বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পুলিসের সঙ্গে লুকোচুরি খেলছেন
উলুবেড়িয়ার দোকানদাররা

সংবাদদাতা, উলুবেড়িয়া: করোনা সংক্রমণ রোধে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত দোকান-বাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যদিও উলুবেড়িয়া শহরে একশ্রেণির ব্যবসায়ী সরকারের এই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখছেন। এমনকী কিছু ব্যবসায়ী সারাদিন দোকান খোলা রাখছেন। ফলে উলুবেড়িয়া শহরে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মতে, শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না পেলে কোনভাবেই সংক্রমণ রোখা সম্ভব নয়। তবে প্রশাসন সূত্রে খবর, নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সারা দেশের পাশাপাশি এই রাজ্যও। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রোজ নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। সংক্রমণ আটকাতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি সম্পূর্ন লকডাউনের পথে না হেঁটে আংশিক লকডাউনের করেছে। সকাল এবং বিকেলে নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান-বাজার খোলা রাখার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই একশ্রেণির ব্যবসায়ী ও মানুষ সেই পথে না হাঁটায় সংক্রমণকে বাগে আনা যাচ্ছে না। যেমন উলুবেড়িয়া শহর। প্রতিদিন সকাল ও বিকেলে পুলিস ও পুরসভার পক্ষ থেকে মাইকিং করে সকলকে সর্তক করা হলেও একশ্রেণির ব্যবসায়ী এই কথা না শোনায় প্রতিদিন দু’বেলাতেই নির্দিষ্ট সময়ের পরেও দোকানবাজারে মানুষের ভিড় লেগেই থাকছে। শুধু তাই নয়, গত কয়েকদিন কিছুক্ষণের জন্য দোকান-বাজার বন্ধ থাকলেও বুধবার প্রায় সারাদিন শহরের ওটি রোডের পাশে থাকা একাধিক জামাকাপড়, জুতো প্রসাধনির দোকান খোলা ছিল। সাধারণ মানুষের অভিযোগ, সকাল ও বিকেলে রাস্তায় পুলিসকে দেখে ব্যবসায়ীরা দোকান বন্ধ করছেন বটে, কিন্তু পুলিস চলে গেলেই আবার দোকান খুলে দিচ্ছেন। পুলিসের সঙ্গে একপ্রকার লুকোচুরি খেলছেন দোকানদাররা। বিষয়টি নিয়ে উলুবেড়িয়ার এসডিপিও অনিমেষ রায় জানান, সরকারি নির্দেশ সকলকে মেনে চলতে হবে। যারা মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

13th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ