বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
মৃত্যু দোকান মালিকের
বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন মৃতার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দোকান মালিকের। পুলিস সূত্রে খবর মৃতের নাম বান্টি হালদার ওরফে পচা (৩৫)। ঘটনাটি ঘটেছে ট্যাংরার গোবিন্দ খটিক রোডে। জানা গিয়েছে, ওই এলাকায় ট্যাংরা হাউজিংয়ের বিপরীতে একটি খাবারের দোকান রয়েছে বান্টি বাবুর। আজ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সেই দোকানে রান্না হচ্ছিল। সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে কোনওভাবে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। বান্টিবাবু প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাহায্যের জন্য ছুটে আসেন আশেপাশের দোকানের মালিক-কর্মীরাও। তারা বালি ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু লাভ হয়নি। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানের অধিকাংশ সামগ্রীই। আগুনের তাপে গলে যায় দোকানের ভিতরে থাকা কারেন্টের তার, সুইচবোর্ডও। অবস্থা বেগতিক থেকে দোকান থেকে বের হওয়ার চেষ্টা করেন বান্টিবাবু। অভিযোগ, সেই সময় দোকানের লোহার শাটারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অকুস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছেন ট্যাংরা থানার পুলিস কর্মীরা। অন্যদিকে, পুরো ঘটনায় বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী।

5th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ