বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ফেলে দেওয়া জিনিস দিয়ে ল্যান্ডস্কেপ,
ইন্ডিয়া বুক অব রেকর্ডসে কৈলাস

সংবাদদাতা, উলুবেড়িয়া: ফেলে দেওয়া দর্জির দোকানের কাপড়ের টুকরো, মণ্ডপ সজ্জার বাতিল কাপড়, সুপারি বা খেঁজুর গাছের চেঁচালি, শীতলপাটির টুকরো, পেঁপের শুকনো ছাল দিয়ে ল্যান্ডস্কেপ তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিলেন উলুবেড়িয়া তপনা শিবতলার বাসিন্দা কৈলাস পুরকাইত। মঙ্গলবার সংস্থার পাঠানো বিভিন্ন উপহার পৌঁছেছে পেশায় এই অঙ্কন শিক্ষকের বাড়িতে। উলুবেড়িয়ায় নিজের বাড়ি এবং পাশাপাশি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের আঁকা শেখান। এর মধ্যেই কৈলাসের হাতে আঁকা সাড়া ফেলেছে উলুবেড়িয়া ও আশেপাশের এলাকায়। এবার ফেলে দেওয়া জিনিস দিয়ে তাঁর হাতে তৈরি ল্যান্ডস্কেপ এলাকায় আলোড়ন তুলেছে। কৈলাস পুরকাইত জানান, ২৪ ইঞ্চি লম্বা এবং ১৬ ইঞ্চি চওড়া ল্যান্ডস্কেপটি তৈরি করতে সময় লেগেছে ১৬ ঘণ্টা। সেটি ১৬ নভেম্বর ইন্ডিয়া বুক অব রেকর্ডসের দপ্তরে পাঠানোর পর ৩০ ডিসেম্বর সংস্থা আমার হাতের কাজকে স্বীকৃতি দেয়। তারপরে মঙ্গলবার সংস্থার পাঠানো বিভিন্ন উপহার আমি হাতে পাই। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে তৈরি ল্যান্ডস্কেপটিতে কোনওরকম রং ব্যবহার করা হয়নি বলে জানান কৈলাসবাবু। তবে এখানেই থেমে থাকতে রাজি নন তিনি। আগামী দিনে এইরকম আরও হাতের কাজ তৈরি করে গিনেস বুক অব রেকর্ডসে নিজের নাম তুলতে চান বলে জানান কৈলাস। 

20th     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ