বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

চুঁচুড়ার ‘ডাচ টানেল’ সংস্কারের উদ্যোগ
নিচ্ছে পুরসভা, পরিদর্শনে প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গাপাড়ের চুঁচুড়া শহর একসময় ছিল ডাচ অর্থাত্ নেদারল্যান্ডের উপনিবেশ। শহরের নিকাশি ব্যবস্থার উন্নতি করতে তারাই মাটির নীচ দিয়ে একের পর এক টানেল তৈরি করেছিল। কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে ধুকছে চুঁচুড়া শহরের প্রাচীন ডাচ টানেলগুলি। জরাজীর্ণ সেই টানেলগুলির পাড় বরাবর একাধিক জায়গায় ধস নামতে শুরু করেছে। টানেলগুলি সারিয়ে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন। যদিও এতদিন প্রশাসন আমল দেয়নি সেই দাবিতে। কিন্তু ধস বাড়তে থাকায় অবশেষে নড়েচড়ে বসলো চুঁচুড়া পুরসভা। বুধবার পুরসভার এক প্রতিনিধিদল সেই ডাচ টানেল  সরেজমিনে খতিয়ে দেখতে যান। সেই দলে পুর প্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররা।
ডাচ উপনিবেশের সময় থেকেই মাটির নীচের এই সুরঙ্গগুলি বেয়ে শহরের জল পড়ত গঙ্গায়। আজ থেকে আড়াইশো বছরেরও আগে খিলান আকারে সেই সুরঙ্গ তৈরি হয়েছিল। তা আজও একইভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি মহসীন কলেজের পাশে ঘণ্টা ঘাটের সামনে সেই সুরঙ্গ বরাবর ধস নামে। চুঁচুড়ার বড়বাজারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দত্ত লজ সংলগ্ন একটি খিলানের উপরেই বাড়ি দত্ত পরিবারের। চলতি বর্ষায় একটানা বৃষ্টির জেরে প্রতিদিন নীচের খিলান ও দেওয়াল ভেঙে পড়ছে বলে দাবি দত্ত পরিবারের। যা নিয়ে রীতিমত আতঙ্কিত তারা। টানেল পরিদর্শনে নেমে এদিন দত্ত বাড়িতে ঢুকে পরিবারের সঙ্গে কথা বলেন পুরসভার প্রতিনিধি দলটি। নৌকায় গঙ্গার দিক থেকে ওই টানেলে প্রবেশ করে ক্ষতিগ্রস্থ এলাকা পর্যবেক্ষণও করে প্রতিনিধি দলটি। তাতে দেখা গিয়েছে, টানেলের কয়েক ফুট ভিতরে ডানদিকের দেওয়ালে ভয়াবহ বেশ কিছু ফাটল দেখা দিয়েছে। যা সংস্কারের না হলে উপরে দত্ত বাড়ির অংশ ধসের কবলে পড়তে পারে। তাই অস্থায়ীভাবে ওই পরিবারকে অন্যত্র সরে যাওয়ার আবেদন জানান পুর প্রশাসক। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুরসভা। এনিয়ে কেএমডিএ’র সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, চুঁচুড়ার স্থানীয় বাসিন্দা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, নিকাশি ব্যবস্থা সচল রাখতে টানেল সংস্কার করা অত্যন্ত প্রয়োজন। একবার বড়সড় ধস নামলে উপরে থাকা বাসিন্দাদের যেমন জীবন সংশয় হতে পারে, তেমনই নিকাশির মুখ বন্ধ হয়ে শহর জলে প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে। ইতিহাসকে বাঁচাতেও এই নিকাশির সংস্কার দরকার।

21st     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ