Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কিডনি ভালো রাখার ১০ টিপস

কীভাবে কিডনি ভালো রাখবেন, জানাচ্ছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাঃ রাজেন পান্ডে।

স্বাস্থ্যবান কিডনির সঙ্গে আমাদের দেশের আর্থসামাজিক পরিস্থিতি ওতপ্রোতভাবে জড়িয়ে! অবাক হলেও তথ্যটি ভুল নয়। কীভাবে? অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রসূতিরা কম ওজনের সন্তানের জন্ম দিচ্ছেন। ফলে জন্মের সময় থেকেই সেই সন্তানের কিডনিতে নেফ্রনের সংখ্যা কম থাকে। যা পরবর্তী সময়ে সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলাদের পর্যাপ্ত পুষ্টির ব্যবস্থা করা প্রয়োজন। তবেই একজন সুস্থসবল কিডনির অধিকারীকে আমরা ভাবী প্রজন্ম হিসেবে পাব। এছাড়া প্রসূতি ছাড়াও অন্যদের জীবনযাপনে বেশ কিছু রদবদল ঘটাতে হবে। কিডনিকে সুস্থ রাখতে নজর দিতে হবে নানা ক্ষেত্রে। 
 কী কী দিকে নজর? 
• সুষম আহার গ্রহণ করুন। ফাস্ট ফুড, চিপস, অন্যান্য ভাজাভুজি খাওয়ার চল এখন বেড়েছে। এগুলিতে অত্যধিক নুন থাকে। নিয়মিত এই ধরনের খাবার খেলে রক্তচাপ বাড়তে পারে। তার প্রভাব কিডনির উপরে পড়ে। আবার অত্যধিক ফাস্ট ফুড খেলে ওজনও বাড়ে যা কিডনি সহ শরীরের সব অঙ্গে কুপ্রভাব ফেলে। তাই স্বাস্থ্যকর খাদ্য খাওয়া অভ্যেস করুন।
• ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। তা করা সম্ভব নিয়মিত ব্যায়াম ও হাঁটাহাঁটির মাধ্যমে। হাতে সময় কম থাকলে অফিস থেকে ফেরার সময় দুটো স্টপেজ আগে নেমে যান। হেঁটে বাড়ি ফিরুন। উপকার পাবেন।
• খুব বেশি কায়িক পরিশ্রমে দেহে পটাশিয়ামের মাত্রা কমে ও পেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনকী র‌্যাবডোমায়োলিসিস নামে একটি সমস্যা দেখা দিতে পারে। এর ফলে কিডনির ক্ষতি হয়। এক্ষেত্রে বেশি কায়িক পরিশ্রম করলে কাজের ফাঁকে ওআরএসের জল খাওয়া জরুরি।
• অনেক রেস্তরাঁতেই খাবারকে আকর্ষণীয় করতে রং ব্যবহার করা হয়। খরচ কমাতে বহু জায়গায় শিল্পে ব্যবহৃত রং খাবারে দেওয়া হয়। যা শরীর ও কিডনির জন্য মারাত্মক। 
• একই কথা প্রযোজ্য ফল-সব্জির ক্ষেত্রেও। বাজারে বহু সব্জি ও ফলকে টাটকা দেখানোর জন্য রং, রাসায়নিক ব্যবহার করা হয়। সেসব রাসায়নিক কিডনির ক্ষতি করার ক্ষমতা রাখে। তাই সব্জির রং দেখে বিভ্রান্ত হবেন না। 
• কিডনিতে পাথর হওয়ার সমস্যাও এখন নতুন নয়। এর একটা কারণ জল কম খাওয়া। কম জল খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। আমাদের শরীরের প্রতি কেজি ওজন হিসেবে ৫০ মিলিলিটার জল খাওয়া দরকার। সহজভাবে বললে, একজন সুস্থ-সবল মানুষের রোজ অন্তত দুই থেকে আড়াই লিটার জল খাওয়া প্রয়োজন। 
• আমাদের দেশে বহু পেনকিলার, অ্যান্টিবায়োটিক ওষুধের দোকান থেকে প্রেশক্রিপশন ছাড়া সহজেই কিনতে পাওয়া যায়। সেগুলি কার্যত মুড়ি-মুড়কির মতো কিনে খাওয়া মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধগুলি খেলে কিডনির মারাত্মক ক্ষতি করে। যদি একটানা এগুলো কেউ কিনে খান, তাহলে তাঁর কিডনি বিকল হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাবেন না।
• বয়স্কদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যাও কিডনির অসুখ ডেকে আনতে পারে। কিন্তু এই সমস্যাকে এড়িয়ে গেলে তা ক্রমশ কিডনির উপর প্রভাব ফেলে।  আগে এই সমস্যায় অস্ত্রোপচার জরুরি হলেও এখন ওষুধের সাহায্যেই প্রস্টেটের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়। তাই এই সমস্যা ফেলে রাখা উচিত নয়।
• ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যাও খুব বেশি। ডায়াবেটিস হলে প্রথম দু'বছর তা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। কিন্তু অনেকেই সেই বিষয়টি জেনে-বুঝেও এড়িয়ে যান। অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন। এতে কিডনি-সহ অন্যান্য অঙ্গ বিকল হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। তাই প্রথম থেকেই নিয়ন্ত্রণ জরুরি। একইভাবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও নিয়মিত ওষুধ খেতে হবে। 
• বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া তাদের চরিত্র বদলে ফেলেছে। আর সেগুলি মানবশরীরে নিত্যনতুন সমস্যা তৈরি করছে। কিডনিও সেই প্রভাব থেকে মুক্ত নয়। তাই জনবহুল এলাকায় যতটা সম্ভব মাস্ক ব্যবহার করুন।
লিখেছেন শুভজিৎ অধিকারী
30th  January, 2025
ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের জন্মদিন

সম্প্রতি ১৪৫ বছরে পদার্পণ করল রাজ্য সরকারের অধীনস্থ মানিকতলার ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কলেজটি এশিয়ারও সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। এই উপলক্ষ্যে এখানে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি নানা কর্মসূচি নেওয়া হয়।
বিশদ

20th  February, 2025
অভিষেকের সেবাশ্রয়: সুস্থ জটিল রোগীরাও

মাস তিনেক আগে মেরুদণ্ডে টিউমার নিয়ে মেটিয়াবুরুজের সেবাশ্রয় ক্যাম্পে আসেন শেখ হাসিবুল। তাঁর শারীরিক অবস্থা এতটাই জটিল ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। প্রয়োজন ছিল অস্ত্রোপচারের। কিন্তু সেবাশ্রয়ের ক্যাম্পে সেই জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে।
বিশদ

20th  February, 2025
ছোটদের কোষ্ঠকাঠিন্য সারান

শিশু যদি সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করে তাহলে বুঝতে হবে সে কনস্টিপেশনের সমস্যায় আক্রান্ত। এছাড়া মল খুব শুষ্ক এবং শক্ত হলে, সহজে বেরতে না চাইলে, বৃহত্ আকারের মল যা কোমোডে একবার ফ্ল্যাশে পরিষ্কার হচ্ছে না এমন হলেও বুঝতে হবে বাচ্চা কনস্টিপেশনে আক্রান্ত।
বিশদ

20th  February, 2025
কনস্টিপেশন থেকে মুক্তিলাভ কীভাবে?

সপ্তাহে তিনবারের কম স্টুল হলে তখন তাকে কনস্টিপেশন বলা যায়। তবে ভারতীয়দের ডায়েটে শাকসব্জির মাত্রা বেশি থাকে। তাই ভারতীয়দের ক্ষেত্রে সপ্তাহে চারবারের কম স্টুল হচ্ছে কি না তা দেখা দরকার। এছাড়া ‘ব্রিস্টল স্টুল’ মাপদণ্ড অনুসারে বোঝা যেতে পারে কোনও ব্যক্তি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত কি না।
বিশদ

20th  February, 2025
এক ঝলকে

সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)-এর তরফে মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হল ৮০ তম অ্যাপিকন ২০২৫।
বিশদ

13th  February, 2025
আগরপাড়ায় আয়ুষ মেলা

আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন তথা উষুমপুর খেলার মাঠে সদ্য অনুষ্ঠিত হল আয়ুষ মেলা। গত ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত চলে এই মেলা। এখানে আয়ুষের সবক’টি বিভাগ— যেমন আয়ুর্বেদ, ইউনানি, যোগ ও ন্যাচেরোপ্যাথি, সিদ্ধা ও হোমিওপ্যাথি সংক্রান্ত নানাবিধ শিবির আয়োজিত হয়।
বিশদ

13th  February, 2025
অঙ্গহানির পর পুনর্গঠন, নয়া দিগন্ত চিকিৎসায়

হাড়ের রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করতে হলে দরকার হয় অস্ত্রোপচারের। যা একজন উচ্চ দক্ষতাসম্পন্ন অর্থোপেডিক সার্জনই করতে পারেন। এখন তো এই অর্থোপেডিক সার্জারি নামটাই ধীরে ধীরে উঠে যাচ্ছে। তার বদলে বলা হচ্ছে অ্যাডাল্ট (বড়দের ক্ষেত্রে) রিকনস্ট্রাকটিভ সার্জারি আর ছোটদের পেডিয়াট্রিক রিকনস্ট্রাকটিভ সার্জারি।
বিশদ

13th  February, 2025
ঘুরে ঘুরে জ্বর আসা, বড় বিপদের লক্ষণ নয় তো?

শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সেভাবে দেখলে শরীরের কোনও নির্দিষ্ট স্বাভাবিক তাপমাত্রা হয় না। বিভিন্ন ক্ষেত্রে তা বদলে যেতে পারে। সাধারণত দিনে ৯৮.৯ এবং রাতে ৯৯.৯ ডিগ্ৰি ফারেনহাইটের বেশি তাপমাত্রা থাকলে তাকে জ্বর বলা হয়। তবে সন্ধেবেলা শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্ৰির উপরে থাকলে সেটা জ্বর নয়। এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই।
বিশদ

06th  February, 2025
চশমা না   ল্যাসিক   সার্জারি—   কোনটা   ভালো?

চশমার কাজ কী?  চশমার দরকার পড়ে কেন? আমাদের চোখ একটা ক্যামেরার মতো। আলোকরশ্মি লেন্স ও কর্নিয়ার মধ্যে দিয়ে রেটিনার উপর ফোকাস করে।
বিশদ

06th  February, 2025
ক্যান্সারজয়ীদের নাট্য কর্মশালা, উদ্যোগে মেডিকা

ক্যান্সারজয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উদ্‌যাপন করল মণিপাল গ্ৰুপের মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা চন্দন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা, সিনিয়র কনসালটেন্ট ও অধ্যাপক ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায়, মেডিকা হাসপাতলের অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত, অঙ্কোলজি ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডাঃ অভয় কুমার, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাঃ অরুণাভ রায় প্রমুখ।
বিশদ

06th  February, 2025
ডিসানে মিউজিক থেরাপি

বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার চিকিৎসায় মিউজিক থেরাপির সূচনা করে ডিসান হাসপাতাল। কণ্ঠশিল্পী স্বপ্না দে-র নেতৃত্বে ‘ভোরের পাখি’ গোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে এই থেরাপির সূচনা হয়। 
বিশদ

06th  February, 2025
ডেটা ব্যাঙ্ক তৈরিতে জোর   অ্যাপোলো ক্যান্সার সেন্টারের

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে এক প্রচারাভিযানের আয়োজন করল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টারগুলি। সহযোগিতায় ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এবং ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন।
বিশদ

06th  February, 2025
ধৈর্য বাড়াবেন কীভাবে?

‘ধৈর্য’ জন্মগত দক্ষতা নয়। জীবনের পথে চলতে চলতে ধীরে ধীরে অর্জন করতে হয়। এই ধৈর্য বাড়িয়ে তোলারও নানা পদ্ধতি রয়েছে। শিশুবয়স থেকে ধৈর্যের অনুশীলন শুরু করলে, তা-ই পরে বড় চারিত্রিক গুণ হয়ে দাঁড়ায়। বিদেশে নানা খেলার মাধ্যমে ছোটদের ধৈর্য পদ্ধতিগতভাবে বাড়ানো হয়। 
​​​​​​ বিশদ

30th  January, 2025
আরএন টেগোরে কোন বিম সিটি ক্যাথ ল্যাব

মুকুন্দপুর নারায়ণা আরএন টেগোর হাসপাতালে শুরু হল ডুয়াল ইন্টারভেনশনাল রেডিওলজি ক্যাথেটেরাইজেশন ল্যাবরেটরি। নতুন এই ক্যাথল্যাবে থাকবে কোন বিম সিটি ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব সিস্টেম। রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম হওয়ার পাশাপাশি রোগের চিকিত্‍সার ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা।
বিশদ

30th  January, 2025
একনজরে
চিটফান্ড সংক্রান্ত ক্ষতিপূরণ কমিটি নিয়ে প্রশ্নের উত্তর দিতে নির্দেশ মতো বৃস্পতিবার হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগে অভিযোগ ওঠে বিভন্ন চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য হাইকোর্ট যে কমিটিগুলি গঠন করে দিয়েছে সেই কমিটিগুলিকে রাজ্য সরকার সাহায্য করছে না। ...

হোসে মোলিনাকে স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরলেন মনবীর সিং। বৃহস্পতিবার দলের সঙ্গে সিচুয়েশন মুভমেন্টেও বেশ চাঙ্গা দেখাল তাঁকে। আসলে কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পান মনবীর। ...

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আলু রাখার জন্য হিমঘরে ৩০ শতাংশ জায়গার ব্যবস্থা করেছে রাজ্য। বৃহস্পতিবার হুগলির জেলাশাসক মুক্তা আর্য এব্যাপারে সর্ব শিক্ষা মিশনের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক করেন। ...

এক বধূকে ধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যুবক। ধৃতের নাম বিপুল বর্মন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানান, ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ভাষা দিবস
১৮৪৮- কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো
১৮৭৮- ঋষি অরবিন্দের শিষ্যা মিরা আলফাসা ওরফে ভারতের পুদুচেরী অরবিন্দ আশ্রমের শ্রীমার জন্ম
১৮৯৪- ডাঃ শান্তিস্বরূপ ভাটনগরের জন্ম
১৯৩৭- অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৫২- পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ভাষা আন্দোলনে প্রাণ দিলেন চারজন
১৯৬১- নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৭০- অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্লেটারের জন্ম
১৯৯১- অভিনেত্রী নূতনের মৃত্যু
১৯৯৩- বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগীর (যিনি স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত) মৃত্যু
২০০০- বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়
২০১৩- হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু
২০২২ – বিশিষ্ট গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী ১৪/৩৫ দিবা ১১/৫০। অনুরাধা নক্ষত্র ২৪/২৫ দিবা ৩/৫৪। সূর্যোদয় ৬/৮/২০, সূর্যাস্ত ৫/৩২/২৮। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ ৮/২৪ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৪/১ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে ৪/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ৪/২৬ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৯ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৫ মধ্যে।
৮ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী দিবা ৮/২৮। অনুরাধা নক্ষত্র দিবা ১/০। সূর্যোদয় ৬/১১, সূর্যাস্ত ৫/৩১। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/১৬ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে ও ৪/৫ গতে ৫/৩১ মধ্যে এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৫ মধ্যে ও ৩/২৮ গতে ৪/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৩ মধ্যে ও ৪/১৭ গতে ৬/১০ মধ্যে। বারবেলা ৯/১ গতে ১১/৫১ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৬ মধ্যে। 
 
২২ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ডব্লুপিএল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী মুম্বই

01:20:38 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

12:11:00 AM

ফের হাওড়ার প্রকাশ্য রাস্তায় চলল গুলি, এলাকায় স্থানীয় প্রোমোটারকে  লক্ষ্য করে তাঁর বাড়ির সামনেই গুলি চালায় দুই দুষ্কৃতী

11:59:00 PM

মাদারিহাটে শিলাবৃষ্টি
প্রায় ২০ মিনিটের ঝড়-সহ শিলাবৃষ্টির সাক্ষী থাকল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ...বিশদ

11:17:30 PM

বীরভূমে কাঁকরতলা থানা এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার উপর হামলা, জখম, ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

10:42:00 PM

মহম্মদবাজার থানার ওসি বদল
শুক্রবার রাতে মহম্মদবাজার থানার ওসির দায়িত্ব থেকে সরানো হল অরূপকুমার ...বিশদ

10:21:00 PM