বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সেক্টর ফাইভে ফের দু’টি ভুয়ো কল সেন্টারের হদিশ, ধৃত আট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর পুলিস কমিশনারেট এলাকায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। সোমবার গভীর রাতে সল্টলেক সেক্টর ফাইভের পাশাপাশি দু’টি অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেখানে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। দু’টি অফিসই পুলিস সিল করে দিয়েছে। 
পুলিস জানিয়েছে, কল সেন্টারের নামে অফিস খুলে অনলাইন লটারির টোপ দিয়ে আর্থিক প্রতারণা চালাত কর্মীরা। তবে এই কাজের পিছনে মূল পাণ্ডারা এখনও অধরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল মাথা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ডিএন-৩৬ এর ৯০২ নম্বর অফিস থেকে কলকাতা কলুটোলার বাসিন্দা আদিল আহমেদ (২৪), কৈখালির বাসিন্দা শাহরুখ সাঁপুই (২৪) ও জগদ্দলের বাসিন্দা অনিমেষ রায় (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অফিস থেকে ২৫টি কম্পিউটার, বিদেশি গ্রাহকদের নাম লেখা ডেটা শিট, পাঁচটি মোবাইল, আইপি অ্যাড্রেস ও হার্ড ডিস্ক ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিস। ৯০৯ নম্বর অফিসে হানা দিয়ে সুরজ আগরওয়াল (২৫), আয়ুষ জয়সওয়াল (২১), প্রদীপ্ত দাস (৩১), আমন শা (২১) এবং অভিষেক পাণ্ডে (৩০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট অফিস থেকে ২৩টি কম্পিউটার, ১২টি মোবাইল, আইপি অ্যাড্রেস, ল্যাপটপ একটি, হার্ড ডিস্ক, ফাইবার অপটিক্স ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। -নিজস্ব চিত্র

15th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ