Bartaman Patrika
 

ময়দানের ঐতিহ্য বারপুজো
জয় চৌধুরী 

 

প্রতি বছর চৈত্র মাসে একাধিক সংস্থা নতুন পঞ্জিকা প্রকাশ করে। কিন্তু সেই বইতে বারপুজোর তিথি-নক্ষত্রের উল্লেখ থাকে না। অথচ এই পুজো বঙ্গজীবনের অঙ্গ। প্রায় ৫০ বছর ধরে নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ বারপুজো হয়ে আসছে দেশের দুই বড় ক্লাব মোহন বাগান ও ইস্ট বেঙ্গলে। 
শোনা যায়, পাঁচের দশকের মাঝামাঝি পথচলা শুরু হয়েছিল এই পুজোর। মোহন বাগানের নাম ততদিনে ভারতজোড়া। বৈশাখের প্রথম দিনে বারপুজোর ভাবনা আসে তৎকালীন সবুজ-মেরুন কর্তাদের মাথায়। শুরু হয় প্রস্তুতি। তাঁদের উদ্যোগের কথা জানতে পারেন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তারা। সেই পর্বে লাল-হলুদই হল ওপার বাংলা থেকে আসা মানুষের মঞ্চ। তাঁরাও প্রিয় ক্লাবের বারপুজোয় অংশ নিতে আরম্ভ করেন। বদ্রু (সমর) বন্দ্যোপাধ্যায় ও সুকুমার সমাজপতি জানালেন, তখন পয়লা বৈশাখেই শুরু হতো ফুটবল মরশুম। পুজোর উপকরণের পাশেই থাকত নতুন বারপোস্ট। এভাবেই ক্লাবের মঙ্গলকামনায় বিশেষ দিনে এই পুজো ক্রমশ জনপ্রিয় হয়। 
প্রথম দশ বছর বারপুজো হতো ভ্রাতৃত্ব ও আবেগের মোড়কে। পুজোর পর দুই প্রধানের মধ্যে মিষ্টি আদান-প্রদান হতো। ১৯৬৩ সালে ইস্ট বেঙ্গল মাঠ থেকে সরে আসেন সবুজ-মেরুন ফুটবলাররা। অনুশীলনের জন্য ব্যবহৃত হতে থাকে সিএফসি মাঠ। তারপর মোহন বাগানের বারপুজো অন্যমাত্রা পেয়েছিল। এর নেপথ্যে ছিলেন ধীরেন দে। ১৯৮৮ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে তিনিই ছিলেন শেষ কথা। ওই সময়ে বারপুজোর জন্য হরিদ্বারের গঙ্গা থেকে জল আনা হতো। নববর্ষের প্রথম দিনে গরদের ধুতি-পাঞ্জাবি পরে মাঠে আসতেন ধীরেনবাবু। তাঁরই উদ্যোগে তাঁবুর মধ্যে হতো হোমযজ্ঞ। করতেন কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরের পুরোহিত। পুজো শেষ হলে উপস্থিত সকলে পেতেন রুপোর কয়েন। চৈত্র সংক্রান্তির দিন মোহন বাগান তাঁবুতে ভিয়েন বসানোর রেওয়াজ তাঁর আমলেই শুরু হয়। ধীরেন দে ও শৈলেন মান্নার উদ্যোগে সাতের দশকের শুরুতে পয়লা বৈশাখে ৪০ মিনিটের প্রীতি ম্যাচ খেলতে দেখা যেত প্রাক্তন ফুটবলারদের। চুনী গোস্বামী তখন প্রাক্তনীদের দলেই। শুধুমাত্র তাঁর স্কিল দেখার জন্য বারপুজোর দিন মোহন বাগান মাঠে সমর্থকদের ঢল নামত। 
বারপুজোর প্রসঙ্গ উঠতেই স্মৃতিমেদুর সুব্রত ভট্টাচার্য বলে ফেললেন, ‘১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পয়লা বৈশাখের দিনটি আমার কাছে ছিল অত্যন্ত স্পেশাল। প্রাক্তনীদের ম্যাচের পর আমাদের অনুশীলন শুরু হতো। মাঠ ফাঁকা করার জন্য মাইকে ঘোষণা করতেন কোচ প্রদীপদা। ১৯৭৮-এর বারপুজোয় ঘটেছিল জনপ্লাবন। আগের দিন থেকেই সবুজ-মেরুন আলোয় সাজানো হয়েছিল ক্লাব তাঁবু। কারণ, ১৯৭৭ সালে ত্রিমুকুট  জিতেছিলাম আমরা।’ সেই পর্বে ফুটবল সাব কমিটির সদস্য ছিলেন স্বাধীন মল্লিক। তাঁর বক্তব্য, ‘১৯৭৮ সালের পয়লা বৈশাখের দিনে অস্বাভাবিক ভিড় হয়েছিল। টান পড়েছিল লুচি-আলুর দমে। শেষ পর্যন্ত উত্তর কলকাতার এক মিষ্টির দোকান থেকে রাধাবল্লভি ও রসগোল্লা এনে পরিস্থিতি সামাল দিয়েছিলাম।’ ক্লাব তাঁবুতে ভিয়েন বা নববর্ষের প্রথম দিনে প্রাক্তনদের ম্যাচের আয়োজন ইস্ট বেঙ্গল কখনও করেনি। 
লাল-হলুদের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য বলছিলেন,‘বারপুজো বলতেই মনে পড়ে ১৯৮০ সালের কথা। ইস্ট বেঙ্গলের সাত ফুটবলার চলে গেল মহমেডান স্পোর্টিংয়ে। তবুও স্রেফ মজিদ-জামশিদকে দেখতে ভিড় উপচে পড়েছিল ইস্ট বেঙ্গল মাঠে।’ বারপুজো নিয়ে একটি বিশেষ গল্প আছে মনোরঞ্জনের জীবনে। ছেলের পড়াশোনার জন্য তিনি থাকতেন যাদবপুরে। তাঁর বাড়িতে তখন টেলিফোন ছিল না। ১৯৯১ সালে বারপুজোয় নিমন্ত্রণ করার জন্য তৎকালীন সচিব পল্টু দাস তাঁর বাড়িতে এক কর্তাকে পাঠিয়েছিলেন। তিনি মনোরঞ্জনের বাড়িতে পৌঁছে দেখেন, দরজায় তালা ঝুলছে। বাধ্য হয়ে একটি চিরকুটে আমন্ত্রণ বার্তা লিখে রেখে আসেন সেই কর্তা। প্রিয় ক্লাবের থেকে এই আচরণ মেনে নিতে পারেননি ডাকাবুকো মনা। তিনি ভেবেছিলেন, ইস্ট বেঙ্গল তাঁকে উপেক্ষা করছে। তাই নববর্ষের কয়েকদিন পরেই তারকা স্টপার মোহন বাগানে সই করেন। ময়দানের দলবদলের ইতিহাসে যা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। 
বারপুজোর সেই ট্র্যাডিশন এখনও চলছে। তবে এখন মরশুম শুরু হয় জুলাইয়ে। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, এপ্রিলে রমরমিয়ে চলছে আইএসএল কিংবা আই লিগের খেলা। অনেক সময়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে নতুন বছরের প্রথম দিনে বড় দল শহরের বাইরে থাকে। গত বছর করোনার প্রকোপে থমকে গিয়েছিল বারপুজো। এবার মোহন বাগানের উৎসবে সদস্য-সমর্থকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কোভিড বিধি মেনেই হবে ইস্ট বেঙ্গলের বারপুজো। তাই অতীতের উন্মাদনা বর্তমানে কার্যত উধাও।

15th  April, 2021
করোনার চোখরাঙানি, আজ মুখে মাস্ক পরেই মন্দিরগুলিতে পুজো দেবেন ভক্তরা

বছরের প্রথমদিন ঘরবন্দি হয়ে থাকতে হবে। এমনটা হয়তো বাঙালি কোনওদিন কল্পনাতেও ভাবেনি। কিন্তু গতবছর সেটাই হয়েছিল। জাগ্রত মন্দিরগুলিতে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন ছিল না। বিশদ

15th  April, 2021
বাংলা ও বাঙালির সঙ্কট
গর্গ চট্টোপাধ্যায়

 

হিন্দি সাম্রাজ্যবাদ ও তার মিডিয়ার কারসাজিতে জাতি ও নাগরিকত্ব গুলিয়ে ফেলা, দেশ ও রাষ্ট্র গুলিয়ে ফেলা বাঙালিদের জন্য স্বনামধন্য ভাষাবিদ সুকুমার সেনের  ‘বঙ্গভূমিকা’র প্রথম লাইন— ‘ভাষা নিয়ে জাতি, জাতি নিয়ে দেশ।’ যে বাঙালির জন্ম কৃষ্ণনগরে, তিনি যদি গান, ‘আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি’, তিনি দেশ বলতে এই বাংলাকেই বোঝাচ্ছেন, নিশ্চয়ই বিহারের ছাপড়া বা রাজস্থানের জয়পুরকে নয়। বিশদ

15th  April, 2021
আজ করোনাবিধি মেনেই বর্গভীমা
সহ বিভিন্ন মন্দিরে পুজো

ব্যবসা থেকে কর্মক্ষেত্র, পরিবার পরিজন থেকে সার্বিক মঙ্গল কামনায় সারা রাত জেগে পয়লা বৈশাখে তমলুকে শক্তিপীঠ মা বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার ভিড় ফি-বছরের পরিচিত দৃশ্য। গতবছর মহামারীর জেরে মন্দির বন্ধ থাকায় ভক্তরা পুজো দেওয়ার সুযোগ পাননি। বিশদ

15th  April, 2021
কোভিড বিধি মেনেই দুই বর্ধমানে 
পয়লা বৈশাখের পুজো

এসো হে বৈশাখ, এসো এসো। বাংলা নববর্ষে কবিগুরুর এই গান আজও বাঙালির হৃদয়ে বাজে। বাংলা নববর্ষ মানেই হতাশা আর আশঙ্কার কালো মেঘ সরিয়ে নতুন আশার আলো দেখা। প্রতি বছর ঘটা করে মন্দিরে পুজো দিয়েই নতুন বছর শুরু করে বাঙালি। বিশদ

15th  April, 2021
করোনা-পরিস্থিতির মধ্যেও আজ
ভিড় হবে দীঘায়, আশায় ব্যবসায়ীরা

করোনাকে সঙ্গী করেই বছর ঘুরে আবারও একটা বাংলা নববর্ষ চলে এল। গত বছর করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে সৈকত শহর দীঘা পর্যটকশূন্য ছিল। এর ফলে দীঘার পর্যটন শিল্প ব্যাপকভাবে মার খায়। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার করোনার দ্বিতীয় ঢেউ চলে এসেছে। বিশদ

15th  April, 2021
মুর্শিদাবাদ জুড়ে জমে
উঠেছে চৈত্র সেলের বাজার

মুর্শিদাবাদ জেলাজুড়ে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। বাংলা বছরের শেষ লগ্নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেলের বাজারগুলি ক্রেতাদের ভিড়ে জমজমাট। করোনা সংক্রমণের শঙ্কায় গত বছর লকডাউন থাকায় সেলের বাজার বসেনি। এমনকী জমেনি পুজোর বাজারও। বিশদ

15th  April, 2021
বাড়ছে করোনা সংক্রমণ, তবুও চৈত্র
সেলে ভিড় উপচে পড়ছে সিউড়িতে

সংবাদদাতা, সিউড়ি: করোনার চোখরাঙানি উপেক্ষা করে চৈত্র সেলে উপচে পড়ছে ভিড়। নববর্ষের আগে কম দামে সংসারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ফুটপাত থেকে ছোট-বড় শপিং মল, সর্বত্রই সেলের বাজারে ব্যাপক ভিড় করছেন ক্রেতারা। বিশদ

15th  April, 2021
যুগান্তের গর্ভে নতুন
যুগের জন্ম যন্ত্রণা
মৃণালকান্তি দাস

 

সেই কবে এই বাংলায় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বারমাস্যার ছবি এঁকেছিলেন। সেই বারমাস্যার যন্ত্রণা আজ অতীত। ভাতের অভাব কমেছে বাংলার মাটিতে। কৃষিতে সোনার বাংলা আজ গোটা দেশে ঈর্ষার। এখন ফসল, আবহাওয়ার উপর পরীক্ষা চলে গাছ-গাছালির কত গবেষণা। বিশদ

15th  April, 2021
বৈশাখী মহরত যেন
ধুলো মাখা স্মৃতিকথা 
অভিনন্দন দত্ত

চৈত্র শেষে বৈশাখ নিয়ে আসে নতুনের হাতছানি। নতুন বছর মানেই নতুন আশায় বুক বাঁধা, নতুন লক্ষ্যর উদ্দেশে আরও একধাপ এগিয়ে যাওয়া। একটা সময় বাংলা সিনেমার জগতে ‘মহরত অনুষ্ঠান’ ছিল অনেকটা সেই লক্ষ্যমাত্রাকে স্থির করার সমান। বিশদ

15th  April, 2021
পোড়ামার মন্দিরে হালখাতা
করান নবদ্বীপের ব্যবসায়ীরা

পয়লা বৈশাখ মানেই ব্যবসায়ীদের হালখাতা করার দিন। এই দিনটিতে নবদ্বীপের অধিকাংশ ব্যবসায়ীরা পুজো দিতে ভিড় করেন স্থানীয় গ্রাম্যদেবী তথা বিদগ্ধ জননী পোড়ামার মন্দিরে। ভোর থেকে মন্দির প্রাঙ্গণে দীর্ঘ লাইন পড়ে যায়। বিশদ

15th  April, 2021
বঙ্গব্যঞ্জনে রসনাতৃপ্তি
কমলিনী চক্রবর্তী

বাঙালি রান্না মানেই বিভিন্ন বৈচিত্র্য। বাঙালি রান্না মানেই সাধারণের পাশে অসাধারণের বাস। বিশেষজ্ঞদের মতামত নিয়ে বাঙালি রান্নার নানা দিক উঠে এল এই প্রতিবেদনে। বিশদ

15th  April, 2021
মিষ্টিমুখে, বছর সুখে
সোহম কর

উত্সব হোক, উপহার হোক বা কোনও বিশেষ দিন অথবা নিত্য প্রয়োজন—বাঙালির কাছে মিষ্টি একেবারে অত্যাবশকীয়। দেখতে দেখতে আরও একটা পয়লা বৈশাখ। এমন বিশেষ দিনে বাঙালির দিনটাই শুরু হয় মিষ্টি দিয়ে। দিনের শেষে হয়তো সারাদিন প্রচুর মিষ্টি খাওয়ার ফলে ডিনারই করা হয় না। বিশদ

15th  April, 2021
এবছরও এপার বাংলা মিলিত
হতে পারবে না ওপারের সঙ্গে

‘পাবনা থেকে আগের দিন ঢাকার কমলাপুর গিয়েছিলাম। সারারাত হইহুল্লোড় করে রেল স্টেশনে কাটিয়েছি। তারপর ভোরের আলো ফুটতেই রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিই। সে অনেক বছর আগেকার কথা। তোর মনে আছে? এখনও কি আগের মতো সেই অনুষ্ঠান হয়? বিশদ

15th  April, 2021

Pages: 12345

একনজরে
বুধবার রাতে নদীয়ার কালীগঞ্জের বল্লভপাড়ায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হল। বাইকের গতি এতটাই বেশি ছিল যে এক যুবক ছিটকে একটি টোটোর কাচ ভেঙে ঢুকে যান। ...

ভোট মরশুমে চোখ রাঙাচ্ছে মাত্রাতিরিক্ত গরম। আজ, শুক্রবার, লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। বৃহস্পতিবার আগামী পাঁচদিনের জন্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের ...

রক্তক্ষরণ আটকাতে পারবে কি সিপিএম? আটকানো যাবে কি বামের ভোট রামে যাওয়া? —মূলত এই দু’টি প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ব্রিগেড ভরাতে পারলেও ভোটবাক্স ভরাতে পারবেন কি না, তা নিয়েই এখন চিন্তিত সিপিএমের বঙ্গ রাজনীতির কুশীলবরা। ...

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আগেই মুখ খুলেছিলেন রোহিত শর্মা ও রিকি পন্টিং। এবার একই সুর শোনা গেল দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৪- উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর জন্ম
১৮৯৭- বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর জন্ম
১৯২০- ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু
১৯২৪- সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫০ টাকা ৮৪.৯৩ টাকা
পাউন্ড ১০১.৪৭ টাকা ১০৫.৯২ টাকা
ইউরো ৮৭.১৪ টাকা ৯১.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া ৬/১৩ দিবা ৭/৪৭। অনুরাধা নক্ষত্র ৫৮/৪০ রাত্রি ৩/৪০। সূর্যোদয় ৫/১১/৩০, সূর্যাস্ত ৫/৫৭/২৪। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৪৪ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৮ গতে ৮/৫৭ মধ্যে পুনঃ ২/৫৭ গতে ৩/৪১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪১ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া দিবা ৬/২৮। অনুরাধা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/১২, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/১৫ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১১ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৭ গতে ১০/১১ মধ্যে। 
১৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: ২৪ রানে আউট জয়সওয়াল,রাজস্থান ৬০/২(৬.১ ওভার), টার্গেট ১৯৭

10:05:17 PM

আইপিএল: কেকেআরকে ৮ উইকেটে হারাল পাঞ্জাব

11:31:28 PM

আইপিএল: ২৩ বলে হাফসেঞ্চুরি শশাঙ্ক সিংয়ের, পাঞ্জাব ২৪৬/২ (১৭.৪ ওভার) টার্গেট ২৬২

11:26:31 PM

আইপিএল: ৪৫ বলে সেঞ্চুরি জনি বেয়ারস্টোর, পাঞ্জাব ২১০/২ (১৬.১ ওভার) টার্গেট ২৬২

11:13:32 PM

আইপিএল: ২৬ রানে আউট রাইলি রুশো, পাঞ্জাব ১৭৯/২ (১৩ ওভার) টার্গেট ২৬২

10:56:50 PM

আইপিএল: ২৪ বলে হাফসেঞ্চুরি জনি বেয়ারস্টোর, পাঞ্জাব ১২০/১ (৯.১ ওভার) টার্গেট ২৬২

10:36:30 PM