বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ল্যাম্পপোস্টের ইলেকট্রিক্যাল
বক্সে বসবে প্লাস্টিকের ঢাকনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ঘটনা থেকে শিক্ষা নিল দক্ষিণ দমদম পুরসভা। কর্তৃপক্ষের সমস্ত ল্যাম্পপোস্টের ইলেকট্রিক্যাল বক্সের ঢাকনা প্লাস্টিকের করা হচ্ছে। তাতে হাত লাগলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। পুর সূত্রে জানা গিয়েছে, চোরের উপদ্রবে ল্যাম্পপোস্টের এই ঢাকনা হাপিশ হওয়ার একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে। নতুন বসালেও ফের চুরির ঘটনা ঘটেছে। তাই তা সম্পূর্ণ বদলে প্লাস্টিকের ঢাকনা বসানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দমদম পুরসভা। মুখ্য প্রশাসক পাচু রায় জানিয়েছেন, পুর এলাকায় প্রায় পাঁচ হাজার বিদ্যুতের খুঁটিতে ইলেকট্রিক্যাল বক্স লাগানো রয়েছে। সেগুলি সবকটিতেই বসানো হবে প্লাস্টিকের ঢাকনা। পুর সূত্রে খবর, রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের ঢাকনা বারবার চুরি হয়ে যায়। লোহার হওয়ায় তা ভালো টাকায় বিক্রি হয় বলে জানা গিয়েছে। ফলে তা পুনরায় বসানোর পরও একাধিকবার চুরি হয়েছে। এতে পুরসভার খরচও বাড়ছে বলে জানা গিয়েছে। এত টাকা বারবার খরচ করা সম্ভব নয়। প্লাস্টিকের বাজারদর লোহার তুলনায় অনেক কম। তাই প্লাস্টিকের ঢাকনায় এই সমস্যা থাকবে না বলেই অনুমান পুরসভার। গত সপ্তাহে জলমগ্ন বান্ধবনগরে ইলেকট্রিক বক্স খোলা ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই কিশোরীর। এরপরেই পুরসভার গাফিলতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মৃতাদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এরপরেই তড়িঘড়ি সেগুলিতে ঢাকনা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সেই কাজের জন্য ঠিকাদারের সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে। অন্যদিকে, কিশোরীদের মৃত্যু নিয়ে এদিন সিইএসসির আধিকারিকদের সঙ্গে পুরসভার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সিইএসসির তরফে ঘটনার একটি তদন্ত রিপোর্ট জমা পড়বে বলে জানা গিয়েছে। আজ, মঙ্গলবার তা আসার কথা রয়েছে। 

28th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ