বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পুলিসের বিরুদ্ধে অভিযোগ হলে
কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি সিপির
ঠাকুরপুকুরে দু’টি ট্রাফিক আউটপোস্টের উদ্বোধন

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিপ্রার্থীকে কামড় প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতার পুলিস কমিশনার বিনীতকুমার গোয়েল। শনিবার আউটপোস্ট উদ্বোধনের পর এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কলকাতা পুলিসের কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ হলে সবসময়ে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এবারও তার অন্যথা হবে না। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কার্যত হুঁশিয়ারির সুরে এমনই বার্তা দিয়েছেন সিপি। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলা কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিস। ডেপুটি কমিশনার (সাউথ) আকাশ মাঘারিয়ার নির্দেশে এই তদন্ত করছেন ডিসি সাউথ ২ বুদ্ধদেব মুখোপাধ্যায়। সিপি আরও বলেন, রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত। আচমকা রাস্তা বন্ধ করে কোনও বিক্ষোভ, অবরোধ হলে মানুষকে অত্যন্ত ভোগান্তির সম্মুখীন হতে হয়। তাই দ্রুত বিক্ষোভ, অবরোধ তুলে দেওয়াটাও পুলিসের দায়িত্ব। 
অন্যদিকে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরুর আগে যাত্রীদের সুবিধার্থে দু’টি নতুন ট্রাফিক আউটপোস্ট তৈরি করল কলকাতা পুলিস। দু’টিই ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের এলাকায়। প্রথমটি জোকায়, অন্য আউটপোস্টটি সখেরবাজারে। শনিবার বিকেলে এই দু’টি ট্রাফিক আউটপোস্ট উদ্বোধন করেন পুলিস কমিশনার। তাঁর সঙ্গে ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) পান্ডে সন্তোষ ও ডেপুটি কমিশনার (ট্রাফিক) সুনীলকুমার যাদব। উদ্বোধনের পর সিপি বলেন, শীঘ্রই জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তখন ডায়মন্ডহারবার রোডে পথচারীদের সংখ্যা অনেকটাই বাড়বে। তাই এই এলাকায় আরও ভালো ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য জোকা ও সখেরবাজার আউটপোস্টটি তৈরি করা হয়েছে। যাত্রী সুরক্ষা সবার আগে। তাই তাঁদের নিরাপত্তা দেবে ও সুষ্ঠুভাবে যানবাহন নিয়ন্ত্রণ করবে এই দুই নয়া ট্রাফিক আউটপোস্ট।  নিজস্ব চিত্র

27th     November,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ