বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

উত্তরপ্রদেশের ফতেপুরের জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

SafeValue must use [property]=binding: উত্তরপ্রদেশের ফতেপুরের জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (see http://g.co/ng/security#xss)

2024-05-17 13:38:23

কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্বাতী মালিওয়ালের

SafeValue must use [property]=binding: কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্বাতী মালিওয়ালের (see http://g.co/ng/security#xss)

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিসের কাছে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। তাতে স্বাতী উল্লেখ করেছেন, ‘গত সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের ড্রয়িং রুমে আচমকাই মারধর করতে থাকেন বৈভব কুমার। কোনওরমক প্ররোচনা ছাড়াই আমাকে ৭-৮ বার চড় মারেন তিনি। বুকে লাথি মারেন, আঘাত করেন পেটে। এমনকী বারবার ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করতে থাকলেও তাঁকে ক্রমাগত মারধর করতে থাকেন কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব।’ আপ সাংসদ পুলিসকে জানিয়েছেন, সেই সময়ে নিজের বাসভবনেই ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাতীর এই অভিযোগের ভিত্তিতেই আপ প্রধানের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব।
 

2024-05-17 13:35:32

সম্পত্তি বিবাদে মাকে খুন! অভিযুক্ত ছেলে

সম্পত্তি বিবাদে মাকে খুন করল ছেলে। হুগলির হরিপালের কৈকালা এলাকার ঘটনা। অভিযুক্তের নাম মহাদেব যাদব। ইতিমধ্যেই পুলিস গ্রেপ্তার করেছে তাঁকে। মৃতার নাম বিজুলি যাদব (৬০)।
 

2024-05-17 12:45:58

পুনে বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন

2024-05-17 12:40:24

যাদবপুরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক

2024-05-17 12:35:24

বীরভূমের মল্লারপুরের পাথাই গ্রামে পুলিসকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১৬ জন গ্রামবাসী

2024-05-17 12:34:37

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল। তমলুকের বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন। যার ফলে আদর্শ আচরণ বিধি সহ অন্য আইন লঙ্ঘন হয়েছে। সেই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অবিলম্বে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে শাসকদলের তরফে।

2024-05-17 12:33:36

প্লে-অফের অঙ্ক

কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। একটি জায়গার জন্য লড়ছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্টস। পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের প্রতিপক্ষ কোন দল হবে, তা নিয়েও আগ্রহ তুঙ্গে।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিএসকে। পরের ম্যাচে আরসিবিকে হারালেই প্লে-অফে জায়গা পাকা ধোনিদের। আর হারলে আসবে রান-রেটের অঙ্ক।
শনিবার শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে অন্তত ১৮ রান অথবা ১১ বল বাকি থাকতে হারাতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবেই ধোনিদের সমান ১৪ পয়েন্ট হলেও নেট রান-রেটের নিরিখে প্লে-অফের টিকিট অর্জন করবেন বিরাট কোহলিরা। আর চেন্নাই জিতলে চতুর্থ দল হিসেবে টিকিট পেয়ে যাবে তারাই। বাকি সব হিসেব অসার হয়ে যাবে।
 লখনউ সুপার জায়ান্টস শেষ ম্যাচ খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। জিতলে লোকেশ রাহুলদের পয়েন্ট দাঁড়াবে ১৪। 
পাশাপাশি নেট রান-রেটও বাড়াতে হবে লখনউকে।
দিল্লি ক্যাপিটালসের আশা প্রায় শেষ হয়ে গেল হায়দরাবাদ-গুজরাত ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়।

2024-05-17 12:31:35

হরিদেবপুরে আত্মঘাতী অভিনেত্রী!

হরিদেবপুরে উঠতি অভিনেত্রীর আত্মহত্যা। মৃতার নাম সুস্মিতা দাস (১৯)। একটি অ্যাক্টিং ইনস্টিটিউশনের প্রশিক্ষকের সঙ্গে হরিদেবপুরের বনমালী নস্কর লেনে লিভ ইন করতেন তিনি। সেই প্রশিক্ষকের সঙ্গেই মনোমালিন্য হয় সুস্মিতার। যার জেরেই আত্মহত্যা করেছেন ওই অভিনেত্রী। সুস্মিতার বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। তদন্ত শুরু করেছে পুলিস।
 

2024-05-17 12:22:36

টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা

হাউসফুল যুবভারতীতে সুনীল বিদায় স্মরণীয় করতে মরিয়া আইএফএ। আগামী ৬ জুন যুবভারতীতে হাই-ভোল্টেজ ম্যাচ। তার উপর সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল। ইতিমধ্যেই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তা আঁচ করেই কোমর বেঁধে মাঠে নেমে পড়ল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। এই ম্যাচে টিকিটের দাম ১০০ টাকা। এছাড়া বিভিন্ন র‌্যাম্পের টিকিট মিলবে যথাক্রমে ১৫০, ২০০, ২৫০ ও ৩৫০ টাকায়। ভিআইপি টিকিটের মূল্য ১০০০ টাকা। যুবভারতীর বক্স অফিস ছাড়াও বিভিন্ন আউটলেটে টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে।
যুবভারতীতে কোনও মেগা ম্যাচে টিকিটের হাহাকার তৈরি হয়। টিকিট পেতে জেরবার সাধারণ মানুষ। সেই সমস্যা মাথায় রেখে এবার প্রি-বুকিংয়ের ব্যবস্থা থাকছে। আইএফএ অনুমোদিত ক্লাব বা ইউনিট টাকা জমা দিয়ে নির্দিষ্ট কোটার টিকিট বুক করতে পারবে। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘সুষ্ঠুভাবে টিকিট বিক্রির বিষয়ে আমরা আশাবাদী।’ এদিকে , ভুবনেশ্বরে শিবির শেষ করে ২ জুন শহরে পা রাখবে ভারতীয় দল। পরদিন যুবভারতীতে অনুশীলন করবে স্টিমাচ ব্রিগেড।

2024-05-17 11:50:52

শীতলকুচিতে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান! ভর্তি হাসপাতালে

গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান! কোচবিহারের শীতলকুচির ঘটনা। সেখানকার লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। একই সঙ্গে তাঁর এক সঙ্গীও জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে অনিমেষ রায় তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। সেই সময়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে কোথায় সেই ঘটনা ঘটেছে, কে বা কারা হামলা চালিয়েছেন, সেই বিষয়ে স্পষ্ট নয়। মুখ খুলতে চাইছে না অনিমেষ বাবুর পরিবারের সদস্যরা। পুলিসও এখন পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

2024-05-17 11:41:00

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানার

SafeValue must use [property]=binding: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানার (see http://g.co/ng/security#xss)

আগামী ২০ মে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট। ওই কেন্দ্রে ভোটগ্রহণের তিনদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানার। উলুবেড়িয়ার ফুলেশ্বরের মনসাতলায় সেই হুমকি ব্যানার ইটের সারিতে ঝুলিয়ে রাখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই ব্যানার টাঙিয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

2024-05-17 11:34:44

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল। তমলুকের বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন। যার ফলে আদর্শ আচরণ বিধি সহ অন্য আইন লঙ্ঘন হয়েছে। সেই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অবিলম্বে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে শাসকদলের তরফে।

2024-05-17 12:33:36

প্লে-অফের অঙ্ক

কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে। একটি জায়গার জন্য লড়ছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্টস। পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের প্রতিপক্ষ কোন দল হবে, তা নিয়েও আগ্রহ তুঙ্গে।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিএসকে। পরের ম্যাচে আরসিবিকে হারালেই প্লে-অফে জায়গা পাকা ধোনিদের। আর হারলে আসবে রান-রেটের অঙ্ক।
শনিবার শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে অন্তত ১৮ রান অথবা ১১ বল বাকি থাকতে হারাতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবেই ধোনিদের সমান ১৪ পয়েন্ট হলেও নেট রান-রেটের নিরিখে প্লে-অফের টিকিট অর্জন করবেন বিরাট কোহলিরা। আর চেন্নাই জিতলে চতুর্থ দল হিসেবে টিকিট পেয়ে যাবে তারাই। বাকি সব হিসেব অসার হয়ে যাবে।
 লখনউ সুপার জায়ান্টস শেষ ম্যাচ খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। জিতলে লোকেশ রাহুলদের পয়েন্ট দাঁড়াবে ১৪। 
পাশাপাশি নেট রান-রেটও বাড়াতে হবে লখনউকে।
দিল্লি ক্যাপিটালসের আশা প্রায় শেষ হয়ে গেল হায়দরাবাদ-গুজরাত ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়।

2024-05-17 12:31:35

হরিদেবপুরে আত্মঘাতী অভিনেত্রী!

হরিদেবপুরে উঠতি অভিনেত্রীর আত্মহত্যা। মৃতার নাম সুস্মিতা দাস (১৯)। একটি অ্যাক্টিং ইনস্টিটিউশনের প্রশিক্ষকের সঙ্গে হরিদেবপুরের বনমালী নস্কর লেনে লিভ ইন করতেন তিনি। সেই প্রশিক্ষকের সঙ্গেই মনোমালিন্য হয় সুস্মিতার। যার জেরেই আত্মহত্যা করেছেন ওই অভিনেত্রী। সুস্মিতার বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। তদন্ত শুরু করেছে পুলিস।
 

2024-05-17 12:22:36

টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা

হাউসফুল যুবভারতীতে সুনীল বিদায় স্মরণীয় করতে মরিয়া আইএফএ। আগামী ৬ জুন যুবভারতীতে হাই-ভোল্টেজ ম্যাচ। তার উপর সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল। ইতিমধ্যেই ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তা আঁচ করেই কোমর বেঁধে মাঠে নেমে পড়ল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। এই ম্যাচে টিকিটের দাম ১০০ টাকা। এছাড়া বিভিন্ন র‌্যাম্পের টিকিট মিলবে যথাক্রমে ১৫০, ২০০, ২৫০ ও ৩৫০ টাকায়। ভিআইপি টিকিটের মূল্য ১০০০ টাকা। যুবভারতীর বক্স অফিস ছাড়াও বিভিন্ন আউটলেটে টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে।
যুবভারতীতে কোনও মেগা ম্যাচে টিকিটের হাহাকার তৈরি হয়। টিকিট পেতে জেরবার সাধারণ মানুষ। সেই সমস্যা মাথায় রেখে এবার প্রি-বুকিংয়ের ব্যবস্থা থাকছে। আইএফএ অনুমোদিত ক্লাব বা ইউনিট টাকা জমা দিয়ে নির্দিষ্ট কোটার টিকিট বুক করতে পারবে। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘সুষ্ঠুভাবে টিকিট বিক্রির বিষয়ে আমরা আশাবাদী।’ এদিকে , ভুবনেশ্বরে শিবির শেষ করে ২ জুন শহরে পা রাখবে ভারতীয় দল। পরদিন যুবভারতীতে অনুশীলন করবে স্টিমাচ ব্রিগেড।

2024-05-17 11:50:52

শীতলকুচিতে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান! ভর্তি হাসপাতালে

গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান! কোচবিহারের শীতলকুচির ঘটনা। সেখানকার লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। একই সঙ্গে তাঁর এক সঙ্গীও জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে অনিমেষ রায় তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। সেই সময়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে কোথায় সেই ঘটনা ঘটেছে, কে বা কারা হামলা চালিয়েছেন, সেই বিষয়ে স্পষ্ট নয়। মুখ খুলতে চাইছে না অনিমেষ বাবুর পরিবারের সদস্যরা। পুলিসও এখন পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

2024-05-17 11:41:00

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানার

SafeValue must use [property]=binding: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানার (see http://g.co/ng/security#xss)

আগামী ২০ মে হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট। ওই কেন্দ্রে ভোটগ্রহণের তিনদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানার। উলুবেড়িয়ার ফুলেশ্বরের মনসাতলায় সেই হুমকি ব্যানার ইটের সারিতে ঝুলিয়ে রাখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই ব্যানার টাঙিয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

2024-05-17 11:34:44

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ১ জুন আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত

2024-05-17 11:26:36

পুলিসের এনকাউন্টারে মৃত্যু হল দিল্লিতে গাড়ির শোরুমে গুলিকাণ্ডে অভিযুক্ত শ্যুটারের

2024-05-17 11:22:51

পারিশ্রমিক পাওয়ার নিরিখে ফের শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SafeValue must use [property]=binding: পারিশ্রমিক পাওয়ার নিরিখে ফের শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (see http://g.co/ng/security#xss)

ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের তালিকায় ফের শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে চতুর্থবার ওই তালিকায় শীর্ষ স্থান দখল করলেন রোনাল্ডো। পারিশ্রমিক পাওয়ার নিরিখে বিশ্বের সমস্ত খেলোয়াড়দের পিছনে ফেলে দিয়েছেন তিনি। তালিকায় দ্বিতীয় হয়েছেন স্পেনের গল্ফ খেলোয়াড় জন র‌্যাম। শুধুমাত্র আরবের আল নাসের ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই ২৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে ওই পোর্তুগালের তারকা ফুটবলারের।
 

2024-05-17 11:18:55

বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় জয় কপিল সিবলের

SafeValue must use [property]=binding: বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় জয় কপিল সিবলের (see http://g.co/ng/security#xss)

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হলেন আইনজীবী কপিল সিবল। গতকাল, বৃহস্পতিবার তিনি নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মোট ১০৬৬ টি ভোট পেয়েছেন কপিল সিবল। তাঁর এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 

2024-05-17 10:57:19

পাটুলি এলাকায় প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

SafeValue must use [property]=binding: পাটুলি এলাকায় প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (see http://g.co/ng/security#xss)

2024-05-17 10:41:49

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

ঝড়-বৃষ্টির দাপট কমে যাওয়ায় ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে শহর থেকে জেলার। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
 

2024-05-17 10:40:22

স্ক্রুটিনিতে বাড়ল নম্বর, মেধাতালিকায় রঘুনাথপুরের দেবার্ঘ্য বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: স্ক্রুটিনিতে বাড়ল নম্বর, মেধাতালিকায় রঘুনাথপুরের দেবার্ঘ্য বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

উচ্চ মাধ্যমিকের তৎকাল রিভিউ-স্ক্রুটিনির প্রথম পর্যায়ের ফল বেরতেই মেধা তালিকায় নতুন করে ঢুকেছেন ১২ জন। ফলে প্রথম দশে স্থান পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা আপাতত পৌঁছল ৭০-এ। সেই তালিকাতে যুক্ত হয়েছেন পুরুলিয়ার রঘুনাথপুরের মধুতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র দেবার্ঘ্য বন্দ্যোপাধ্যায়। মাত্র ১ নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান না পেয়ে আক্ষেপ ছিল তাঁর। তাই সে করেছিল স্ক্রুটিনি। এবার স্ক্রুটিনিতে নম্বর বাড়ায় উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার দশম স্থানে জায়গা পেয়েছেন দেবার্ঘ্য।  রঘুনাথপুরের মধুতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র দেবার্ঘ্য । আগামী দিনে ইতিহাস নিয়ে পড়তে চায়। তাঁর লক্ষ্য ইউপিএসসি পরীক্ষা। উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সময়ে দেখা যায় পুরুলিয়ার কেউ মেধা তালিকায় স্থান পায়নি। ফলে জেলা শিক্ষা মহলেও আক্ষেপ দেখা গিয়েছিল। কিন্তু স্ক্রুটিনির পর নম্বর বেড়ে গিয়ে মেধাতালিকায় দেবার্ঘ্যর স্থান হওয়ায় খুশি জেলা শিক্ষা মহল।
 

2024-05-17 10:31:11

আপ সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তার প্রতিবাদে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ

SafeValue must use [property]=binding: আপ সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তার প্রতিবাদে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ (see http://g.co/ng/security#xss)

2024-05-17 10:22:26

পড়ুয়ার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র বিহারের পাটনা, স্কুলে অগ্নিসংযোগ ক্ষুদ্ধ জনতার

SafeValue must use [property]=binding: পড়ুয়ার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র বিহারের পাটনা, স্কুলে অগ্নিসংযোগ ক্ষুদ্ধ জনতার (see http://g.co/ng/security#xss)

2024-05-17 10:13:35

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

2024-05-17 10:12:34

ভোট পরবর্তী হিংসা মামলা: কাঁথিতে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই

পূর্ব মেদিনীপুরের এগরা থানার দক্ষিণ পদ্মা গ্রামে বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলই খুনের ঘটনার তদন্তে তৎপর সিবিআই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর খুন হন ওই বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলই। এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করে ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। লোকসভা ভোটের মুখে ওই মামলার তদন্তে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই অভিযোগ তৃণমূলের। ওই বিজেপি কর্মীর খুনের ঘটনায় ৩০ জনকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। যদিও কেউ হাজিরা দেননি। আজ, শুক্রবার সকালে ওই খুনের মামলার তদন্তে আচমকাই অভিযানে গিয়েছে সিবিআই-এর আধিকারিকরা। ভোর রাতে কাঁথি ৩ নং ব্লকের তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা এবং স্থানীয় ব্লক সভাপতি নন্দদুলাল মাইতির বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দিয়েছে। ওই বিজেপি কর্মীর খুনের মামলায় নন্দদুলালবাবুর ছেলে, দেবব্রত পণ্ডা সহ মোট ৫২জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। লোকসভা ভোটের সময়ে কাঁথিতে সিবিআইয়ের অভিযানকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

2024-05-17 10:03:38

ঢোলাহাটে দুই বোনকে কুপিয়ে খুন!

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে হাড়হিম করা হত্যাকাণ্ড। দুই বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। ঢোলাহাট থানার গুরুদাসপুরের ঘটনা। পুলিস ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
 

2024-05-17 09:47:39

রাফায় ইজরায়েলের অপারেশন বন্ধ ও গাজায় যুদ্ধবিরতির নির্দেশের আর্জি জানিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে দক্ষিণ আফ্রিকা

2024-05-17 09:44:58

চারধাম যাত্রা: মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে ভিডিওগ্রাফি কিংবা রিলসের উপর নিষেধাজ্ঞা জারি উত্তরাখণ্ডের মুখ্যসচিবের

2024-05-17 09:44:11

চারধাম যাত্রায় পুণ্যার্থীদের ঢল, নিরাপত্তার কথা মাথায় রেখে ৩১ মে পর্যন্ত ভিআইপি দর্শনে নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার

2024-05-17 09:33:31

পরকীয়ার জের, হুগলির আরামবাগের সালেপুরে গৃহবধূ ও প্রতিবেশী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

2024-05-17 09:28:03

স্বাতী মালিওয়ালকে যৌন হেনস্তার অভিযোগ, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিসের

2024-05-17 09:25:59

সন্দেশখালিতে ক্যাম্প সিবিআইয়ের

সন্দেশখালিতে ক্যাম্প করে অভিযোগ নেওয়া শুরু করল সিবিআই। এতদিন ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্দেশখালিতে জমি হারাদের বাড়িতে যাচ্ছিলেন। এবার থেকে যাঁরা অভিযোগ করছেন, তাঁদের ওই ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হবে। অপরদিকে শেখ শাহজাহানের আরও ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
 

2024-05-17 09:20:09

অঙ্গ পেয়েও শেষরক্ষা হল না!

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা প্রৌঢ় অরুণ কুলের মৃত্যুর পর তাঁর কয়েকটি অঙ্গ বিভিন্ন ব্যক্তিদের শরীরে প্রতিস্থাপন করা হয়। তেমনই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, বছর ১৮-এর শৈবাল নস্কর(নাম পরিবর্তিত) পান অরুণ বাবুর হৃদযন্ত্র ও ফুসফুস। গত সোমবার পিজিতেই সফলভাবে একইসঙ্গে হার্ট ও ফুসফুস শৈবালের শরীরে প্রতিস্থাপিত করা হয়। যার ফলে জটিল অসুখে ভোগা শৈবালের পরিবার আশার আলো দেখেছিল। কিন্তু শেষরক্ষা হল না। গতকাল, বৃহস্পতিবার মৃত্যু হয়েছে শৈবালের। গত সোমবার অপারেশনের পর সুস্থ থাকলেও পরে রক্তচাপের সমস্যা হয়। শৈবালকে ইকমো সাপোর্টে রাখা হলেও বাঁচানো যায়নি।

2024-05-17 09:18:32

আইপিএল: আজকের খেলা, কালকের ফল

আজকের খেলা
মুম্বই : লখনউ
(সন্ধ্যা ৭-৩০, মুম্বই)
কালকের ফল
বৃষ্টিতে হায়দরাবাদ-গুজরাত ম্যাচ পরিত্যক্ত।
 

2024-05-17 08:54:19

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব তথ্য সমাজ দিবস
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
১৫৪০: শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন
১৮৭০: গণিতজ্ঞ ও মাউন্ট এভারেস্ট- এর উচ্চতা নিরূপণকারী ও আবিষ্কারক রাধানাথ শিকদারের মৃত্যু
১৮৯৭ : রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবীর জন্ম
১৯১৩: বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু
১৯২০: বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান কেএলএম চলাচল শুরু করে
১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেলজিয়াম দখল করে জার্মানি
১৯৪৫:  প্রাক্তন ক্রিকেটার ভাগবত চন্দ্রশেখরের জন্ম
১৯৫১: গজল গায়ক পঙ্কজ উধাসের জন্ম 
১৯৬৫: বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্তের মৃত্যু
১৯৮৫: বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার জন্মদিন
১৯৮৮: টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জীর জন্ম
১৯৯২: টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জীর জন্ম

2024-05-17 08:31:35

বেধড়ক মারধর

পারিবারিক বিবাদ। তার জেরে দুই ব্যক্তি এবং তাঁদের পোষ্যকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রহমত নগরের। অশান্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, এক ব্যক্তি কুকুর নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন। পাশ দিয়ে কয়েকজন যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে লাঠি দিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর শুরু করেন তাঁরা। বাঁচাতে এসে জখম হন আরও একজন। রক্ষা পায়নি পোষ্যটিও। অভিযুক্তের নাম ধনঞ্জয়। তাঁর পরিবারের পাল্টা দাবি, কুকুরটি কামড়াতে আসছিল। তা নিয়েই ঝামেলা বাধে। 

2024-05-17 08:25:00

চারধামে বাধ্যতামূলক

চারধাম যাত্রা ঘিরে তুমুল বিশৃঙ্খলা। জনস্রোত সামাল দিতে দিশেহারা অবস্থা উত্তরাখণ্ড প্রশাসনের। পরিস্থিতি সামাল দিতে এবার নতুন কৌশল নিল পুষ্কর সিং ধামি সরকার। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, গঙ্গোত্রী সহ চারধাম যাত্রার জন্য প্রত্যেক পুণ্যার্থীকে বাধ্যতামূলকভাবে আগাম নাম লেখাতে হবে। এব্যাপারে সমস্ত রাজ্যকে চিঠি পাঠিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যসচিব রাধা রাতুরি। তাতে স্পষ্ট বলা হয়েছে, নাম নথিভুক্ত না হলে কোনও পুণ্যার্থীকে চারধাম যাত্রায় অংশ নিতে দেওয়া হবে না। এজন্য বিভিন্ন রুটে পুলিস চেকপোস্ট বসানো হচ্ছে।  

2024-05-17 08:20:00

গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু শিশুর

সন্তানকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। কিন্তু, মেয়ে যে গাড়িতেই রয়ে গিয়েছে, বেমালুম ভুলে যান আনন্দে মশগুল বাবা-মা। তার জেরে বন্ধ গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হল তিন বছরের শিশুর। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। খাতোলি থানার এসএইচও বান্না লাল জানিয়েছেন, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলেন প্রদীপ নাগার। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই স্ত্রী ও তাঁর বড় মেয়ে গাড়ি থেকে নেমে যান। কিছুটা দূরে গাড়ি পার্ক করে আসেন প্রদীপ। ছোট মেয়ে যে গাড়িতেই রয়েছে তা খেয়ালই করেননি তিনি। দু’ঘণ্টা পর তিনজন একত্র হতে ছোট মেয়ের খোঁজ পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গাড়ি থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিত্সকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

2024-05-17 08:15:00

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: যে কোনও ব্যবসায় অগ্রগতি আশা করা যায়।
বৃষ: পেশা ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় প্রসার ও অর্থকড়ি উপার্জন বৃদ্ধি।
মিথুন: জমি গৃহাদির ক্ষেত্রে আকস্মিক আইনি সমস্যায় জড়াতে পারেন।
কর্কট: অর্থকড়ি উপার্জন যোগ অনুকূল।
সিংহ: কর্মোন্নতি, পদোন্নতি ও বদলির যোগ বিদ্যমান।
কন্যা: সন্তানের কর্মলাভ হতে পারে।
তুলা: কাজকর্ম একপ্রকার চলবে।
বৃশ্চিক: বিদ্যা ও অর্থভাগ্য শুভ।
ধনু: অর্থাগম যোগ অনুকূল।
মকর: অর্থভাগ্য উত্তম।
কুম্ভ: গুরুজনের কাছ থেকে বা পারিবারিক সূত্রে অর্থলাভ হতে পারে।
মীন: ধনযোগ অনুকূল।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2024-05-17 08:13:15

আবার নিম্নচাপ আগামী সপ্তাহে

আবার নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর ২৩ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের অনুমান, উত্পন্ন হওয়ার পরবর্তী সপ্তাহের মধ্যে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপ। তারপর সেটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগতে থাকবে। মনে করছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রাথমিক ধাপ হল নিম্নচাপ সৃষ্টি। ২৩ মে নাগাদ সেটাই হতে চলেছে। এই নিম্নচাপ শেষ পর্যন্ত যে ঘূর্ণিঝড়েই পরিণত হবে, এমনটা অবশ্য নিশ্চিত নয়। সাধারণত, এইসময় উত্পন্ন নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূল, বাংলাদেশ ও মায়ানমারের দিকে যেতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, সমুদ্রের যা পরিস্থিতি, তাতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েই পরিণত হতে পারে।

2024-05-17 08:00:00

আইপিএল: বৃষ্টির জন্য পরিত্যক্ত হায়দরাবাদ বনাম গুজরাতের ম্যাচ

2024-05-16 22:26:16

আইপিএল: হায়দরাবাদ বনাম গুজরাতের ম্যাচে বৃষ্টির জন্য  টসে দেরি

2024-05-16 19:16:01

দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-16 17:02:36

এই ভোটে বিজেপিকে বিদায় দিন: মমতা বন্দ্যোপাধ্যায়
 

2024-05-16 16:54:00

তৃণমূলকে ভোট দিলে মানুষ বাঁচে, বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-16 16:52:00

দেশটাকে ভিখারি করে দেবে  বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-16 16:49:55

সবাইকে বিদেশি করে দেবে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-16 16:49:00

এগরার জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-16 16:47:00

সিবিআই নজরে শাহজাহানের আর্থিক লেনদেন, অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা হল

সিবিআই নজরে শেখ শাহজাহানের আর্থিক লেনদেন। বেআইনিভাবে জমি দখলের অনুসন্ধান চালাতে গিয়ে শেখ শাহাজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নিল সিবিআই। আজ, বৃহস্পতিবার ধামাখালির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে যান সিবিআই কর্তারা। সেখানে শাহজাহান, তার স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

2024-05-16 16:33:33

নৈহাটিতে রোড শো করার আগে বড়মার মন্দিরে পূজো দিলেন অরূপ বিশ্বাস

SafeValue must use [property]=binding: নৈহাটিতে রোড শো করার আগে বড়মার মন্দিরে পূজো দিলেন অরূপ বিশ্বাস (see http://g.co/ng/security#xss)

2024-05-16 16:29:19

আজ ১৬ তারিখ খুঁটি পুজো, ২৫ তারিখ অঞ্জলি এবং ৪ তারিখ বিসর্জন দেবেন, বিজেপির কোনও নেতার ক্ষমতা থাকলে সামনাসামনি আসুক, রিপোর্ট কার্ড নিয়ে আসব: অভিষেক

2024-05-16 16:15:00

বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে, ওদের বিদায় আসন্ন: অভিষেক

2024-05-16 16:15:00

দিল্লিতে ভূমিকম্প করে সুজাতাকে জেতান, যাঁরা বাড়ির জন্য আবেদন করেছেন কেন্দ্র টাকা দিক বা না দিক আমাদের সরকার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে: অভিষেক

2024-05-16 16:14:00

এবার বিষ্ণুপুরে ব্যাপক ব্যবধানে তৃণমূলকে জেতাতে হবে, ১২ মাসের মধ্যে ১২ দিনও সৌমিত্র বিষ্ণুপুরে আসেনি: অভিষেক

2024-05-16 16:13:00

যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মেয়েদেই সম্ভ্রম বিক্রি করে তাদের ক্ষমা করবেন কি: অভিষেক

2024-05-16 16:10:00

তিন মাস ধরে সন্দেশখালি নিয়ে গলা ফাটিয়েছিল, আজ ভিডিও সামনে এসেছে, বিজেপির বিরোধী দলনেতার অঙ্গুলি হেলনে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়ে গ্রেপ্তার করিয়েছে: অভিষেক

2024-05-16 16:09:00

যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া উচিত: অভিষেক

2024-05-16 16:07:00

পাঁচ বছর সৌমিতা খাঁ এমপি, ডবল ইঞ্জিন রয়েছে কিন্তু এরা মানুষকে সাহায্য করেনি: অভিষেক

2024-05-16 16:06:00

যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয় সে কখনও বাংলার নারীদের উন্নয়ন করতে পারে কি: অভিষেক

2024-05-16 16:04:00

আমরা কি খাব, কোথায় যাব সেই নিদান দেবেন প্রধানমন্ত্রী? বিগত পাঁচ বছরে তাঁকে কতবার আসতে দেখেছেন: অভিষেক

2024-05-16 16:02:00

 আমরা ৮ হাজার কোটি টাকা দিয়ে গ্রামীণ রাস্তা করেছি, সৌমিত্রর উচিত কাজের হিসেব দেওয়া: অভিষেক

2024-05-16 16:01:00

সৌমিত্র খাঁ যতদিন তৃণমূলে ছিল ১০০ দিনের টাকা আটকায়নি, যেই বিজেপির জার্সিটা গায়ে পরেছে সব টাকা বন্ধ করে দিয়েছে: অভিষেক

2024-05-16 16:00:00

মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ টাকা দিচ্ছেন, মোদি সেই টাকা গ্যাসের দামে নিয়ে চলে যাচ্ছে: অভিষেক

2024-05-16 15:57:00

জিরের উপর মোদি সরকার ১৮ শতাংশ জিএসটি লাগিয়েছে: অভিষেক

2024-05-16 15:56:00

আপনারা সুজাতাকে জেতান, কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা বিষ্ণুপুরে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না, এটা আমাদের গ্যারান্টি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2024-05-16 15:51:00

এক বিজেপি নেত্রী বলেছেন, বিজেপি যদি জেতে, তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে: অভিষেক  বন্দ্যোপাধ্যায়

2024-05-16 15:48:00

এই কাঠফাটা রোদে যাঁরা বক্তব্য শুনতে আসেন তাঁরা সিদ্ধান্ত নিয়েই আসেন বহিরাগতদের বিতাড়িত করার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2024-05-16 15:45:01

এই জেলার ৩ লক্ষ ৮১ হাজার গরিব মানুষের টাকা বিজেপি আটকে রেখেছিল, বাংলায় হেরে গিয়েছে বলে: অভিষেক  বন্দ্যোপাধ্যায়

2024-05-16 15:45:00

৬৪৯ পয়েন্ট উঠল সেনসেক্স

2024-05-16 15:44:49

কাঁথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো-তে জনস্রোত

SafeValue must use [property]=binding: কাঁথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো-তে জনস্রোত (see http://g.co/ng/security#xss)

2024-05-16 15:42:57

জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

2024-05-16 15:42:00

বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে বড়জোড়ার বেলিয়াতোড়ে নির্বাচনী সভায় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে বড়জোড়ার বেলিয়াতোড়ে নির্বাচনী সভায় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2024-05-16 15:41:30

৪৪৯ পয়েন্ট উঠল সেনসেক্স

2024-05-16 15:09:20

এনআরসি আমরা করতে দেব না, বিজেপি ২০০ পার হবে না: মমতা

2024-05-16 15:02:31

ইন্ডিয়া জোটে আমি থাকব, সম্প্রতি সংবাদমাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে: মমতা

2024-05-16 15:02:10

গলি গলি ম্যায় শোর হ্যায়, ফোর টোয়েন্টি চোর হ্যায়: মমতা

2024-05-16 15:00:30

আপনারা চান তো, মোদি যাক, দেশ থাক, মোদি যাক, শান্তি থাক: মমতা

2024-05-16 14:59:48

টাকা বাঁচাবার জন্য বিজেপিতে গিয়েছে, চুরি করলে বিজেপিতে গেলে সব মাপ: মমতা

2024-05-16 14:58:44

কাঁথিতে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, হাজার হাজার মানুষের ভিড়

SafeValue must use [property]=binding: কাঁথিতে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, হাজার হাজার মানুষের ভিড় (see http://g.co/ng/security#xss)

2024-05-16 14:56:00

দীঘা, হলদিয়া, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি: মমতা

2024-05-16 14:55:01

দক্ষিণ বন্দর থানা এলাকায় ব্যবসায়ীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার এক

2024-05-16 14:54:02

নির্বাচন কমিশন কলের পুতুল, বিজেপির কথা শোনে: মমতা

2024-05-16 14:52:16

ভোট নিয়ে কাটাকুটি করবেন না: মমতা

2024-05-16 14:49:00

লোডশেডিং করে জিতেছিল, এর বদলা নেবই: মমতা

2024-05-16 14:47:44

চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবগুলো দিয়েছি: মমতা

2024-05-16 14:47:00

এই জেলায় চাকরিখেকো বাঘ থাকে: মমতা

2024-05-16 14:46:16

সংখ্যালঘুরা কী ভয় পাচ্ছেন? এটা বাংলা, ভয় পাওয়ার কোনও কারণ নেই: মমতা

2024-05-16 14:46:00

গ্যারান্টিবাবু ৪২০, নো গ্যারান্টি ৪২০: মমতা

2024-05-16 14:44:00

বোমা ফাটাবে বলে ২৬ হাজারের চাকরি খেল: মমতা

2024-05-16 14:43:06

কে বেশি টাকা নিয়েছে ফাঁস হয়ে যাবে: মমতা

2024-05-16 14:42:59

দীঘায় মেরিন ড্রাইভ তৈরি করেছি: মমতা

2024-05-16 14:42:00

দীঘার জগন্নাথ মন্দিরে আপনাদের আমন্ত্রণ জানাব: মমতা

2024-05-16 14:42:00

হলদিয়া বন্দরকে রেলের সঙ্গে যুক্ত করেছিলাম: মমতা

2024-05-16 14:40:00

হলদিয়াতে ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে: মমতা

2024-05-16 14:39:08

নয়াচরে মৎস্যহাব করে দিচ্ছি: মমতা

2024-05-16 14:37:00

সিপিএমের সঙ্গে আন্ডার স্ট্যান্ডিং করে গণহত্যা করেছিল: মমতা

2024-05-16 14:37:00

মেদিনীপুরের জন্য কী করিনি, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছি: মমতা

2024-05-16 14:36:00

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ করেছি: মমতা

2024-05-16 14:35:00

অন্যর ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে: মমতা

2024-05-16 14:34:00

চিরকাল বিজেপি থাকবে না: মমতা

2024-05-16 14:32:00

আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না: মমতা

2024-05-16 14:32:00

হলদিয়ায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: হলদিয়ায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2024-05-16 14:30:00

হলদিয়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2024-05-16 14:22:59

হরিয়ানার যমুনানগরে জনসভা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির

SafeValue must use [property]=binding: হরিয়ানার যমুনানগরে জনসভা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (see http://g.co/ng/security#xss)

2024-05-16 14:12:41

পাঞ্জাবের অমৃতসরে পৌঁছলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

SafeValue must use [property]=binding: পাঞ্জাবের অমৃতসরে পৌঁছলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (see http://g.co/ng/security#xss)

2024-05-16 13:49:52

জম্মু ও কাশ্মীরের উধমপুরে পাওয়ার গ্রিড স্টেশনে আগুন, অকুস্থলে দমকল

SafeValue must use [property]=binding: জম্মু ও কাশ্মীরের উধমপুরে পাওয়ার গ্রিড স্টেশনে আগুন, অকুস্থলে দমকল (see http://g.co/ng/security#xss)

2024-05-16 13:43:12

উত্তরপ্রদেশের আজমগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা

SafeValue must use [property]=binding: উত্তরপ্রদেশের আজমগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা (see http://g.co/ng/security#xss)

2024-05-16 13:38:41

৩৭৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

2024-05-16 13:36:05

চণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী জুন মালিয়ার

আজ, বৃহস্পতিবার সকালে চণ্ডী মন্দিরে পুজো দিয়ে খড়্গপুর শহরে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। দলীয় সূত্রে খবর এদিন তিনি ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করবেন।
 

2024-05-16 13:35:14

মহিষাদলে ৮৫ উর্ধ্ব ভোটারদের ভোটদান প্রক্রিয়া শুরু হল

SafeValue must use [property]=binding: মহিষাদলে ৮৫ উর্ধ্ব ভোটারদের ভোটদান প্রক্রিয়া শুরু হল (see http://g.co/ng/security#xss)

2024-05-16 13:32:00

হলদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, জনসাধারণের ব্যাপক ভিড়

SafeValue must use [property]=binding: হলদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, জনসাধারণের ব্যাপক ভিড় (see http://g.co/ng/security#xss)

2024-05-16 13:20:00

তিনটি অ্যাড এজেন্সিতে আয়কর দপ্তরের হানা

কলকাতা শহরের একাধিক জায়গায় আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। সূত্রের খবর, তিনটি অ্যাড এজেন্সিতে হানা দেওয়া হয়েছে। তার মধ্যে একটি অ্যাড এজেন্সি থেকে উদ্ধার হয়েছে ৫৫ লক্ষ টাকা এবং বাকি দুটি থেকে উদ্ধার হয়েছে আরও ৫০ লক্ষ টাকা। তিনটি অ্যাড এজেন্সির মোট ১২টি জায়গায় তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

2024-05-16 13:18:28

নারায়ণগড়ের বাখরাবাদ এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের

SafeValue must use [property]=binding: নারায়ণগড়ের বাখরাবাদ এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের (see http://g.co/ng/security#xss)

2024-05-16 12:42:18

২১৬ পয়েন্ট উঠল সেনসেক্স

2024-05-16 12:37:08

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর

SafeValue must use [property]=binding: মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর (see http://g.co/ng/security#xss)

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বাবুগ্রাম পঞ্চায়েতের বারিক বাঁধ এলাকার বজরংবলি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে রঘুনাথপুর ১ নম্বর ব্লক এলাকায় বিভিন্ন পঞ্চায়েত এলাকায় র‌্যালি করছেন তিনি।
 

2024-05-16 12:26:42

শাসন এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

SafeValue must use [property]=binding: শাসন এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ (see http://g.co/ng/security#xss)

ভোটের আগেই উত্তেজনা ছড়াল হাড়োয়া বিধানসভার শাসন এলাকায়। তৃণমূলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। খবর পেয়ে অকুস্থলে হাজির হয়েছে বিরাট পুলিস বাহিনী।
 

2024-05-16 12:08:59

মল্লারপুরে পুলিস ও গ্রামবাসীদের মধ্যে খণ্ডযুদ্ধ, জখম একাধিক পুলিস কর্মী

পারিবারিক বিবাদ থামাতে গিয়ে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার পাথাইগ্রামে। অভিযোগ, লাঠির আঘাতে জখম হয়েছেন দু’জন পুলিস অফিসার। বর্তমানে ওই এলাকায় এসডিপির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী রয়েছে। সূত্রের খবর, জনার্দন ঘোষ নামে এক পুলিস অফিসারের অবস্থা আশঙ্কজনক। তাঁর মাথায় ৪০টি সেলাই পড়েছে। তাঁকে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে দুর্গাপুর মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, এদিনের ঘটনায় জখম হয়েছেন আরও ছ’জন পুলিস কর্মী।

2024-05-16 12:04:51

৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স

2024-05-16 11:58:58

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা-পুলিসের যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

2024-05-16 11:38:59

ভুবনেশ্বরে রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার

SafeValue must use [property]=binding: ভুবনেশ্বরে রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (see http://g.co/ng/security#xss)

2024-05-16 11:36:23

পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদ নেতা বিকাশ বাগ্গার খুনের ঘটনায় তদন্ত করবে এনআইএ

2024-05-16 11:32:27

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর হামলার নিন্দা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিলেন পাশে থাকার বার্তা

2024-05-16 11:26:24
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ