বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বৃষ্টি চলবে আজও
আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জওয়াদের জেরে শনিবার বিকেল থেকেই শহরে বৃষ্টি শুরু হয়েছিল। গতকাল তা নাগাড়ে চলে। বেগ কিছুটা বাড়ে রাত দশটার পর থেকে। ডিসেম্বরের শুরুতে এহেন বৃষ্টিতে কার্যতই জেরবার শহরবাসী। একই চিত্র দেখা গিয়েছে অন্যান্য জেলাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর এর আগেই অবশ্য জানিয়েছিল, রবিবার রাজ্যে প্রবেশ করবে ঘূর্ণিঝড় জওয়াদ। যার জেরে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হবে। সেই পূর্বাভাসকে সত্যি করেই শুরু হয় বৃষ্টি। যা আজ, সোমবার সকালেও চলছে। তার জেরেই এই ঠান্ডার মরসুমেও জল জমেছে শহরের একাধিক জায়গায়। ভাসছে উত্তর এবং মধ্য কলকাতার একাংশ। জল থইথই ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড সহ বিধান সরণির একাধিক এলাকা। তবে পুরসভার তৎপরতায় অনেক জায়গাতেই জল নামানোর কাজ শুরু হয়েছে। চালু করা হয়েছে অতিরিক্ত পাম্পও। হাওয়া অফিস জানিয়েছে, আজও সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে। চলবে বৃষ্টি। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন ওড়িশা উপকূল থেকে জওয়াদ আরও উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে। যার গতিবেগ ঘন্টায় প্রায় ১০ কিলোমিটার। আগামী ছ'ন্টায় আরও শক্তি ক্ষয় হবে সেটির। তার ফলে নিম্নচাপ ঘনিভূত হবে বাংলার উপকূলবর্তী এলাকায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৬ ডিগ্রির মতো। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। তবে আশার কথা আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রত্যাশা মতো দেখা মিলবে নিখোঁজ শীতেরও। তবে এই অকাল বৃষ্টিতে একাধিক জেলায় ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেনে মাঠের ধান কেটে অনেক কৃষক ঘরে তুললেও সকলে পারেননি। জানা গিয়েছে, এই বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুরের আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। কালনার পেঁয়াজ চাষিরাও ক্ষতির আশঙ্কা করছেন। ফলে চাষিরা বৃষ্টি কমার আশায় অধীর নয়নে আকাশের দিকে চেয়ে রয়েছেন।

6th     December,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ