ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালাল পুলিসের এক এএসআই। ওড়িশার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে ঘটেছে ঘটনাটি। সূত্রের খবর, মন্ত্রীর বুকে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
2023-01-29 13:26:00বছর ঘুরলেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। সেই কথা মাথায় রেখে এখন থেকেই প্রচারে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল, শনিবার নিউ হ্যাম্পশিয়র ও সাউথ ক্যারোলিনায় প্রচার করেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানেই তিনি জানিয়েছেন, আমি এখন আগের চেয়েও বেশি রাগী। আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। বালুচিস্তানের লাসবেলার কাছে ঘটেছে দুর্ঘটনাটি। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ৩৯ জনের। চলছে উদ্ধারকাজ।
2023-01-29 11:38:00শিবরাজ সিং চৌহানের রাজ্য মধ্যপ্রদেশে সাংবাদিককে গাছে বেঁধে মারধর। পুলিস জানিয়েছে, হোসাঙ্গাবাদের একটি গ্রামে কয়েক সপ্তাহ আগের একটি তুচ্ছ বিবাদ ঘিরে এই ঘটনা। গত ২৫ জানুয়ারি বাড়ি ফেরার পথে প্রকাশ যাদব (২৫) নামে ওই সাংবাদিকের পথ আটকায় নারায়ণ যাদব নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে প্রকাশের বচসা বেধে যায়। নারায়ণ প্রকাশকে গালিগালাজ শুরু করেন। প্রকাশ প্রতিবাদ করলে নায়ারণের ভাই সহ আরও একজন ছুটে আসে। তারপর তাঁরা সবাই মিলে প্রকাশকে মারধর করেন। ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
2023-01-29 10:46:04৩৬৬ কোটি টাকার জিএসটি প্রতারণার অভিযোগ! নোটিসটা হাতে পেয়েই মাথা ঘুরে যাওয়ার দশা উত্তরপ্রদেশের এক হকারের। মুজফ্ফরনগরে রাস্তার ধারে জামকাপড় বিক্রি করেন এজাজ আহমেদ (৪০)। আয় মেরেকেটে দিনে পাঁচশো টাকা। বছর দু’য়েক আগে একটা ছোটখাটো ছাঁট মালের দোকানের জন্য জিএসটি অ্যাকাউন্ট খুলেছিলেন এজাজ। লাভ না হওয়ায় ব্যবসা বন্ধ করে দেন। এজাজের দাবি, তিনি তাঁর সিএ-কে অ্যাকাউন্ট বন্ধ করে দিতেও বলেছিলেন। জিএসটির এক আধিকারিক জানিয়েছেন, এক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্ট ব্যবহার করে একটা বড়সড় চক্র কাজ চালাচ্ছে বলেই অনুমান।
2023-01-29 09:57:35বছর ঘুরলেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। সেই কথা মাথায় রেখে এখন থেকেই প্রচারে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল, শনিবার নিউ হ্যাম্পশিয়র ও সাউথ ক্যারোলিনায় প্রচার করেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানেই তিনি জানিয়েছেন, আমি এখন আগের চেয়েও বেশি রাগী। আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। বালুচিস্তানের লাসবেলার কাছে ঘটেছে দুর্ঘটনাটি। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ৩৯ জনের। চলছে উদ্ধারকাজ।
2023-01-29 11:38:00শিবরাজ সিং চৌহানের রাজ্য মধ্যপ্রদেশে সাংবাদিককে গাছে বেঁধে মারধর। পুলিস জানিয়েছে, হোসাঙ্গাবাদের একটি গ্রামে কয়েক সপ্তাহ আগের একটি তুচ্ছ বিবাদ ঘিরে এই ঘটনা। গত ২৫ জানুয়ারি বাড়ি ফেরার পথে প্রকাশ যাদব (২৫) নামে ওই সাংবাদিকের পথ আটকায় নারায়ণ যাদব নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে প্রকাশের বচসা বেধে যায়। নারায়ণ প্রকাশকে গালিগালাজ শুরু করেন। প্রকাশ প্রতিবাদ করলে নায়ারণের ভাই সহ আরও একজন ছুটে আসে। তারপর তাঁরা সবাই মিলে প্রকাশকে মারধর করেন। ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
2023-01-29 10:46:04৩৬৬ কোটি টাকার জিএসটি প্রতারণার অভিযোগ! নোটিসটা হাতে পেয়েই মাথা ঘুরে যাওয়ার দশা উত্তরপ্রদেশের এক হকারের। মুজফ্ফরনগরে রাস্তার ধারে জামকাপড় বিক্রি করেন এজাজ আহমেদ (৪০)। আয় মেরেকেটে দিনে পাঁচশো টাকা। বছর দু’য়েক আগে একটা ছোটখাটো ছাঁট মালের দোকানের জন্য জিএসটি অ্যাকাউন্ট খুলেছিলেন এজাজ। লাভ না হওয়ায় ব্যবসা বন্ধ করে দেন। এজাজের দাবি, তিনি তাঁর সিএ-কে অ্যাকাউন্ট বন্ধ করে দিতেও বলেছিলেন। জিএসটির এক আধিকারিক জানিয়েছেন, এক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্ট ব্যবহার করে একটা বড়সড় চক্র কাজ চালাচ্ছে বলেই অনুমান।
2023-01-29 09:57:35আজ, রবিবার ছুটির দিনে শহরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এদিন একটি মিছিল রয়েছে শহরে। দুপুর ১ টায় ওই মিছিলটি শিয়ালদহ স্টেশন থেকে ওয়াই চ্যানেলের দিকে যাবে। মোট ২০০-২৫০ লোক ওই মিছিলে অংশগ্রহণ করবে। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
আজ, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন ধরে শহরে ভোর থেকেই দেখা যাচ্ছিল ঘন কুয়াশা। যা এদিন ছিল না। মূলত আজ, রবিবার সকাল থেকেই শহরের আকাশ রয়েছে পরিষ্কার। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি।
হাওড়ার নাজিরগঞ্জের লিচু বাগান এলাকায় বন্দুক হতে দুষ্কৃতীদের তাণ্ডব। মারধর করা হয় এলাকার বেশ কয়েকজন যুবককে। সেই সংক্রান্ত ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিস ও র্যাফ। সিসিটিভি ফুটেজ দেখে আটক করা হয়েছে কয়েকজনকে। এলাকায় আতঙ্ক রয়েছে। প্রসঙ্গত, কয়েক মাস আগে ওই এলাকাতেই গুলি করে হত্যা করা হয়েছিল তৃণমূল নেতা ওয়িজুল খানকে। গতকাল, শনিবার রাতে মৃত তৃণমূল নেতার পরিবারের উপরই আক্রমণ চালায় ওই দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
দ্রুত রাস্তা সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। তা না হলে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পঞ্চায়েতের কোটাবাড়ি এলাকার বাসিন্দারা পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন। স্বরূপকাঠি থেকে কোঠাবাড়ি স্কুল পর্যন্ত চার কিলোমিটার রাস্তা দীর্ঘ দশ বছর ধরে বেহাল বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এই এলাকায় বসবাস করে প্রায় সাড়ে চারশো পরিবার। এই রাস্তা দিয়েই স্কুল, কলেজে যাতায়াত করতে হয় ছাত্র-ছাত্রীদের। অন্তঃসত্ত্বা মহিলা সহ রোগীদের চিকিৎসার জন্যও ভরসা এই রাস্তাই। সেই রাস্তাই মেরামতের দাবিতে শনিবার গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, শুধু রাস্তাই খারাপ নয়, গ্রামে পানীয় জলেরও ভালো ব্যবস্থা নেই। বিধানসভা ভোটের পর হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। জলের কাজ এগলেও রাস্তা এখনও হয়নি।
2023-01-29 09:21:12মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেল বেলেঘাটার আইডি হাসপাতাল। অ্যালোপ্যাথিক চিকিৎসা ও শিক্ষায় দেশের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) এই স্বীকৃতি দিয়েছে। এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে। হাসপাতাল সূত্রের খবর, এখানে মেডিসিন ও মাইক্রোবায়োলজি—এই দুই বিভাগে ডিএনবি পাঠ্যক্রম (এমডি’র সমতুল) চালু হয়েছে। এর মধ্যে মেডিসিন বিভাগে পাঠ্যক্রম চালু করার জন্য এনএমসি থেকে শর্তসাপেক্ষে অনুমোদনও এসে গিয়েছে। মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা সে কারণেই। শনিবার এমনই জানিয়েছেন আইডি’র অধ্যক্ষ ডাঃ অমিতাভ চট্টাোপাধ্যায়। প্রসঙ্গত, আইডিতে এতদিন নার্সিং এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের বিভিন্ন পাঠ্যক্রম পড়ানো হলেও কোনও ডাক্তারি পাঠ্যক্রম পড়ানো শুরু হয়নি। এই প্রথমবার সংক্রামক ব্যাধির রেফারেল হাসপাতাল হওয়ার পাশাপাশি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানেরও মর্যাদা পেল তারা।
2023-01-29 09:00:11ফের বন্দুকবাজের হানা আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। জনবহুল এলাকায় বন্দুকবাজের হামলার ফলে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত ৪। ক্যালিফোর্নিয়ায় গতকাল, শনিবার সকালে ঘটেছে ঘটনাটি।
তালিবান সরকারের ফের নতুন ফতোয়া। এবার মহিলাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তানের তালিবান সরকার। এর আগে গতবছরের ডিসেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান সরকার। যার ফলে ঘরে ও বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের শিক্ষাক্ষেত্রে মহিলাদের ব্রাত্য রাখার নির্দেশ জারি করল তালিবানরা। আগামী ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা রয়েছে। যাতে কোনওভাবেই অংশগ্রহণ করতে পারবে না মহিলারা। নির্দেশ জারি করেছে সেদেশের শিক্ষামন্ত্রক।
ইরানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হল তিনজনের। গুরুতর আহত কমপক্ষে ৩০০ জন। ইরানের উত্তর-পশ্চিম প্রান্তে গতকাল, শনিবার রাতে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইরান সরকার।
১৫৯৫- শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়
১৬১৩- গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহের সন্ধান পান
১৮৭০- বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়
১৮৯৬- ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের জন্ম
১৯৬৬- ব্রাজিলের ফুটবলার রোমারিওর জন্ম
১৯৭০- ওলিম্পিকে রুপোজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোরের জন্ম
১৯৭৬- সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তর মৃত্যু
২০০৬- প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে প্রথম ওভারে হ্যাটট্রিক করলেন ইরফান পাঠান
মেষ: অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃষ: ধর্মাচরণে মনে তৃপ্তি।
মিথুন: কর্মে উৎসাহ বৃদ্ধি।
কর্কট: রূঢ় আচরণ ও বাক্যে শত্রুবৃদ্ধির যোগ।
সিংহ: কর্মে বাধার মধ্যে উন্নতি।
কন্যা: ঈশ্বর চিন্তা বাড়বে।
তুলা: ধর্মানুষ্ঠানে যোগদান।
বৃশ্চিক: ধর্মকর্মে মনোযোগ বৃদ্ধি।
ধনু: বন্ধু সঙ্গে আনন্দ।
মকর: সন্তানের সাফল্যে গর্ব।
কুম্ভ: বন্ধুর থেকে দুঃখ পেতে পারেন।
মীন: কর্মে সাফল্য আর সুনাম বৃদ্ধি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
কালিম্পংয়ের মংপংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ল গাড়ি। এই ঘটনায় এখনও অবধি ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ি থেকে নবদম্পতিকে নিয়ে ফিরছিল গাড়িটি। চালক সহ গাড়িটিতে মোট ১০ জন যাত্রী সওয়ার ছিলেন। রাতে রুংঢং সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত নীচে পড়ে যায় ওই গাড়ি। জখম দের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক মহিলা সহ তিনজনের। মৃতদের নাম তিলক মণ্ডলও সাহিল শেখ। মৃতা মহিলার নাম এখনও জানা যায়নি।
2023-01-28 13:24:09ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল আগেই। এবার ৬০ টি কেন্দ্রের মধ্যে ৪৮টি বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মুখ্যমন্ত্রী মানিক সাহা টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে লড়ছেন। পাশাপাশি, ১৭টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেসও। সুদীপ রায় বর্মণ প্রতিদ্বন্দ্বিতা করবেন আগরতলা কেন্দ্র থেকে।
2023-01-28 12:45:50খুলে যাচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান। গত ১৮ জানুয়ারি একটি নোটিশ জারি করে পর্যটকদের জন্য উদ্যান বন্ধের কথা ঘোষণা করা হয়েছিল। আজ, একটি নির্দেশিকা জারি করে তা বাতিল করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান। তবে কিছু সমস্যার কারণে জিপ সাফারি সাময়িকভাবে বন্ধ থাকবে।
রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর মিলেছে। প্রথমে প্রশাসনের তরফে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে একটি চার্টার্ড বিমান বলা হলেও বায়ুসেনার তরফে এটিকে যুদ্ধবিমান হিসেবে নিশ্চিত করা হয়েছে।
2023-01-28 11:31:00মাঝআকাশে অনুশীলন চলাকালীন আচমকাই দুর্ঘটনা। ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান। এদিন সুখোই-৩০ ও মিরাজ-২০০০ বিমান দু’টি গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড়ান শুরু করে। অনুশীলন চলাকালীন আচমকাই মধ্যপ্রদেশের মোরেনার কাছে মুখোমুখি সংঘর্ষ হয় দু’টি বিমানের। অকুস্থলে পৌঁছে বিমানে সওয়ার বায়ুসেনাকর্মীদের খোঁজ ও উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও অবধি কোনও হতাহতের খবর বায়ুসেনার তরফ থেকে নিশ্চিত করা হয়নি।
2023-01-28 11:26:00দিল্লিতে ফের পথ দুর্ঘটনার পর অমানবিক আচরণ। স্কুটারকে পিছন থেকে ধাক্কা মারার পর প্রায় ৩৫০মিটার টেনে নিয়ে গেল গাড়ি। ঘটনাটি ঘটেছে, রাজধানী দিল্লির কেশবপুরম এলাকায়। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ একটি গাড়িতে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন কিছু যুবক। তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। সেই সময় একটি স্কুটারকে ধাক্কা মারে ওই গাড়িটি। ছিটকে পড়েন স্কুটারে থাকা দু’জন। স্কুটার চালক সেই সময় গাড়িটির বনেটে আটকে যান। সেই অবস্থাতেই তাঁকে ৩৫০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় স্কুটারে থাকা দু’জনেরই মৃত্যু হয়েছে।
2023-01-28 10:29:57মাঝরাতে ভয়ানক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৫ জন। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের ধানবাদে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাত আড়াইটে নাগাদ আচমকাই একটি বেসরকারি হাসপাতালের আবাসনে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়া বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ জনের। মৃতদের মধ্যে ওই হাসপাতালের কর্ণধার চিকিৎসক দম্পতিও রয়েছেন বলে খবর। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
2023-01-28 09:52:47আজ, শনিবারও শহরে উষ্ণতা বজায় রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গতকাল, সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজও আকাশ মূলত মেঘমুক্তই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ইজরায়েলের জেরুজালেমে জঙ্গি হামলায় প্রাণ হারালেন ৮ জন। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার শহরের পূর্ব প্রান্তের একটি ইহুদি উপাসনালয়ে বন্দুক হাতে হামলা চালায় একজন প্যালিস্টিনিয়ান জঙ্গি। তার ছোঁড়া গুলিতে কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গতকাল, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। এরপর অকুস্থল থেকে পালানোর চেষ্টা করে আততায়ী। সেই সময় ইজরায়েলি পুলিসের গুলিতে তার মৃত্যু হয়।
2023-01-28 09:26:00আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখার কথা জানানো হয়েছে। ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের মোট ন’টি সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছিল। সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার মুম্বইতে ধর্মঘটীদের সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। সেখানে দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ধর্মঘটী সংগঠনগুলির দাবি, আলোচনায় কিছু সদর্থক বার্তা এসেছে। তাই আপাতত স্থগিত রাখা হচ্ছে ধর্মঘট।
2023-01-28 08:46:06এক ফেব্রুয়ারি দুপুর থেকে দুই ফেব্রুয়ারি সকাল পর্যন্ত হাওড়া পুরসভায় জলের সরবরাহ বন্ধ থাকবে। ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই সময় পরিষেবা পাবেন না। পাম্প হাউস ও পদ্মপুকুর প্লান্টে সংস্কারের কাজ হবে। তার জন্য পরিষেবা বন্ধ রাখা হবে। পুরসভা জানিয়েছে, ২ ফেব্রুয়ারি সকাল ছ’টার পর পরিষেবা স্বাভাবিক হবে।
2023-01-28 08:36:17১৫৫৬: দ্বিতীয় মোঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু
১৮৩১: ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রকাশিত
১৮৩৫: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা
১৮৬৫: স্বাধীনতা সংগ্রামী পাঞ্জাব কেশরী লালা লাজপত রাইয়ের জন্ম
১৮৮২: কলকাতা-বোম্বাই টেলিফোন (দুরালাপনি) চালু হয়। কলকাতার প্রথম এক্সচেন্জ সেন্ট্রাল এক্সচেন্জ উদ্বোধন করেন ই বারিং
১৮৯৮: ভারতের মাটিতে পা রাখলেন ভগিনী নিবেদিতা
১৯১১: বিশিষ্ট নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্তর জন্ম
১৯২৫: সুরকার তথা সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের জন্ম
১৯২৫: বিজ্ঞানী রাজা রামান্নার জন্ম
১৯৩০: সঙ্গীতশিল্পী যশরাজের জন্ম
১৯৩৩: বলিউড অভিনেতা মনমোহনের জন্ম
১৯৩৭: সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুরের জন্ম
১৯৮৬: অভিনেত্রী শ্রুতি হাসানের জন্ম
মেষ: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কর্মোন্নতি ও সাফল্য।
বৃষ: বিপুল ধনপ্রাপ্তির যোগ।
মিথুন: শারীরিক সমস্যায় বিব্রত বোধ।
কর্কট: দৈব কর্মে মনে শান্তি।
সিংহ: স্বাস্থ্যের খেয়াল রাখুন।
কন্যা: মল্লবিদদের প্রতিভার বিকাশ।
তুলা: উন্নতি আর উপার্জন বৃদ্ধি।
বৃশ্চিক: ধনলাভ যোগ অনুকূল।
ধনু: অর্থপ্রাপ্তি যোগ আছে।
মকর: নতুন যোগাযোগে ব্যবসার শ্রীবৃদ্ধি।
কুম্ভ: অর্থ উপার্জন হবে।
মীন: জনসংযোগে সাফল্য।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(জিটিএ) ছেড়ে বেরিয়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০১১ সালে কেন্দ্র-রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। সেই জিটিএ ছাড়ার সিদ্ধান্ত আজ, শুক্রবার ঘোষণা করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব।
2023-01-27 15:30:00হাওড়ার সাঁকরাইলে গলার নলি কেটে খুন। মৃতের নাম রবি রাই (৪৫)। নাজিরগঞ্জ পুলিস ফাঁড়ির কাছেই বাড়ি রবির। আজ, শুক্রবার সকালে তাঁর গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার হয়। এলাকার এক টোটো চালক প্রথম রক্তাক্ত দেহটি দেখতে পান। সাঁকরাইল থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান শত্রুতার জেরে খুন হয়ে থাকতে পারেন ওই যুবক। কালী পুজোর সময় তাঁকে কেউ বা কারা হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে।
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খান অভিনীত পাঠান। গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। সেদিন বক্স অফিসে পাঠান আয় করেছিল ৫৫ কোটি টাকা। সেই আয় ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় দিনে। গতকাল, বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের দিন শাহরুখ-দীপিকার ছবি বক্স অফিসে আয় করেছে ৭০ কোটি টাকা। যা ভারতীয় সিনেমায় ইতিহাস। এর ফলে পাঠান মাত্র দুদিনেই আয় করল ১২৫ কোটি টাকা। একই সঙ্গে গোটা বিশ্বে দুদিনে পাঠানের আয় পৌঁছেছে ২৩৫ কোটির ঘরে। যশ রাজ ফিল্মসের ব্যানারে গত ২৫ তারিখ বড়পর্দায় মুক্তি পায় পাঠান। যাতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া।
বিদায়বেলার মুহূর্তটা যে কঠিন হতে চলেছে, তার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে গিয়েছিলেন সানিয়া মির্জা। আর শেষটা যখন সত্যিই চলে এল, তখন চোখের জল আটকাতে পারলেন না ভারতীয় টেনিস ‘কুইন’। ভেঙে পড়লেন কান্নায়। আজ, শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগে ভেসে যান সানিয়া। শুরুটা হাসি দিয়ে করলেও ভিতরটায় যে আবেগ দলা পাকিয়ে আসছিল, তা বুঝতে অসুবিধা হয়নি। তারই মধ্যে সানিয়া বলেন, ‘আমি যদি কাঁদি, তাহলে সেটা কষ্টের কান্না হবে না। সেটা আনন্দাশ্রু হবে। আগে থেকেই সতর্কীকরণ দিয়ে রাখছি। তবে এই মুহূর্তটা আমি ব্রাজিলের জুটির থেকে কাড়তে চাই না। তোমরা দারুণ খেলেছ।’ সানিয়া আরও বলেন, ‘আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চাইছিলাম। কিন্তু আমার পেশাদার টেনিস কেরিয়ার যেখানে শুরু করেছিলাম....। এতটা বলে কান্নায় ভেঙে পড়লেন এই তারকা খেলোয়াড়। এরপর নিজেকে কিছুটা সামলে বলেন, ‘আমার (পেশাদার কেরিয়ারের যাত্রাটা) শুরু হয়েছিল মেলবোর্নে, যখন ২০০৫ সালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে খেলেছিলাম। সেইসময় আমার বয়স ছিল ১৮।’ সেই মেলবোর্নে বারবার ফিরে আসা, কয়েকটি ট্রফি জেতা, আপনাদের সামনে দুর্দান্ত ফাইনালে ম্যাচে খেলা। আমার জীবনে রড লেভার এরিনা অত্যন্ত বিশেষ জায়গা দখল করে আছে। আমার কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা হত না। সবকিছুর জন্য ধন্যবাদ।’
2023-01-27 11:02:42পাঠান জ্বরে কাবু গোটা দেশ। প্রথম দিন থেকেই শোরগোল ফেলে দিয়েছে বক্স অফিসে। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে শাহরুখ-দীপিকা অভিনিত পাঠান। সেই মুকুটেই আরও একটি পালক জুড়ল কাশ্মীর। উপত্যকায় ৩২ বছর বাদে ঝুলল ‘হাউসফুল’ বোর্ড। সৌজন্যে পাঠান। আইনক্স লিজার লিমিটেড তার টুইটার পেজে একথা পোস্ট করে জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘কিং খানের কাছে আমরা কৃতজ্ঞ। ৩২ বছর পর কাশ্মীর উপত্যকার কোনও সিনেমা হলের বাইরে তাঁর এই ছবির কারণে ‘হাউসফুল’ বোর্ড দেখতে পেলাম। ধন্যবাদ।’
2023-01-27 10:47:31শহরে ভরা মাঘেও বেড়েই চলেছে তাপমাত্রা। আজ, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। অপরদিকে গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি।
অমর্ত্য সেন নোবেল জয়ী নন। এমনই মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি এও বলেন, অমর্ত্য সেন নিজেকে নোবেল জয়ী বলে দাবি করেন কিন্তু সেটা সঠিক নয়। নোবেলের ডিডে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য ও বিশ্ব শান্তি- এই পাঁচ বিভাগেই নোবেল দেওয়া হয়। এর বাইরে কোনও বিভাগে কেউ নোবেল প্রাইজ পান না।
আজ, শুক্রবার ব্যস্ত দিনে শহরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এছাড়াও গতকাল, বৃহস্পতিবার রাত থেকে শহরে কোনও বড় দুর্ঘটনাও ঘটেনি। এদিন দুটি মিছিল রয়েছে শহরে। দুপুর ১২ টায় একটি মিছিল রয়েছে। যেটি যাবে শহিদ মিনারে। আর অপর একটি মিছিল রয়েছে দুপুর ১ টায়। যেটি গান্ধী মূর্তি থেকে যাবে মির্জা গালিব স্ট্রিটের দিকে। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
আমেরিকার সেনার স্পেশাল ফোর্সের হামলায় নিহত আইএস জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার। নিহত কমান্ডারের নাম বিলাল আল সুদানি। তিনি আইএস জঙ্গিগোষ্ঠীকে অর্থ জোগানের কাজ করতেন। ওই শীর্ষ কমান্ডার সহ আরও ১০ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। গত, বুধবার উত্তর সোমালিয়ায় আইএসের গোপন ডেরায় হানা দেয় আমেরিকার সেনার স্পেশাল ফোর্স। সেখানেই ছিলেন বিলাল আল সুদানি।
ক্রিকেট জগতে যেন বিয়ের ধুম লেগেছে। ক’দিন আগেই বিয়ে সারলেন লোকেশ রাহুল। আর এবার সাধারণতন্ত্র দিবসের দিনই সাতপাকে বাঁধা পড়লেন আরও এক ভারতীয় ক্রিকেট দলের সদস্য অক্ষর প্যাটেল। গুজরাতের বরোদায় দীর্ঘদিনের বান্ধবী পেশায় নিউট্রিশনিস্ট মেহা প্যাটেলের সঙ্গেই সারাটা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার করে ফেললেন ভারতীয় এই অলরাউন্ডার। বেশ ধুমধাম করে বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল। অক্ষরের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বরবেশে হুডখোলা গাড়িতে একের পর এক বলিউডি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে ভারতীয় দলের এই সদস্যকে। অন্যদিকে বিয়ের মণ্ডপে মালাবদলের সময় মেহাকেও নাচতে নাচতে সেখানে প্রবেশ করতে দেখা গিয়েছে। যা দেখে কোমর দোলালেন অক্ষরও। বিয়ের জন্য নিউজিল্যান্ড সফরে তাঁকে ছুটি দেওয়া হয়েছিল। এবার খুব দ্রুত মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন তিনি।
2023-01-27 09:18:36গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অন্নু কাপুর। গতকাল, বৃহস্পতিবার সকালে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করায় নয়াদিল্লির স্যা গঙ্গারাম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন অনেকটাই সুস্থ রয়েছেন অন্নু। তবে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে।
2023-01-27 09:01:51প্রেক্ষাগৃহে তখন চলছিল সদ্য মুক্তিপ্রাপ্ত শাহরুখের পাঠান ছবিটি। গতকাল সাধারণতন্ত্র দিবস ও সরস্বতী পুজো উপলক্ষে ভিড়ও উপচে পড়েছিল। ঠিক সেই সময়ই সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল। ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদের একাংশ। ভয়াবহ এই ঘটনাটি মুর্শিদাবাদের কান্দির। দুর্ঘটনার জেরে পাঁচ জন জখম হয়েছেন। তার মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতেরা হলেন ফারহিজ সুলতানা (৪), মৃগাঙ্ক কুন্ডু (৪৮), পিঙ্কি কুন্ডু (৩২), প্রজ্ঞা কুন্ডু (৬) এবং নুর ইসলাম (৩৫)। তাঁদের সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কীভাবে ভাঙল এই ছাদ? জানা গিয়েছে, একে পুরোনো বিল্ডিং, তার উপর ভিড়ের এই চাপ বহন করতে না পারাতেই এই বিপত্তি। তবে কর্তৃপক্ষের দাবি দর্শকদের উন্মাদনা আর নাচানাচির জেরেই এই দুর্ঘটনা। কান্দি থানার পুলিস ভেঙে পড়ার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।
2023-01-27 08:54:29টেনিস জীবনের শেষবেলায় জয়ের দোরগোড়ায় এসে হেরেই গেলেন সানিয়া। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা অধরাই থেকে গেল তাঁর। রোহন বোপান্নাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে রানার্স হলেন তিনি। চ্যাম্পিয়ন হলেন স্টেফানি-মাতোস জুটি। সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে।
2023-01-27 08:38:00১৭৮২: বাঁশের কেল্লা খ্যাত বিপ্লবী তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম
১৮৮০: টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯২২: অভিনেতা অজিত খানের জন্ম
১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে আসেন
১৯৩৬: জনগণের জন্য লন্ডনে শুরু হল বিবিসি-র সম্প্রচার
১৯৩৯: আমেরিকায় নিয়মিতভাবে টেলিভিশন সম্প্রচার শুরু
১৯৬৯: অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯: চিত্রপরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৮৬: বিশিষ্ট সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৩: অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সায়নী ঘোষের জন্ম
২০০৯: ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামনের মৃত্যু
২০০২: নাইজেরিয়ার লেগোস শহরে এক বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ হাজারেরও বেশি মানুন গৃহহীন হন।
২০০৬: ওয়েস্টার্ন ইউনিয়ন, টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়
মেষ: কপট লোকের দ্বারা কর্মে বিপত্তি ও অর্থক্ষতির যোগ।
বৃষ: সম্পত্তি মামলায় আইনি বিজয়।
মিথুন: একাধিক সূত্র থেকে অর্থলাভ হলেও ব্যয় যোগ ও আছে।
কর্কট: ব্যবসায় দিনটি শুভ—কেনাবেচা ও অর্থকড়ি উপার্জন বাড়বে।
সিংহ: অর্থাগম যোগ আছে।
কন্যা: সৃজনশীল কর্মে খ্যাতি ও সামাজিক জনপ্রিয়তা।
তুলা: ললিত কলায় বিশেষ ব্যুৎপত্তি।
বৃশ্চিক: যন্ত্রবিদ/ ডাক্তারদের দিনটি শুভ।
ধনু: অপ্রত্যাশিত অর্থলাভে মনে খুশির ভাব।
মকর: অপ্রত্যাশিত অর্থলাভে মনে খুশির ভাব।
কুম্ভ: কর্ম অপেক্ষাকৃত শুভ।
মীন: কম্পিউটার কর্মীদের কর্ম দায়িত্ব ও ব্যস্ততা বৃদ্ধি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4