বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বাঘের ছাল, নখ-দাঁত উদ্ধার,
কালোবাজারে দাম সোয়া কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে বাঘছাল, দাঁত ও নখ বাজেয়াপ্ত করল শুল্কদপ্তর। যদিও চোরা কারবারিকে ধরা যায়নি। সোমবারের এই তল্লাশি অভিযানে মিলেছে হরিণের শিংও। সব মিলিয়ে কালোবাজারে এর দাম প্রায় সওয়া এক কোটি টাকা। অভিযুক্তের খোঁজে নদীয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। শুল্কদপ্তরের অফিসারদের কাছে খবর ছিল, নদীয়ায় বাঘছাল কেনাবেচার কারবার চলছে। বাংলাদেশ থেকে এগুলি আনা হয়েছে। এর পিছনে রয়েছে আন্তর্জাতিক চোরাচালান চক্র। নদীয়ার বিভিন্ন জায়গায় বাড়ি 
ভাড়া নিয়ে বিভিন্ন পশুর চামড়া, নখ, দাঁত সহ বিভিন্ন সামগ্রী মজুত করে রেখেছে তারা। বরাত পেলেই সেসব চলে যাচ্ছে বিদেশে। এই তথ্যের ভিত্তিতে খোঁজখবর শুরু করেন শুল্কদপ্তরের অফিসাররা। সোর্সকে কাজে লাগিয়ে এক ব্যক্তির খোঁজ পান তাঁরা। খরিদ্দার সেজে ওই চোরাচালানকারীকে বলা হয়, বাঘের চামড়া ও হরিণের সিং লাগবে। ফোনেই সেই ব্যক্তি জানায়, ভালো দাম দিলে মিলবে সবই। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য দর কষাকষি করেন অফিসাররা। ঠিক হয়, সোমবার হাতবদল হবে এবং ১ কোটি ২৬ লক্ষ টাকা দিতে হবে। সেইমতো ২৭ মার্চ দুপুরে নদীয়ার ভাতগাছি এলাকায় সোর্সকে সঙ্গে নিয়ে পৌঁছন শুল্কদপ্তরের অফিসাররা। বেশ কয়েকবার ফোনে কথা বলার পর আসতে রাজি হয় চোরাচালানকারী। বেলা আড়াইটে নাগাদ সে কাছাকাছি আসার পর তার ধারণা হয়, কেউ তাকে অনুসরণ করছে। সেকারণে সে উল্টোদিকে হাঁটা লাগায়। তাকে ধাওয়া করলে অভিযুক্ত তার কাঁধে থাকা ভারী ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে একটি জঙ্গলে ঢুকে পড়ে। ওই ব্যাগ তল্লাশি করে বাঘছাল, বাঘের নখ ও দাঁত এবং হরিণের দু’টি শিং পাওয়া যায়। তদন্তকারীদের সন্দেহ, এই বাঘটি বাংলাদেশে মারা হয়েছে। অন্তত পাঁচ বছর আগে এই চামড়া আনা হয়েছে। এই নিয়ে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন অফিসাররা।  উদ্ধার হওয়া বাঘের ছাল।-নিজস্ব চিত্র

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ