বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

টোটোতে লরির ধাক্কায় মৃত্যু, জখম ৩

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শনিবার দুপুরে লরির ধাক্কায় প্রাণ হারালেন টোটোতে সওয়ার এক মহিলা। ওই দুর্ঘটনায় টোটোতে সওয়ার চালক সহ আরও তিনজন জখম হয়েছেন। শ্রীরামপুরের ব্যস্ত এলাকা নওগাঁর পাঁচমাথা মোড়ে ওই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঝর্ণা মালিক (৫৫)। তিনি রাজ্যধরপুর এলাকায় বাসিন্দা ছিলেন। টোটোতে সওয়ার অন্য যাত্রীরাও তাঁরই আত্মীয়। তাঁরা সকলেই শেওড়াফুলিতে বাজার করতে এসেছিলেন। জখমদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই টোটোয় ধাক্কা দেয়। টোটোটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। তখন ঘাতক চালক লরি দ্রুত এলাকা ছেড়ে পালায়।
এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক পুলিসের গাফিলতির কারণেই এলাকায় যানবাহন বেপরোয়া হয়ে চলাচল করে। অনেক সময়েই সিভিক ভলান্টিয়ারদের যান নিয়ন্ত্রণের পরিবর্তে মোবাইলে ব্যস্ত থাকতে দেখা যায়। সেই কারণেই ওই এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।

27th     November,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ