বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

উদ্বিগ্ন দলের নেতারা, আজ বারাকপুর
সাংগঠনিক জেলার বৈঠকে কড়া বার্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাকপুর শিল্পাঞ্চলে দলের গোষ্ঠীদ্বন্দ্বে চরম অস্বস্তিতে তৃণমূল। পুরভবনের মধ্যে কাউন্সিলরকে মারধর, পুরবোর্ড মিটিং বয়কট করার মতো ঘটনা সামনে চলে আসায় রীতিমত অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবির। আজ শুক্রবার দলের বারাকপুর সাংগঠনিক জেলার বৈঠকে এই গোষ্ঠীদ্বন্দ্বই আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা 
হচ্ছে। গোষ্ঠী কোন্দলে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না বলে পরিষ্কার জানিয়েছেন দলের জেলা সভাপতি তাপস রায়। শুধু ভাটপাড়া নয়, পানিহাটি পুরসভাতেও তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে, তাতে অস্বস্তিতে পড়েছে দল। সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বোর্ড মিটিং বয়কট করেছেন অনেক কাউন্সিলর।  
তবে ভাটপাড়ার কাউন্সিলর সত্যের রায়কে মারধর করার প্রতিবাদে রীতিমত তোপ দাগলেন সংসদ সদস্য অর্জুন সিং। বৃহস্পতিবার অর্জুন বলেন, সিপিএমের বিরুদ্ধে সত্যেন লড়াই করে বার বার 
আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের লোকজনও বাদ যাননি। ভাঙচুর করা হয়েছে তাঁর বাড়ি। আর এখন তত্কাল তৃণমূলের কাউন্সিলরদের হাতে তাঁকে মার খেতে হল। আসলে এই সব কাউন্সিলররা করোনাকালে তৃণমূলে এসেছে। টিকিট পেয়ে 
গিয়ে কাউন্সিলর হয়ে গিয়েছে। এখনও তারা পুরসভায় ঠিকাদারি করে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাব। সেখানে কাজ না হলে জগদ্দল, কাঁকিনাড়ায় যা হওয়ার, তাই হবে। কার্যত পাল্টা হামলার হুমকি তিনি দিয়েছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপসবাবু বলেন, দলীয় কাউন্সিলরের উপর হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ, বিক্ষোভ থাকলে দলীয় নেতৃত্বের কাছে বিষয়টি বলা যেতে পারে। কিন্তু, এভাবে প্রকাশ্যে পুরসভার ভিতরে ঢুকে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দলীয় বৈঠকে এই বিষয়ে কড়া বার্তা দেওয়া হবে।

2nd     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ