বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পাঁচ বছরেও তদন্ত হয়নি, পুলিস
কমিশনারের রিপোর্ট চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচ বছর অতিক্রান্ত। তবুও কোনও তদন্তই করেনি পুলিস। এমন অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েলের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়ির সঙ্গে মামলাকারী তথা মুম্বইয়ের বাসিন্দা সন্দীপ টোডির দীর্ঘদিনের বিবাদ। তাঁর বিরুদ্ধে কলকাতা ও মুম্বইয়ে ৪৯৮এ সহ একাধিক ধারায় মামলাও রয়েছে। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সন্দীপও একাধিক মামলা দায়ের করেছেন। এই পরিস্থিতিতে ২০১৭ সালের জানুয়ারি মাসে শ্বশুরবাড়ির তরফে সব কিছু মিটমাটের প্রস্তাব পাওয়ার পর বাবাকে নিয়ে কলকাতায় আসেন সন্দীপ। কিন্তু উভয়পক্ষের বিবাদ আরও তীব্র হয়ে ওঠে। সন্দীপের অভিযোগ, তাঁকে ও তাঁর বাবাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। তাঁদের বিরুদ্ধেও একই অভিযোগ আনে শ্বশুরবাড়ির লোকজন। উভয়পক্ষই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করে।
সন্দীপের অভিযোগ, শ্বশুরবাড়ির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পুলিস ব্যবস্থা নিলেও তাঁর দায়ের করা অভিযোগের নিয়ে প্রগতি ময়দান থানার পুলিস ব্যবস্থাই নেয়নি। শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের জুন মাসে সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিস। আশ্চর্যজনকভাবে ২০১৮ সালের ৩০ জানুয়ারি একাধিক ধারা বাদ দিয়ে সংশোধিত চার্জশিটও পেশ করে পুলিস। কিন্তু অভিযোগ, সন্দীপের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআরই দায়ের করেনি পুলিস। এরপরই প্রগতি ময়দান থানার ওসি ও তদন্তকারী অফিসারের বিরুদ্ধে সরাসরি কলকাতা পুলিস কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন সন্দীপ। কিন্তু তারও কোনও তদন্ত করেননি কমিশনার।

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ