বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বৈঁচি প্রকল্পে উৎপাদিত পণ্য
বাজারজাত করার উদ্যোগ 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পশ্চিমবঙ্গ সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের বৈঁচি প্রকল্পের উন্নতির জন্য একগুচ্ছ প্রস্তাব নেওয়া হল। শুক্রবার সেখানে মনিটরিং কমিটির বৈঠকে উৎপন্ন পণ্যকে আরও বেশি করে বাণিজ্যমুখী করার পরিকল্পনা নিয়েই মূলত চর্চা হয়। রাজ্য পঞ্চায়েত দপ্তরের ওই প্রকল্পের অধীনে মাছ থেকে মুরগি ছানা, প্যাকেজড চিকেন থেকে তেল, মশলা, আলু, পেঁয়াজ পর্যন্ত উৎপন্ন হয়। গুণমানে উন্নত ওই সব পণ্যের দামও বাজার দরের তুলনায় কম। কিন্তু সেগুলি আমজনতার কাছে পৌঁছে দেওয়ার পরিকাঠামোর অভাব আছে। অভাব আছে পরিকল্পনারও। এদিন মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ওই সব পণ্যকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করতে বলেন।
এদিন পাণ্ডুয়ার বৈঁচির ওই প্রকল্পের আরও একটি সমস্যার সমাধানও হয়েছে। বৈঠকে আলোচনা হয় যে, ফার্মের পরিকাঠামোয় প্রচুর সংখ্যক মুরগি ছানা তৈরি করা সম্ভব। কিন্তু বাজারজাত করার সমস্যার কারণে প্রকল্পটি মার খাচ্ছে। এদিনের বৈঠক থেকেই তপনবাবু প্রাণী সম্পদ দপ্তরের কর্তাদের সঙ্গে কথা বলেন। তাতে স্থির হয় পঞ্চায়েত দপ্তরের অধীনস্ত বৈঁচির সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের তরফে প্রস্তাব পাঠানো হবে। যাতে প্রাণী সম্পদ দপ্তর তাদের প্রয়োজনীয় মুরগি ছানা বৈঁচি থেকে ক্রয় করে। তপনবাবু বলেন, আমাদের প্রচুর জমি, খামার, পুকুর আছে। অনেক ধরনের পণ্য উৎপাদন হয়। সেগুলিকে আমরা বাণিজ্যিকভাবে মানুষের আরও কাছে নিয়ে যেতে চাইছি। অন্যদিকে, পর্ষদ কর্তারা জানিয়েছেন, গত একবছর ধরে যাবতীয় লক্ষ্যমাত্রা পর্ষদ পূরণ করেছে। মাছের উৎপাদন থেকে চিকেন বিক্রি, ফার্মাস ক্লাব তৈরি থেকে মাশরুম উৎপাদন, সবেতেই বৈঁচি প্রকল্প সফলভাবে কাজ করেছে। 

25th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ