শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
ছবির নাম রহস্য জিইয়ে রেখে সুদীপ্ত বললেন, ‘আমি চাই শেষ হয়ে যাওয়ার পরও সিনেমাটা নিয়ে দর্শক একটু ভাবুক। সিনেমার যাবতীয় ব্যাকরণ এখানে ভেঙেছি। অনেক কিছু নতুন ভাবে চেষ্টা করা হয়েছে। সিনেমার নাম নিয়েও তথাকথিত চালু ছকটা ভাঙার চেষ্টা করেছি। ছবিটা দেখার পর মানুষ বুঝতে পারবে কেন এত বড় নাম রাখা হয়েছে।’
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর কাছে ব্যতিক্রমী বিষয় ও টানটান চিত্রনাট্যই প্রাধান্য পেয়ে এসেছে বরাবর। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে বললেন, ‘বাস্তব জীবনের গল্প নতুন আঙ্গিকে বলা হয়েছে। আমার অভিনীত চরিত্রের নাম মোনা। ছবির নায়ক সুদীপ্তর দিদি। মোনার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয়। রেগে গিয়ে ফোনে সবার সামনেই ঝগড়া করে। আবার খুশিতে সবাইকে নিয়ে হুল্লোড়ও করে। এতগুলো শেডস আছে বলেই চরিত্রটা অন্যরকম। একদম মেকআপ ছাড়া চরিত্রটায় অভিনয় করে খুব ভালো লেগেছে।’
অনিন্দ্য সেনগুপ্তও ছবিটি নিয়ে আশাবাদী। তাঁর কথায়, ‘আমার চরিত্রের নাম সুদীপ্ত। সিনেমা পরিচালক। অনেক কাঠখড় পুড়িয়ে একটি ছবি বানানোর চেষ্টা করছে। এই নির্মাণ পর্বে বিভিন্ন রকম মানুষের সংসর্গে আসার পর সুদীপ্তর মনের উপর যে প্রভাব তৈরি হয়, এই ছবি তারই মনস্তাত্ত্বিক প্রতিফলন।’ পরিচালকের ভাষায়, ‘আমি চাই দর্শক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে চরিত্রগুলো দেখুক। তাই ছবিতে কোনও ব্যাকগ্রাউন্ড স্কোর ও সঙ্গীতের ব্যবহার নেই। সিনেমা একটা স্বাধীন শিল্প। পর্দায় অযথা চমক বা আবেগ তৈরি করতে চাই না। সেকারণেই সাহিত্য থেকে সিনেমা আমি কখনও করব না।’