাগী। তাঁর এজেন্ট ছিলেন তরুণ জানা। এদিন ভোরে তিনি দরজা খোলামাত্র দেখতে পান সেখানে সাদা থান ও রজনীগন্ধার মালা পড়ে রয়েছে। তার পাশেই ছিল চিতার একটি ছবি। এসব দেখে আতঙ্কিত হয়ে পড়েন তরুণবাবু। তিনি বলেন, আমার কোনও শত্রু নেই। তাহলে কে বা কারা এসব এখানে রেখে গেল? খবর পেয়ে ঘটনাস্থলে আসে নামখানা থানার পুলিস। তাঁরা ওই থান ও মালা নিয়ে চলে যায়। কোনও অভিযোগ দায়ের হয়নি। 

19th     July,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ