বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সরকারি স্বীকৃতির দাবিতে মিড
ডে মিল কর্মীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক ডজন দাবিতে বারাসত ২ ব্লকে ডেপুটেশন দিলেন ‘মিড ডে মিল সহায়িকা সমিতি’র সদস্যরা। বৃহস্পতিবার প্রায় দু’হাজারের মতো কর্মী মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দেন।
বাম আমলে এলাকার মহিলাদের স্কুলে মিড ডে মিল রান্নার জন্য নিয়োগ করা হয়। ২০০৪ সালের পর থেকে এখনও পর্যন্ত কর্মীদের স্থায়ীকরণ বা সরকারি কোনও স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। দ্রুত যাতে সরকার তাঁদের স্বীকৃতি দেয়, সেই দাবি ওঠে এদিনের মিছিল ও ডেপুটেশন থেকে।
সংগঠনের আহ্বায়ক নাতাশা খান বলেন, কয়েকদিন আগে আমরা কলকাতায় একই কর্মসূচি করেছি। আমাদের মূলত দাবি রয়েছে ১২টি। অন্যতম হল মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি। কর্মীরা রোজ ১০ থেকে ১২ টাকা মজুরি পান। আর এই টাকায় কাজ করা সম্ভব নয়। একই সঙ্গে খাবারের গুণগত মান বৃদ্ধির জন্য বরাদ্দ বৃদ্ধি, রান্নার পরিকাঠামোর পরিবর্তনও করতে হবে। আমাদের কর্মীদের কাজের নিরাপত্তা প্রয়োজন। জয়েন্ট বিডিও আমাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন। -নিজস্ব চিত্র

9th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ