বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের প্রথম
পর্যায়ের কাজ শেষ, পরিদর্শনে মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্স তৈরির প্রথম ধাপের কাজ প্রায় শেষ। সোমবার সেই কাজই খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। ডুমুরজলা স্টেডিয়ামে একটি বৈঠকে তিনি কথা বলেন হাওড়া জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাদের সঙ্গে। ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভার প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া সিটি পুলিসের কমিশনার প্রবীণ ত্রিপাঠি প্রমুখ। বৈঠক শেষে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর পাইলট প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসেছিলাম। হিডকো পরিকল্পনা মাফিক কাজ করছে। কাজের অগ্রগতি দেখা ছাড়াও আর কী কী এখানে করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। মূলত দু’টি ধাপে কাজ হচ্ছে। তার মধ্যে প্রথম ধাপটি শেষের পথে। ক্রিকেট, ফুটবল, হকির মতো খেলাগুলির জন্য মাঠ তৈরি হচ্ছে। এদিকে, সম্প্রতি ডুমুরজলায় সুইমিং পুলে ডুবে শিশুমৃত্যুর ঘটনায় মন্ত্রী বলেন, গোটা বিষয়টি নিয়ে পুলিস প্রশাসন তদন্ত করে দেখছে।  প্রসঙ্গত, ডুমুরজেলা স্পোর্টস কমপ্লেক্স করার সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার রাস্তায় নেমেছেন হাওড়ার ক্রীড়া ও প্রকৃতিপ্রেমীরা। কমপ্লেক্স তৈরি হলে তা শহরের ইকো সিস্টেমকে নষ্ট করে দেবে বলে তাঁদের দাবি ছিল। 

5th     July,   2022
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ