বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মেট্রো লাইনে যুগলের ঝাঁপ,
৪০ মিনিট ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাইনে যুগলের ঝাঁপ, বিপর্যস্ত মেট্রো পরিষেবা। শনিবার সন্ধ্যায় এজন্য ৪০ মিনিট দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রইল। কলকাতা মেট্রোর ইতিহাসে একসঙ্গে দু’জনের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছেন রেলকর্তারা। মেট্রো জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে নোয়াপাড়া স্টেশনের ডাউন লাইনে ওই যুগল ঝাঁপ দেন। ট্রেন স্টেশনে ঢোকার মুহূর্তে আচমকাই প্রেমিক-প্রেমিকা লাইনে ঝাঁপিয়ে পড়েন। মেট্রো চালক শেষ মুহূর্তে ইমার্জেন্সি ব্রেক কষে যুগলকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৪৫ বছর বয়সি প্রেমিকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যদিও রাত সাড়ে ন’টা পর্যন্ত গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ২৫ বছর বয়সি প্রেমিকা। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি, যুগলের আত্মহত্যা করার এই ধরনের চেষ্টা আগে দেখা যায়নি। কৌশিকবাবু আরও বলেন, ঘটনার পর গিরিশপার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে মেট্রো পরিষেবা চালু ছিল। মেট্রো ট্র্যাক সাফ করে ৭টা ১৪ মিনিট নাগাদ নর্থ-সাউথ করিডরের গোটা রুটে পরিষেবা ফের চালু হয়।      

4th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ