Bartaman Patrika
গল্পের পাতা
 

গুপ্ত রাজধানী: সিরি ফোর্ট
সমৃদ্ধ দত্ত

সাবধানে পা ফেলতে হবে। দেখে তো মনে হচ্ছে মাটি। ঘাস। পাথর। অনায়াসে পা রেখে রেখে এগিয়ে চলা যায়। একটি ধ্বংসস্তূপ থেকে অন্য একটি ধ্বংস চিহ্নে যাওয়ার জন্য যে ব্যাসল্ট পাথরের অমসৃণ টুকরোয় সতর্কভাবে পা রাখতে হয়, সে সতর্কতা নিছক পিছলে পড়ে যাওয়ার জন্য? নাকি অন্য কিছু?  সাবধান। এত তাড়াহুড়ো নয়। ওই যেখানে পা রাখছি আমরা, সেটা নিছক এবড়ো খেবড়ো একটি পাথর ভূমিতে প্রোথিত রয়েছে, এমন নাও হতে পারে। ওই ঘাসের নীচে...ওই পাথরের নীচে...ওই মাটির নীচে...ওই নুড়িবিছানো পথের নীচে কিছু নেই তো! কী থাকবে? যদি খনন করা যায় বিস্তীর্ণ ৫ কিলোমিটার জুড়ে হারিয়ে যাওয়া এক দৈত্যাকার শহরের রাজধানী। কী পাওয়া যাবে? নিছক মাটির পরে মাটি? আরাবল্লী পাহাড়শ্রেণির পাদদেশ জুড়ে পাথরের সভ্যতা? অনেক খননের পর জল? তারপর পাতালসাম্রাজ্য? এসবই স্বাভাবিক। তাহলে এই স্থানের বৈশিষ্ট্য কী?
এই হল সিরি ফোর্ট। রাজধানী দিল্লির অভিজাত পাড়া। একদিকে পঞ্চশীল। অন্য প্রান্তে হৌস খাস। একদিকে অরবিন্দ মার্গ। আর অন্যদিকে খেল গাঁও মার্গ। খেল গাঁও কেন? কারণ, ১৯৮২ সালের এশিয়ান গেমসের আসর বসেছিল এখানেই। সেই থেকে এই এলাকার একটি অংশের নাম গেমস ভিলেজ এরিয়া। সিরি ফোর্ট মানে কি কোনও কেল্লা? ছিল। এখন ধ্বংসাবশেষ। প্রাচীন সেই দুর্গ-রাজধানীর প্রায় অবলুপ্ত প্রাচীনত্বের পাশেই গড়ে উঠেছে আধুনিকতম প্রেক্ষাগৃহ। সিরি ফোর্ট অডিটোরিয়াম। 
শীতের কুয়াশাঘেরা নির্জনতা। গ্রীষ্মের দহনকালের নীরবতায়। বসন্তের আগমনধ্বনির সুবাতাস যাপন। যে কোনও মরশুমে একাকী অথবা যুগল পদচারণার দৃশ্য দেখা যায় এই সিরি ফোর্টে। ৭০০ বছর পুরনো এই ধ্বংসপ্রাপ্ত নগরীর বাতাসে ৮ হাজারের বেশি অলীক দীর্ঘশ্বাস কি আজও নেই? কাদের দীর্ঘশ্বাস?
জালালউদ্দিন খিলজি তাঁর ভাইপো আলাউদ্দিনকে শুধুমাত্র যে নিজের অন্যতম সেনাপতি করেছেন তাই নয়। আগেই বিয়ে দিয়েছেন নিজের কন্যার সঙ্গে। অর্থাৎ এখন তিনি আলাউদ্দিনের কাকা এবং শ্বশুর দুইই। শ্বশুর সদয় হলেও শাশুড়ি নয়। আলাউদ্দিনের শাশুড়ি অর্থাৎ সুলতান জালালউদ্দিনের বেগম সাহিবা মোটেই পছন্দ করতেন না এই জামাইকে। কারণ সে স্বভাবতই খল, দুশ্চরিত্র, নিষ্ঠুর স্বভাবের ও স্বার্থান্বেষী। অবশ্য তিনিও স্বীকার করতেন, একমাত্র যে গুণ ও বৈশিষ্ট্য জামাইয়ের মধ্যে রয়েছে, সেটি অতুলনীয়। সেটি হল বীরত্ব। এরকম বীর যোদ্ধা আর নেই। সুলতান জালালউদ্দিনের সেনাবাহিনীতে একজন আলাউদ্দিন খিলজি থাকলেই যথেষ্ট।
শাশুড়ির এই স্বভাব নিজের পত্নীর মধ্যেই দেখতে পান আলাউদ্দিন। সুলতান জালালউদ্দিনের আদরের কন্যা মালিক-ই-জাহান। যখন আলাউদ্দিনের হাতে কোনও ক্ষমতাই নেই, সেই ১২৯০ সালেই জালালউদ্দিন তাঁর সঙ্গে মেয়ের বিবাহ দিয়েছিলেন। আর আলাউদ্দিন নিজেই জানেন যে, মালিকা-ই-জাহান তাঁর জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে। কারণ সলতনতে তাঁর যা কিছু উন্নতি ঘটেছে, সবই বিয়ের পর। 
কিন্তু হলেই বা কী? যা দম্ভ ও উন্নাসিকতা এই মালিকা-ই-জাহানের মধ্যে? তাঁর মায়ের মতোই সেও অত্যন্ত বলিষ্ঠ চরিত্রের। আমার পিতার জন্যই তোমার এই উন্নতি। সুতরাং আমার কথা মতোই চলতে হবে তোমাকে। এই ছিল মালিকা-ই-জাহানের মনোভাব। আলাউদ্দিনের কোনও ক্রোধ, অভিযোগ, ধমককে  গ্রাহ্যই করে না মালিকা। আলাউদ্দিন নিজেকে সরিয়ে নিলেন মানসিকভাবে। বিয়ে করলেন মাহরুকে। সে আবার বিপরীত। স্বামীর অনুগত ও নম্র। অন্যতম সেনাপতি আলপ খানের বোন। যতই চরিত্রগতভাবে উন্নাসিক ও অহংকারী হোক কোনও নারী, স্বামীকে ছিনিয়ে নিচ্ছে অন্য এক নিছক কোমল স্বভাবা কন্যা, এটা কে সহ্য করবে? অতএব জ্বলে উঠলেন মালিকা। 
একসঙ্গে বৈকালিক ভ্রমণের উদ্দেশে কেল্লার উদ্যানে মাহরুকে ডেকে নিলেন মালিকা। একথা সেকথার পর আচমকা আক্রমণ। কোমরে ছিল ছুরি। মাহরু আতঙ্কে পড়ে গেল। কণ্ঠ থেকে বেরিয়ে এল আর্তনাদ।  ছুটে এল প্রহরীরা। সর্বনাশ। আলাউদ্দিনের প্রিয়তমা ছোট বেগমকে হত্যার চেষ্টা করছে বড় বেগম?  প্রহরী আর দাসদাসীদের চরম ধর্মসঙ্কট। একদিকে আলাউদ্দিনের রোষ। অন্যদিকে স্বয়ং সুলতানের কন্যা হলেন বড় বেগম। সুতরাং তাঁর বিরুদ্ধে কোনও নালিশ তোলা মানেও তো প্রাণ যাবে! কিন্তু সংবাদ তো চাপা থাকবে না। কারণ মাহরু অচেতন। আহত।
ঘটনার কথা জানতে পেরে সর্বসমক্ষে মালিকা-ই-জাহানকে চড় মারলেন আলাউদ্দিন। গোটা কেল্লা স্তব্ধ। আলাউদ্দিন আর বিন্দুমাত্র অপেক্ষা করবেন না। তিনি বেরিয়ে পড়লেন রাজ্য থেকে রাজ্যে সাম্রাজ্য বিস্তারে। একমাত্র ক্ষমতা এবং আরও ক্ষমতাই দিতে পারে তাঁকে এমন শক্তি যে, একদিন এই সুলতান জালালউদ্দিন আর তাঁর দুর্বিনীত কন্যাকে শায়েস্তা করা যাবে। যত বেশি দেশীয় রাজ্য঩কে নিজের পদানত করবেন আলাউদ্দিন, তত বেশি শক্তিসঞ্চয় হবে। তারপর করবেন বিদ্রোহ। তাঁর এই শক্তিবৃদ্ধিতে সবথেকে বেশি চিন্তিত হলেন বেগম সাহিবা। আলাউদ্দিনের শাশুড়ি। তিনি বুঝতে পারছেন জামাইয়ের মনে কোনও এক পরিকল্পনা আছে। এভাবে নয়তো দিগ্বিজয়ে বেরনোর অর্থ কী? তিনি সুলতানকে বললেন, আলাউদ্দিনকে দিল্লিতে ফিরতে বলুন। আর সাম্রাজ্য বিস্তারের দরকার নেই। 
ফিরলেন আলাউদ্দিন। জালালউদ্দিন বললেন, আমি আসছি তোমার কাছে। তোমাকে স্বাগত জানাতে। এভাবে খিলজি সুলতানতকে বৃদ্ধি করার জন্য তোমাকে সংবর্ধনা দিতে হবে। কিন্তু বেগম সাহিবা এত আবেগাপ্লুত নন। তিনি ভয় পাচ্ছেন। ওই জামাইকে বিশ্বাস নেই। যদি মনে কোনও চক্রান্ত থাকে! অতএব জালালউদ্দিন যেন সম্পূর্ণ অস্ত্রশস্ত্র নিয়েই তৈরি হয়ে যান। 
সেকথা কানে যেতেই আপত্তি তুললেন আলাউদ্দিন। বললেন, না। সুলতান নন। একজন শ্বশুর আসবেন আমার কাছে। একজন কাকা আসবেন আমার কাছে। কিন্তু রণসাজে সজ্জিত সুলতান নন। জালালউদ্দিন আর কী করেন। নিরস্ত্র হয়েই আলাউদ্দিনের কাছে গেলেন। আলাউদ্দিনের ব্যক্তিগত রক্ষীদের আগে থেকেই মন্ত্রণা দেওয়া ছিল। তারা সুলতান জালালউদ্দিনকে হত্যা করল টুকরো টুকরো করে। 
সিংহাসনে বসেই আলাউদ্দিন স্থির করলেন নতুন রাজধানী করব। শুরু করলেন আলাই দরওয়াজা দিয়ে। যা কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যেই। কিন্তু নিজের ছাপ রাখতে হবে তো! অতএব বেছে নিলেন নতুন স্থান। নতুন কেল্লা। নতুন রাজধানী। কিন্তু তাঁর রাজধানীর দিকে কেউ  যেন চোখ তুলে তাকানোর সাহস না পায়! বিশেষ করে তুর্কি আর মুঘলদের স্বভাব আছে, যখন তখন হিন্দুস্তানে হামলা করা। অতএব আলাউদ্দিন অভিনব পন্থা নিলেন সকলকে আতঙ্কের বার্তা দিতে। তাঁর বন্দিশিবিরে বন্দি থাকা আট হাজারের বেশি  মুঘল সেনার শিরশ্ছেদ করার নির্দেশ দিলেন। 
সেইসব ধড়হীন মস্তক ফেলা হল কেল্লার ভিতে। সেই ভিতের উপর গড়ে উঠল আলাউদ্দিন খিলজির নতুন রাজধানী ও দুর্গ। সিরি ফোর্ট। অতএব সাবধান! যেখানে পা ফেলছেন আজকের সিরি ফোর্টের ধ্বংসাবশেষ দেখতে এসে, সতর্ক থাকতে হবে। কে বলতে পারে সেই মাটির নীচে কোন মুঘল সেনার মস্তক রয়েছে! 
19th  January, 2025
হতভম্ব হেমন্ত

মন্তর ফোনটা পেয়ে সারা শরীর শিরশির করে ওঠে মলয়ের। প্রথমে বিস্ময়! তারপর লজ্জা, ভয়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় সেই শিরশিরানিতে। ফোন ছেড়ে একটু ধাতস্থ হতেই একরাশ অস্বস্তি এসে গ্রাস করে মলয়কে। হেমন্ত কি ওকেই সন্দেহ করছে?
বিশদ

09th  February, 2025
মওলা বকশ  ও লাহোরি   দরওয়াজা

দ্বিতীয় আকবর শাহের একার নয়। মুঘল সম্রাটদের কমবেশি সকলের দুর্বলতা হল হাতি। শাহজাহানের আমল থেকেই আস্তাবলে কমপক্ষে ৬ হাজার হাতি থাকা যেন সর্বদাই স্বাভাবিক।
বিশদ

02nd  February, 2025
সেকালের ডুয়েল

১৭৮০ সালের ১৭ আগস্ট। কলকাতার আকাশে ভোরের আলো ফুটে উঠছে। আলিপুরের এক নির্জন অংশে দু’জন বিদেশি একে অপরের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে।
বিশদ

02nd  February, 2025
ভালোবাসার উপহার

হঠাৎ অসময়ে ইন্দিরাকে দু’কাপ চা নিয়ে ওর ঘরে ঢুকতে দেখে সুচেতন একটু অসন্তুষ্টই হল। সুচেতনের এই একান্ত নিজস্ব ঘরে খুব বেশি লোকজন আসুক সেটা ও পছন্দ করে না। ঘরটা ওর একদম নিজস্ব মনের বিচরণ ক্ষেত্র। ঘরটিতে ওর পছন্দের সব জিনিসপত্র দিয়ে সাজানো।
বিশদ

02nd  February, 2025
কুলের  রেসিপি

মসুর ডাল ১ কাপ, কুল ১০০ গ্ৰাম, হলুদ গুঁড়ো  চা চামচ, নুন, চিনি স্বাদমতো, কাঁচালঙ্কা ২-৩টে, তেল পরিমাণ মতো, ফোড়নের জন্য: শুকনো লঙ্কা ২টো, কালো সর্ষে  চা চামচ, গোটা জিরে  চা চামচ, রাঁধুনি  চা চামচ। 
বিশদ

01st  February, 2025
টুকরো  খবর

চীনে নববর্ষ উপলক্ষ্যে ড্রাগন ডান্স সহ এক ভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় চাওম্যান রেস্তরাঁয়। চীনে নৃত্য ও খাবার দুই-ই বিশেষ জনপ্রিয়। চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী এই বছরটি ইয়ার অব দ্য স্নেক। তা সমৃদ্ধির প্রতীক। চীনে নববর্ষ পালন হবে, অথচ খাওয়াদাওয়া হবে না তাও কি হয়?
বিশদ

01st  February, 2025
কপির কেরামতি

সেদ্ধ বাঁধাকপি ১ বাটি, ছোলা এবং মটর ডাল বাটা ১ বাটি, কাঁচালঙ্কা-আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ ১ চামচ, লঙ্কার গুঁড়ো ১  চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, ভাজা মশলা ২ টেবিল চামচ (শুকনো গোটা গরমমশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে), ভাজার এবং রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল,  নুন ও চিনি স্বাদ মতো, ফোড়নের জন্য: গোটা শুকনো লঙ্কা, জিরে, হিং। (ধোকা মাখার সময় যদি খুব নরম থাকে তাহলে প্রয়োজনে একটু বেসন মেশানো যেতে পারে।)
বিশদ

01st  February, 2025
দুই বাংলার পোলাও

এপার ও ওপার বাংলার তিন ধরনের পোলাওয়ের রেসিপি জানালেন ইছামতী রেস্তরাঁর কর্ণধার মিতাশ্রী চৌধুরী।
বিশদ

01st  February, 2025
ভ্যালি অব ডলস

শটি আধুনিক প্রযুক্তির পীঠস্থান। সেই সঙ্গে রয়েছে শতাব্দী প্রাচীন হস্তশিল্প। ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। তাই নানা কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র— জাপান। চারটি প্রধান এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে এই দেশ।
বিশদ

26th  January, 2025
ডক্টর মিশ্র
নন্দিনী নাগ

সল্টলেকে ঝাঁ-চকচকে চেম্বার, একতলা একটা ফ্ল্যাটের পুরোটা নিয়ে। সাদা পাথরের তিন ধাপ সিঁড়ি ডিঙিয়ে কাঠের জাঁকালো সদর দরজা। সেই দরজা পেরিয়ে ভেতরের হলঘরে সোফার মধ্যে শরীর ছেড়ে দেওয়ার পর মিসেস দত্তের মনে ডাক্তারবাবুর প্রতি বেশ সমীহ জন্মাল। বিশদ

12th  January, 2025
অস্তরাগ
সঞ্জয় রায়

অস্তগামী সূর্যের রক্তিম আভা নদীর জলে গলে গলে যাচ্ছে। বসন্ত বাতাসে চরাচর জুড়ে গোধূলির অদ্ভুত বর্ণচ্ছটায় প্রকৃতি যেন মায়াময়। চিত্রপটে স্যিলুট হয়ে বসে আছে দু’টি নরনারী। জীবনের প্রান্তদেশে পৌঁছে দু’টি মন পরস্পর খুঁজে পেয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের অদ্ভুত মিল। বিশদ

05th  January, 2025
অতীতের আয়না: সাহেবি বড়দিন ও নিউ ইয়ার
অমিতাভ পুরকায়স্থ

কাজকর্ম শিকেয় তুলে পাঁচ দিন ধরে বাঙালির দুর্গোৎসব পালন যাঁরা বাঁকা চোখে দেখেন, তাঁদের আঠারো শতকের কলকাতা থেকে ঘুরিয়ে আনতে পারলে বেশ হতো। সে সময় শহরের সাহেব-মেমদের বড়দিন উপলক্ষ্যে খানা-পিনা-নাচ-গান ও কেনাকাটার হুল্লোড়ের মরশুম চলত দিন দশেক। বিশদ

05th  January, 2025
গুপ্ত রাজধানী: ইন্ডিয়া গেট
সমৃদ্ধ দত্ত

গরিব ও মধ্যবিত্তদের কাছে সেই আর্থিক শক্তি কোথায়! রবিবার অথবা ছুটির দিন কিংবা ন্যাশনাল হলিডে হলেই কোনও বৃহৎ শপিং মল অথবা মাল্টিপ্লেক্সে যাবে! অনেকক্ষণ মেনুকার্ড দেখার পর শেষ পর্যন্ত বরাবরের মতোই ফ্রায়েড রাইস, চিলি চিকেন অর্ডার করার বিলাসিতাও যাদের থাকে না, তারা যাবে কোথায়? বিশদ

05th  January, 2025
কেউ দেখেনি
প্রদীপ আচার্য

নিরাপদর নিরাপদে থাকার সুখ উবে গেল। গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকার একটা আলাদা সুখ আছে। সেই সুখের মুখে আজ ঝামা ঘষে দিল একটা জানোয়ার। সবাই সাপের ভয় দেখিয়েছে। বিশদ

29th  December, 2024
একনজরে
গত ২৪ মাস ধরে গ্রামীণ ভারতের ক্রয়-বিক্রয় তলানিতে। বিশেষ করে ভোগ্যপণ্য ক্রয়ে পিছিয়ে পড়ছে গ্রামীণ ভারত। এর অন্যতম প্রধান কারণ হাতে নগদ টাকা না থাকা। এবং কর্মসংস্থান কমে যাওয়া। ...

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আলু রাখার জন্য হিমঘরে ৩০ শতাংশ জায়গার ব্যবস্থা করেছে রাজ্য। বৃহস্পতিবার হুগলির জেলাশাসক মুক্তা আর্য এব্যাপারে সর্ব শিক্ষা মিশনের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক করেন। ...

এক বধূকে ধর্ষণ করে মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যুবক। ধৃতের নাম বিপুল বর্মন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানান, ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ...

চিটফান্ড সংক্রান্ত ক্ষতিপূরণ কমিটি নিয়ে প্রশ্নের উত্তর দিতে নির্দেশ মতো বৃস্পতিবার হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগে অভিযোগ ওঠে বিভন্ন চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য হাইকোর্ট যে কমিটিগুলি গঠন করে দিয়েছে সেই কমিটিগুলিকে রাজ্য সরকার সাহায্য করছে না। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ভাষা দিবস
১৮৪৮- কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো
১৮৭৮- ঋষি অরবিন্দের শিষ্যা মিরা আলফাসা ওরফে ভারতের পুদুচেরী অরবিন্দ আশ্রমের শ্রীমার জন্ম
১৮৯৪- ডাঃ শান্তিস্বরূপ ভাটনগরের জন্ম
১৯৩৭- অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৫২- পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ভাষা আন্দোলনে প্রাণ দিলেন চারজন
১৯৬১- নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৭০- অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্লেটারের জন্ম
১৯৯১- অভিনেত্রী নূতনের মৃত্যু
১৯৯৩- বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগীর (যিনি স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত) মৃত্যু
২০০০- বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়
২০১৩- হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু
২০২২ – বিশিষ্ট গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৭,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী ১৪/৩৫ দিবা ১১/৫০। অনুরাধা নক্ষত্র ২৪/২৫ দিবা ৩/৫৪। সূর্যোদয় ৬/৮/২০, সূর্যাস্ত ৫/৩২/২৮। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ ৮/২৪ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৪/১ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে ৪/২৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ৪/২৬ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৯ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৫ মধ্যে।
৮ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫। অষ্টমী দিবা ৮/২৮। অনুরাধা নক্ষত্র দিবা ১/০। সূর্যোদয় ৬/১১, সূর্যাস্ত ৫/৩১। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/১৬ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে ও ৪/৫ গতে ৫/৩১ মধ্যে এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৫ মধ্যে ও ৩/২৮ গতে ৪/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৩ মধ্যে ও ৪/১৭ গতে ৬/১০ মধ্যে। বারবেলা ৯/১ গতে ১১/৫১ মধ্যে। কালরাত্রি ৮/৪১ গতে ১০/১৬ মধ্যে। 
 
২২ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ডব্লুপিএল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ উইকেটে জয়ী মুম্বই

01:20:38 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

12:11:00 AM

ফের হাওড়ার প্রকাশ্য রাস্তায় চলল গুলি, এলাকায় স্থানীয় প্রোমোটারকে  লক্ষ্য করে তাঁর বাড়ির সামনেই গুলি চালায় দুই দুষ্কৃতী

11:59:00 PM

মাদারিহাটে শিলাবৃষ্টি
প্রায় ২০ মিনিটের ঝড়-সহ শিলাবৃষ্টির সাক্ষী থাকল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ...বিশদ

11:17:30 PM

বীরভূমে কাঁকরতলা থানা এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার উপর হামলা, জখম, ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

10:42:00 PM

মহম্মদবাজার থানার ওসি বদল
শুক্রবার রাতে মহম্মদবাজার থানার ওসির দায়িত্ব থেকে সরানো হল অরূপকুমার ...বিশদ

10:21:00 PM