বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
চিকিত্সকরা জানান, ২০ বছর ধরে ধূমপান করছেন এবং বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে—এমন ব্যক্তির উচিত একবার লো ডোজ সিটি স্ক্যান স্ক্রিনিং করা। তাতে ফুসফুসে কোনও ছোটখাট নডিউল থাকলে বা অস্বাভাবিক পরিবর্তন হলে ধরা পড়ে যাবে। এরপর চিকিত্সক প্রয়োজন বুঝে পরবর্তী চিকিত্সা পদ্ধতি শুরু করবেন। সাধারণভাবে বলা যায়, ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে একটানা কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া, দ্রুত ওজন কমা, খিদে কমে যাওয়া ইত্যাদি। তবে এই ধরনের লক্ষণ যখন দেখা দেয়, তখন অনেকটাই দেরি হয়ে যায়। তাই আগাম রোগনির্ণায়ক পরীক্ষা করালে রোগীর আয়ুষ্কাল অনেকাংশেই বৃদ্ধি করা সম্ভব।