কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
উপকরণ: মাঝারি মাপের খাঁচা ১টা, লতানো গাছ ১টা, মাটি আন্দাজ মতো, রং ইচ্ছে অনুযায়ী, তুলি ১টা, লতাগুল্ম চারা ১টা।
পদ্ধতি: প্রথমে একটা পরিষ্কার জায়গায় মাটি ফেলে তা কুপিয়ে প্রস্তুত করে নাও। মাটি তৈরি করার পর তাতে লতাগুল্মের চারা রোপণ কর। এই ফাঁকে খালি খাঁচাটি প্রস্তুত করে নাও। তাতে রং করে নাও তোমার পছন্দের রং দিয়ে। রং শুকিয়ে নাও। তারপর তা লতার উপর চাপা দিয়ে দাও। দেখবে, খাঁচা ঘিরে লতাটি কেমন বেড়ে উঠবে আপন ছন্দে। রোজ জল দিয়ে গাছের যত্ন নিতে ভুলো না কিন্তু। ক্রমশ খাঁচাটিকে ঢেকে দিয়ে তার গা বেয়ে বেড়ে উঠবে লতা গাছ। খাঁচাটি তখন সেই লতানে গাছের আশ্রয় হয়ে উঠবে। কেমন লাগল এই হাতের কাজটা? দেরি কর না, খাঁচার ভেতর গাছের চারা লাগিয়ে ফেল শিগগির।