Bartaman Patrika
হ য ব র ল
 

বনের রাজা

সোমজা দাস: মধু ওঁরাওয়ের একটা হাতি আছে। যেমন তেমন হাতি নয়। কালাপাহাড়ের মতো বিশাল তার চেহারা, লম্বা দুটো দাঁত। কানদুটো ধামার মতো। মধু তার নাম দিয়েছে মুংলি।         
মুংলি যখন ছোট্টটি ছিল, মধুও তখন হামা টানে। দু’টি সমবয়সি প্রাণীর মধ্যে সখ্য গড়ে উঠতে সময় লাগেনি। জঙ্গলে যারা থাকে, পশুপাখিদের সঙ্গে পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে পরশির মতো বাস করে। কিন্তু যারা বাইরে থেকে লুকিয়ে ঢোকে, বনের প্রতি তাঁদের কোনও মায়া নেই। নির্দয়ের মতো গাছ কাটে, নির্বিচারে পশুপাখি মারে। এদের অত্যাচারে বন ছোট হয়ে যাচ্ছে আজকাল। নদীর পাড় ভাঙছে। ভেসে যাচ্ছে কত গ্রাম। মধুর ভয় হয়, কোনওদিন হয়তো তাদের এই ছোট্ট গ্রামটাও আর থাকবে না।          
জঙ্গলের ধার ঘেঁষে মধুদের গ্রাম। এখানকার মানুষেরা জঙ্গলের উপরে নির্ভর করেই বেঁচে থাকে। কেউ মাছ ধরে, কেউ মৌচাক ভাঙে। কাঠ কুড়োয়। ঝোপঝাড় হাতড়ে খুঁজে আনে শাকপাতা, ফলপাকুড়, জ্বালানি।    
মধুর মা নেই। বাবা শহরে কাজ করে। মধু থাকে তার বুড়ি ঠাকুরমার সঙ্গে। ঠাকুরমাও ইদানীং খুনখুনে বুড়ি হয়ে পড়েছে। তার উপরে চোখেও দেখে না ভালো। সংসারের সব কাজ মধুকেই করতে হয়। সকালে কাজ সেরে ইশকুলে যায় সে। বাড়ি ফিরে রাঁধেবাড়ে। নিজে খায়, ঠাকুরমাকে খাওয়ায়।        
তারপরেও পড়ে থাকে সারাটা দুপুর। সেই সময়টা মুংলির সঙ্গে খেলে বেড়ায় সে। মুংলি এখন তো আর ছোটটি নেই। শুঁড়ে করে জড়িয়ে মধুকে নিজের পিঠে বসিয়ে নেয়। মধুও হাতে একখানা গাছের ডাল নিয়ে বীরদর্পে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলে। তখন নিজেকে বনের রাজা বলে মনে হয় তার।     
।। দুই ।।
সেদিনটাও ছিল অন্যান্য দিনের মতো একটা সাধারণ দিন। মুংলির পিঠে চড়ে বেড়াতে বেড়াতে গভীর জঙ্গলে চলে এসেছিল মধু। এমন সময় চোখে পড়ল, নদীর ধারে বেলগাছে ফলে আছে ঝাঁকে ঝাঁকে পাকা বেল।   
দেখেই ভারী লোভ হল মধুর। মুংলিকে বুঝিয়ে বলতেই সেই গিয়ে দাঁড়াল বেলগাছের ঠিক নীচে। ওর পিঠে দাঁড়িয়ে বেল পাড়তে শুরু করল মধু। পাকা বেল, যেমন মিষ্টি গন্ধ, তেমনি তার স্বাদ। দু’জনে মিলে যত পারল বেল খেল। তাতে পেট ভরল বটে, কিন্তু মন ভরে কই! ইশ, আরও কিছু বেল যদি নিয়ে যাওয়া যেত সঙ্গে, কী ভালোই না হতো! বেলের শরবত ভারী ভালোবাসে ঠাকুরমা। 
ভাবতে ভাবতেই বুদ্ধি খেলে গেল মধুর মাথায়। চট করে পরনের জামাটা খুলে ফেলল। পুটুলি বানিয়ে তাতে ভরে ফেলল অ্যাত্ত অ্যাত্ত বেল। তারপর সেটা আড়াআড়ি করে বেঁধে নিল পিঠে।      
বেলা পড়ে এসেছে। বনের বিশাল বিশাল গাছের ঝাঁকড়া মাথা আকাশ ঢেকে রাখে। তাই এখানে সন্ধে নামে তাড়াতাড়ি। সূর্য পশ্চিমে ঢলতে শুরু করলে আশপাশের গ্রামের মানুষজন বাড়ি ফিরে যায়। অন্ধকার অরণ্য নিরাপদ নয়।        
অন্যদিন অনেক আগেই ফিরে যায় মধুও। কিন্তু আজ বেল পাড়ার আনন্দে সময়ের খেয়াল ছিল না। এখন চারদিকে তাকিয়ে বুঝল, বড্ড দেরি হয়ে গিয়েছে। তার উপর এসেও পড়েছে অনেকটা গভীর বনে। সূর্যাস্তের আগে ফিরতে হবে। মুংলিকে তাড়া দিল সে। দু’জনে ফিরতি পথ ধরল।   
সামান্যই এগিয়েছে, হঠাৎ থমকে 
দাঁড়াল মুংলি।  
‘কী হল রে?’ জিজ্ঞাসা করল মধু। খেয়াল করল, মুংলির কান খাড়া। অর্থাৎ সে কোনও শব্দ শুনতে পেয়েছে। কান পাতল মধুও। একটানা একটা চাপা ঘর্ঘর শব্দ কানে এল। এই শব্দ মধুর অচেনা নয়। শুধু সে কেন, জঙ্গলে যারা থাকে, সকলেই চেনে এই শব্দকে। গাছ কাটার কলের করাত।          
মধুর চোয়াল শক্ত হল, শিরদাঁড়া হল টানটান। জঙ্গলে কাঠচোররা ঢুকেছে। ফিসফিস করে বলল সে, ‘চল মুংলি।’ 
।। তিন ।।
মুংলি বুঝি তার নির্দেশের অপেক্ষাতেই ছিল। নিঃশব্দে পা ফেলে এগিয়ে চলল। গভীর বন দিনের বেলাতেও অন্ধকার। কিছু দূর এগতেই চোখে পড়ল দৃশ্যটা। বুড়ো বটের তলায় মারাংবুরুর থান রয়েছে। খুব জাগ্রত দেবতা। পূর্ণিমা তিথিতে আশপাশের গ্রামের লোকেরা এখানে পুজো দেয়। অন্য সময়ে তেমন কেউ আসে না এদিকটায়। সেই সুযোগেই বেশ খানিকটা জায়গা লেপে-পুছে সাফ করা হয়েছে। তাঁবুও পড়েছে একটা। গাছ কাটার বড় যন্ত্র এসেছে। এক পাশে ডাঁই হয়ে পড়ে আছে শাল, সেগুন, শিশু গাছের বিশাল বিশাল কাণ্ড। একটা ট্রাক দাঁড় করানো 
কিছুটা দূরে।         
সব দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মধু। গত ক’মাস ধরেই রাতারাতি জায়গায় জায়গায় জঙ্গল সাফ হয়ে যাচ্ছিল। সরকার থেকে গ্রামে গ্রামে ঘোষণা করে গিয়েছে, কোনও খবর পেলে ফরেস্ট অফিসে জানাতে। কিন্তু এই মুহূর্তে যেটা চিন্তার, সেটা হল কাঠচোররা দেবতার থান বুড়ো বটগাছটাকেই কাটছে।   
‘মুংলি!’ মৃদুস্বরে বলল মধু।   
মুংলি নিঃশব্দে মাথা নাড়ল। 
‘এদের আটকাতে হবে।’    
মনে মনে হিসেব করল মধু। ফরেস্ট অফিসে গিয়ে খবর দিতে গেলে তার আগেই দেবতার গাছ কাটা পড়বে। যা করার তাদেরই করতে হবে। সতর্কভাবে চারদিকে তকিয়ে দেখল সে। দুটো লোক গাছ কাটছে। ভেতরে আরও 
লোক থাকলেও থাকতে পারে। সেটুকু ঝুঁকি নিতেই হবে।         
ঝোলা থেকে একটা বেল বের করল মধু। মুংলির দিকে বাড়িয়ে দিল সেটা। মুংলির বয়স কম হলে কী হবে ভারী বুদ্ধিমান সে। কী করতে হবে বুঝে নিল। শুঁড় বাড়িয়ে বেলটা নিয়ে ছুড়ে দিল লোক দুটোর মধ্যে একজনের মাথা লক্ষ্য করে। আচমকা আঘাত পেয়ে লোকটা মাথা ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কান্নার শব্দে তাঁবুর ভেতর থেকে আরও দু’জন বেরিয়ে এল। সতর্কভাবে দেখতে লাগল এদিক-ওদিকে। সঙ্গে সঙ্গে আরও একটা বেল। তারপর আরও একটা। আরও একটা। লোকগুলো লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, ভয়ে কান্নাকাটি জুড়েছে।        
মধু সাবধান হল। বেল ফুরিয়ে আসছে। খুব দ্রুত ভেবে নিল পরবর্তী কর্তব্য। মুংলির কানের কাছে মুখ নিয়ে কিছু বলল। হাত বুলিয়ে দিল তার মাথায়। মুংলি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর শুঁড়টাকে শূন্যে তুলে অদ্ভুত সুরে ডেকে উঠল। একবার, দু’বার, তিনবার। লোকগুলো এতক্ষণে দেখতে পেয়েছে তাদের। ভয়ের জায়গায় মুখের রেখায় ফুটে উঠেছে হিংস্রভাব। একজন ঢুকে গেল তাঁবুর ভেতরে। পরক্ষণে বেরিয়ে এল। হাতে ধরা কালো কুচকুচে অস্ত্রটাকে চেনে মধু। সিনেমায় দেখেছে। শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে গেল তার।    
মুংলি আবারও ডেকে উঠল, আগেরবারের চেয়েও উচ্চস্বরে। তারপর হঠাৎই মধুর নির্দেশের পরোয়া না করে বীরবিক্রমে ছুটে গেল লোকগুলোর দিকে।   
‘মুংলি, মুংলি... সাবধান,’ চেঁচিয়ে উঠল মধু। কিন্তু মুংলির কানে কোনও কথাই যেন ঢুকছে না। এগিয়ে গিয়ে শুঁড় দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল সামনের লোকটাকে। অন্য লোকটা পিস্তল তাক করে আছে, কিন্তু হাত কাঁপছে তার, স্পষ্ট দেখতে পাচ্ছে মধু। মুংলি এবার ঘুরল ওর দিকে।   
দুম!  
প্রচণ্ড শব্দে কেঁপে উঠল বনভূমি। পাখিরা ওড়াউড়ি শুরু করেছে কলকল শব্দে। মধু চিৎকার করে উঠল, ‘মুংলি!’ 
গুলি মুংলির শরীর ছুঁয়ে গেছে। ঘাড়ের কাছ থেকে গলগলিয়ে রক্ত বেরচ্ছে। প্রচণ্ড রাগে লোকটাকে শুঁড় দিয়ে তুলে মাটিতে আছড়ে ফেলল মুংলি। প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড হুঙ্কারের শব্দে চমকে উঠল মধু। খুব কাছেই অনেক হাতি একসঙ্গে ডাকছে। মধুর মুখে হাসি ফুটল। মুংলির ডাকে কাজ হয়েছে। হাতির দল ঝোপজঙ্গল ভেঙে ছুটে আসছে এদিকেই। দেখতে দেখতে প্রায় ডজনখানেকেরও বেশি হাতি ঘিরে ফেলল জায়গাটা। লোকগুলো ভয়ে মাটির উপর বসে পড়েছে। দু’হাত জোড় করে কাঁপছে থরথর করে।   
‘চল মুংলি, আমাদের যেতে হবে।’   
।। চার ।।
চল্লিশ মিনিটের মধ্যে ফরেস্ট অফিসারদের গাড়ি এসে পৌঁছল মারাংবুরুর থানের কাছে। মধুর মুখে খবর পেয়ে ভিড় জমিয়েছে গ্রামের মানুষও। তারা দেখল এক অদ্ভুত দৃশ্য। চারজন কাঠচোর মাটির উপর থেবড়ে শুয়ে-বসে গোঙাচ্ছে। তাদের ঘিরে রেখেছে হাতির দল। কাঠচোরদের হাতকড়া পরাতে বেগ পেতে হল না। মুংলিকেও ওরা নিয়ে চলল পশু হাসপাতালে। ওর চিকিৎসা দরকার।         
মধু গিয়ে জড়িয়ে ধরল মুংলির গলা। দু’চোখে জল তার। মুংলিও শুঁড় বাড়িয়ে আদর করল মধুকে। গ্রামবাসীরাও সকলে খুব খুশি। তারা মধুকে কাঁধে তুলে নিয়েছে। মধু যেন আজ সত্যিই বনের রাজা হয়েছে। যেতে যেতে ফিরে তাকাল সে মারাংবুরুর থানের দিকে। মনে হল, দেবতার চোখ দুটোও যেন হাসছে তারই দিকে তাকিয়ে।
02nd  February, 2025
সহায় বৃহস্পতি!

ধূমকেতু, উল্কার আঘাত থেকে পৃথিবীকে অনেকটাই রক্ষা করে বৃহস্পতি। কীভাবে  আমাদের রক্ষা করে এই গ্রহ জানালেন স্বরূপ কুলভী
বিশদ

16th  February, 2025
বিচারের কাঠগড়ায় গ্যালিলিও

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা সব কিছু যুক্তি দিয়ে বুঝতে চান। নতুন কিছু জানার ইচ্ছা তাঁদের মধ্যে প্রবল থাকে। এই ধরনের বিপজ্জনক অনুসন্ধিৎসার জন্য অনেককে মূল্যও দিতে হয়েছে। এমনই এক ব্যক্তিত্ব ইতালির বিজ্ঞানী-দার্শনিক গ্যালিলিও গ্যালিলেই।
বিশদ

16th  February, 2025
দেশের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা

আগামী শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইংরেজ আমলে বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে রবীন্দ্রনাথ ও উপেন্দ্রকিশোরের পরিবার কীভাবে এগিয়ে এসেছিলেন লিখলেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়।
বিশদ

16th  February, 2025
রঙিন ঝাঁঝরি

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

09th  February, 2025
টাকার মিউজিয়ামে ঢুঁ

কিছু কিনতে গেলেই লাগে টাকা। ভারতের টাকার ইতিহাস আর বিভিন্ন দেশের মুদ্রা সম্বন্ধে জানতে হলে যাওয়াই যায় 
কলকাতার আরবিআই মিউজিয়ামে। অভিনব এই সংগ্রহশালা ঘুরে এসে লিখলেন চকিতা চট্টোপাধ্যায়।
বিশদ

09th  February, 2025
বাগধারার রহস্য

বাংলা ভাষায় রয়েছে অসংখ্য বাগধারা বা প্রবাদ প্রবচন। আভিধানিক অর্থ নয়, বিশেষ অর্থে এগুলি ব্যবহার করা হয়। কীভাবে এল এই বাগধারাগুলি? তারই কারণ খোঁজা হল।
বিশদ

09th  February, 2025
ঠাকুরবাড়ির সরস্বতী পুজো

আমাদের বাড়ির বাগানে একটা লটকানো গাছ ছিল। আমরা তার ফল কুড়িয়ে এনে শুকিয়ে রাখতুম। সরস্বতীপুজোর সময় কাপড় রং-করা হতো। শিউলি ফুলের বোঁটা শুকিয়েও সুন্দর বাসন্তী রং হতো।
বিশদ

02nd  February, 2025
প্রাণীজগতের কুম্ভকর্ণ

কী কুম্ভকর্ণ রে বাবা! ঘুমকাতুরেদের এমন ঠাট্টা মাঝেমধ্যেই সহ্য করতে হয়। রামায়ণের চরিত্র কুম্ভকর্ণ নাকি টানা ছ’মাস ঘুমোতেন। আর তারপর এক মাস জেগে থেকে ফের নিদ্রা। লঙ্কাধিপতি রাবণের ভাইয়ের এই কাহিনি তো সবারই জানা। প্রাণীকুলেও এমন অনেকেই রয়েছে, যারা কুম্ভকর্ণকে কিছুটা লড়াইয়ে ফেলে দিতে পারে।
বিশদ

02nd  February, 2025
মুক্তির মন্দির সোপানতলে...

আজ সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালে আজকের দিনেই কার্যকর করা হয়েছিল স্বাধীন ভারতের সংবিধান। দেশ স্বাধীন করতে আত্মবলিদান দিয়েছিলেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। তাঁদের স্মরণ করল যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা।
বিশদ

26th  January, 2025
আমাজন নদীতে    কোনও সেতু নেই কেন? 

ইংল্যান্ডের টেমস নদীর উপর রয়েছে একটি বিখ্যাত সেতু। ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঘুমন্ত লন্ডন শহরকে দেখতেন সেই ব্রিজের উপর থেকে।
বিশদ

26th  January, 2025
বার্ষিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই শিশুর মধ্যে নিজের সংস্কৃতি সম্বন্ধে ধারণা জন্মায়। দিল্লি পাবলিক স্কুল (জোকা) সাউথ কলকাতাও ঠিক এই লক্ষ্য নিয়েই সারা বছর নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
বিশদ

26th  January, 2025
ওয়াল প্লেট

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

26th  January, 2025
প্রতিকণা উল্টো পথের পথিক
স্বরূপ কুলভী

আমাদের মহাবিশ্বে নানা ধরনের পদার্থ রয়েছে। এর বাইরেও এমন কিছু রয়েছে, যা চোখে দেখা যায় না। অথচ তার শক্তি এতটাই বেশি যে, সবকিছু পাল্টে দিতে পারে। ছোট্ট বন্ধুরা, ওই প্রবল শক্তি হল অ্যান্টি ম্যাটার বা প্রতি পদার্থ। একে প্রতি কণাও বলা যেতে পারে। বিশদ

19th  January, 2025
শীতের আনন্দ: কোচবিহার রামভোলা হাই স্কুল

ভারত স্বাধীন হতে তখনও কয়েক বছর বাকি। দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট কোচবিহার। জ্ঞানচর্চা, খেলাধুলোয় তখন কোচবিহারের নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই রকম একটা সময়ে ১৯৪১ সালে গুঞ্জবাড়িতে স্থাপিত হয় কোচবিহার রামভোলা হাই স্কুল। বিশদ

19th  January, 2025
একনজরে
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আলু রাখার জন্য হিমঘরে ৩০ শতাংশ জায়গার ব্যবস্থা করেছে রাজ্য। বৃহস্পতিবার হুগলির জেলাশাসক মুক্তা আর্য এব্যাপারে সর্ব শিক্ষা মিশনের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক করেন। ...

চিটফান্ড সংক্রান্ত ক্ষতিপূরণ কমিটি নিয়ে প্রশ্নের উত্তর দিতে নির্দেশ মতো বৃস্পতিবার হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগে অভিযোগ ওঠে বিভন্ন চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য হাইকোর্ট যে কমিটিগুলি গঠন করে দিয়েছে সেই কমিটিগুলিকে রাজ্য সরকার সাহায্য করছে না। ...

এক বধূকে ধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যুবক। ধৃতের নাম বিপুল বর্মন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানান, ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ...

হোসে মোলিনাকে স্বস্তি দিয়ে অনুশীলনে ফিরলেন মনবীর সিং। বৃহস্পতিবার দলের সঙ্গে সিচুয়েশন মুভমেন্টেও বেশ চাঙ্গা দেখাল তাঁকে। আসলে কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পান মনবীর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ভাষা দিবস
১৮৪৮- কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো
১৮৭৮- ঋষি অরবিন্দের শিষ্যা মিরা আলফাসা ওরফে ভারতের পুদুচেরী অরবিন্দ আশ্রমের শ্রীমার জন্ম
১৮৯৪- ডাঃ শান্তিস্বরূপ ভাটনগরের জন্ম
১৯৩৭- অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৫২- পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ভাষা আন্দোলনে প্রাণ দিলেন চারজন
১৯৬১- নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৭০- অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্লেটারের জন্ম
১৯৯১- অভিনেত্রী নূতনের মৃত্যু
১৯৯৩- বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগীর (যিনি স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত) মৃত্যু
২০০০- বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়
২০১৩- হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু
২০২২ – বিশিষ্ট গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী ১৪/৩৫ দিবা ১১/৫০। অনুরাধা নক্ষত্র ২৪/২৫ দিবা ৩/৫৪। সূর্যোদয় ৬/৮/২০, সূর্যাস্ত ৫/৩২/২৮। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ ৮/২৪ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৪/১ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে ৪/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ৪/২৬ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৯ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৫ মধ্যে।
৮ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী দিবা ৮/২৮। অনুরাধা নক্ষত্র দিবা ১/০। সূর্যোদয় ৬/১১, সূর্যাস্ত ৫/৩১। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/১৬ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে ও ৪/৫ গতে ৫/৩১ মধ্যে এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৫ মধ্যে ও ৩/২৮ গতে ৪/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৩ মধ্যে ও ৪/১৭ গতে ৬/১০ মধ্যে। বারবেলা ৯/১ গতে ১১/৫১ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৬ মধ্যে। 
 
২২ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ডব্লুপিএল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী মুম্বই

01:20:38 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

12:11:00 AM

ফের হাওড়ার প্রকাশ্য রাস্তায় চলল গুলি, এলাকায় স্থানীয় প্রোমোটারকে  লক্ষ্য করে তাঁর বাড়ির সামনেই গুলি চালায় দুই দুষ্কৃতী

11:59:00 PM

মাদারিহাটে শিলাবৃষ্টি
প্রায় ২০ মিনিটের ঝড়-সহ শিলাবৃষ্টির সাক্ষী থাকল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ...বিশদ

11:17:30 PM

বীরভূমে কাঁকরতলা থানা এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার উপর হামলা, জখম, ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

10:42:00 PM

মহম্মদবাজার থানার ওসি বদল
শুক্রবার রাতে মহম্মদবাজার থানার ওসির দায়িত্ব থেকে সরানো হল অরূপকুমার ...বিশদ

10:21:00 PM