বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সাঁকরাইলে ভিক্ষুক সেজে
লুটপাট, অভিযুক্তরা অধরা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁকরাইলে লুটপাটের ঘটনা ২৪ ঘণ্টা কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা। তবে পুলিসের দাবি, তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই ঘটনার পিছনে কোনও বিশেষ গ্যাং থাকতে পারে। ব্যান্ডেলে একটি লুটের ঘটনা প্রায় একইরকম কায়দায় ঘটানো হয়েছিল। সেখান থেকেই পুলিসকর্তারা ওই অনুমান করছেন। এদিকে, সাঁকরাইলের ওই পরিবার এখনও আতঙ্কের কবল থেকে মুক্ত হতে পারেনি। উল্টে নিরাপত্তা নিয়ে প্রবল ভয় তাঁদের গ্রাস করেছে। পুলিসের সঙ্গে ওই পরিবার নিরাপত্তা নিয়ে পরামর্শও করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে ভিক্ষুক সেজে পানীয় জল চেয়ে সাঁকরাইলের একটি বাড়িতে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বাড়িতে তখন গৃহবধূ একাই ছিলেন। তাঁর উপরেও পাশবিক নির্যাতন চালানো হয়। তাঁর পেটে লোহার রড ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি পাঁচ লক্ষ টাকার গয়না ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম ওই গৃহবধূ বর্তমানে সুস্থ আছেন। কিন্তু ঘটনার কোনও কিনারা এখনও পুলিস করতে পারেনি। 

22nd     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ