বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কোচবিহারের বৈঠকে ফের উত্তরবঙ্গকে
ভাগ করার দাবি তুললেন বিজেপির এমপি

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ফের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। এদিন কোচবিহারে এক হোটেলে কোচবিহার ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও বিধায়কদের নিয়ে এক বৈঠক হয়। সেখানে জন বারলা, নিশীথ প্রামাণিক সহ কোচবিহারের ৬জন এবং আলিপুরদুয়ারের ৪ জন বিজেপি বিধায়ক হাজির ছিলেন। বৈঠক শেষে জন বারলা পরিষ্কার জানিয়ে দেন উত্তরবাংলার নিচুতলার মানুষের মনের কথাই জনপ্রতিনিধি হিসেবে তিনি তুলে ধরেছেন। যদিও এদিন তাঁর পাশে বসে কোচবিহারের বিজেপি এমপি নিশীথ প্রামাণিক এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি। 
 দুই জেলার উন্নয়নে বিধানসভা ও সংসদে কীভাবে সরব হতে হবে তা নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে। পরে সেখানেই আলিপুরদুয়ারের এমপি জন বারলা বলেন, আমি এখানকার সাংসদ। আমি মাটির সঙ্গে যুক্ত। আমি দলের রাজ্য সভাপতিকেই শুধু নয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এমনকী রাষ্ট্রপতিকে বলব উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা। আমি জনগণের প্রতিনিধি। জনতাই আওয়াজ তুলেছে উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গড়ার। আমি সেই আওয়াজকেই শক্তিশালী করেছি। সেই কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি। প্রসঙ্গত, জলপাইগুড়িতে দলীয় বৈঠকের পর সাংসদ জন বারলাও উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হন। এদিন বলেন, দাবি কেন্দ্রকে জানিয়েছি। বাকিটা দিল্লির বিষয়। কোচবিহারের এমপি নিশীথ প্রামাণিক এ প্রসঙ্গে সরাসারি কোনও মন্তব্য করেননি। তবে বলেন, আমরা 
বলেছি উত্তরবঙ্গ বঞ্চিত। আমরা আরও উন্নয়ন চাই। উত্তরবঙ্গকে আরও কীভাবে ঢেলে সাজা যায় এসব নিয়ে আমরা এদিন বসেছিলাম। 
এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই বিষয়ে এখনও আমাদের অফিসিয়াল অবস্থান নেই। তবে রাজ্য জুড়ে বিজেপি কর্মী, বিধায়ক, সাংসদ এবং প্রার্থীদের উপরে হামলা করছে তৃণমূল। ১১ হাজার বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। আমরা তা নিয়ে আন্দোলনের পথে হাঁটতে চলেছি। একই সঙ্গে তিনি বলেন, ২০ জুন 
রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি।

20th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ