বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

অস্থায়ী কোভিড হাসপাতালের জন্য
জমি চিহ্নিত হল কল্যাণীতে

সংবাদদাতা, কল্যাণী: পিএম কেয়ার্স ফান্ডের টাকায় অস্থায়ী কোভিড হাসপাতাল স্থাপনের জন্য কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতালের জমি প্রাথমিকভাবে পছন্দ করেছে কেন্দ্রীয় সরকারের অধীন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও’র এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার তাঁরা কল্যাণী মহাবিদ্যালয়ের পাশে অবস্থিত জমিটি পরিদর্শন করেন। এর আগে তাঁরা কল্যাণী শিল্পাঞ্চল এলাকার দু’টি জমি ঘুরে দেখেন। কিন্তু সেগুলো পরে পছন্দের তালিকা থেকে বাতিল হয়ে যায়। অস্থায়ীভাবে একশো শয্যাবিশিষ্ট এই কোভিড হাসপাতাল চার মাসের জন্য তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হাসপাতালের যেই ৩.৯২ একর জমিটি তাঁদের পছন্দ হয়েছে, সেটি ১৯৬০ সালে এস্টেট ম্যানেজার ও ভূমি সংস্কার দপ্তর থেকে হাসপাতালকে হস্তান্তর করে দেওয়া হয়। ডিআরডিও জানায়, অস্থায়ী এই হাসপাতাল তৈরি হলে এখানে দৈনিক এক লক্ষ লিটার জলের প্রয়োজন হবে। সেই জল কল্যাণী পুরসভার কাছে চাওয়া হয়। এত পরিমাণ জল সরবরাহতে আপত্তি জানিয়েছে পুরসভা।
এই বিষয় কল্যাণী পুরসভার মুখ্য প্রশাসক সুশীলকুমার তালুকদার বলেন, এত পরিমাণ জল আমরা সরবরাহ করতে পারব না বলে জানিয়েছি। ওঁদের এই বিষয় পিএইচই-র সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এছাড়াও ওই এলাকায় কোভিড হাসপাতাল তৈরি নিয়ে প্রাথমিক আপত্তি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষেরও। ওই হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ডিআরডিও এই বিষয়ে আমাদের সঙ্গে এখন কোনও কথা বলেনি। তবে ওই মাঠের পাশেই চিকিৎসকদের আবাসন রয়েছে, স্কুল-কলেজ রয়েছে। আমরা আমাদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

23rd     July,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ