বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বেহাল নিকাশি সংস্কারের দাবিতে
বসিরহাট-ন্যাজাট রোড অবরোধ

সংবাদদাতা, বসিরহাট: বেহাল নিকাশির কারণে দীর্ঘক্ষণ জমে থাকছে বৃষ্টির জল। তাই নিকাশি সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ভ্যাবলা তাতিপাড়া এলাকায়। বর্ষার সময়ে জল জমা ফি বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বসিরহাটবাসীর কাছে। সব থেকে বেশি ভোগান্তির মুখে পড়তে হয় বসিরহাট পুরসভার ১৮, ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। এইসব এলাকার অধিকাংশ ড্রেন বন্ধ করে মাছের ভেরি তৈরি হওয়ায় বর্ষা হলেই গ্রামের মধ্যে অথবা রাস্তার উপরে জমে যায় বৃষ্টির জল। বৃষ্টি বেশি হলে রাস্তা ছাপিয়ে ঘরের ভিতরেও হামেশাই ঢুকে যাচ্ছে জল। এবছরও অন্যথা কিছু হয়নি। বৃষ্টির জমা জলের সমস্যায় ঘর ছাড়তে হয়েছে বাসিন্দাদের। ফলে নিকাশি সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তাঁতিপাড়া মোড়ে বসিরহাট-ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা। খবর পেয়ে বসিরহাট থানার পুলিস ঘটনাস্থলে এলেও বিক্ষোভে অনড় থাকেন তাঁরা। পরে ঘটনাস্থলে আসে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় ও বসিরহাট পুরসভা প্রশাসক অসিত মজুমদার। দ্রুত সংস্কারের বিষয়ে বিধায়কের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। নিকাশি সংস্কারের বিষয়ে বিধায়ক বলেন, নিকাশি সমস্যা নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আমরা কথা বলব। এলাকাবাসীর দাবি অনুযায়ী একটি হাইড্রেন করা সম্ভব হয় কি না, সে বিষয়ে আলোচনা করা হবে। -নিজস্ব চিত্র

22nd     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ