বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
১. রাশিয়ার দাবি, ক্যান্সারের টিকা আবিষ্কার
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকা রেডিওলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের ডিরেক্টর জেনারেল আন্দ্রে কাপরিন বলেছেন, ক্যান্সাররোধী এমআরএনএ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে রোগীদের। ২০২৫-এর গোড়াতেই শুরু টিকাকরণ।
২. স্বাস্থ্যক্ষেত্রে এআই
স্বাস্থ্যক্ষেত্রে বিপুল পরিবর্তন আনছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এআই-এর ব্যবহার অনেক বেড়েছে। ক্যান্সার, জিনগত পরীক্ষা-সহ একাধিক ক্ষেত্রে নির্ভরতা বাড়ছে এর উপর।
৩. কর্মবিরতিতে ভোগান্তি
আর জি করের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকদের দীর্ঘদিন কর্মবিরতি চলে। এর জেরে শুরু হয় রোগী ভোগান্তি।
৪. চিকিৎসা বিজ্ঞানে নোবেল
এ বছর চিকিৎসাক্ষেত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ ও গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ-র উদ্ভাবন ও জিন নিয়ন্ত্রণে গবেষণায় উল্লেখযোগ্য অবদান এনে দিল এই সম্মান।
৫. জয়তু জয়ন্ত
সরকার পোষিত বিশ্বের বৃহত্তম বায়োমেডিক্যাল গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ)-এর পরবর্তী ডিরেক্টর পদে মনোনীত বঙ্গসন্তান জয়ন্ত ভট্টাচার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বেছে নিয়েছেন।
৬. এমপক্স উদ্বেগ
এমপক্স-এর নতুন ভেরিয়েন্ট ক্লে়ড ১বি ছড়িয়ে পড়ে ভারতেও। সেপ্টেম্বরে কেরলে এক রোগী আক্রান্ত হন। এমপক্সের এই ভেরিয়েন্ট নিয়ে এবছরই উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
৭. রোবটের সাহায্যে সার্জারি
রোবটের মাধ্যমে কার্ডিয়াক সার্জারিও করা হচ্ছে ভারতে। দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবট দিয়ে চলছে এই অপারেশন। বিশেষ এই যন্ত্রের নাম ‘এসএসআই মন্ত্র’। বিদেশেও যাচ্ছে এই ‘মেড ইন ইন্ডিয়া’ রোবট।
৮. ওষুধ বাতিল
অবৈজ্ঞানিক কম্বিনেশনের কারণে ১৫৬টি কম্বিনেশনের ওষুধকে সম্পূর্ণ নিষিদ্ধ করে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের আওতাধীন ঔষধ দপ্তর। নানা ট্যাবলেট, সিরাপ ও ইনজেকশন রয়েছে এই বাতিলের তালিকায়।
৯. কার টি সেল
ক্যান্সার নিরাময়ে আধুনিকতম ‘কার টি সেল থেরাপি’ ভারতে প্রথমবার মুম্বইয়ে প্রয়োগ হল। এই চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব বলেই দাবি চিকিৎসকদের।
এতে অস্ত্রোপচারের খরচও অনেকটা কমে।
১০. লিঙ্গভেদে পৃথক ওষুধ
একই রোগে নারী ও পুরুষের জন্য প্রয়োজন পৃথক ওষুধ। কল্যাণীতে জিনচর্চার গবেষণাকেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স-এ গবেষণারত চার বাঙালির দাবি এমনটাই। তাঁদের মতে, নারী ও পুরুষের চিকিৎসা ও ওষুধ এক হতে পারে না।