কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
সেদিন ক্যান্টিন থেকে ওরা বেরনোর মুখেই দেখল, উদয় ঢুকছে। ডিএভি কলেজ ইউনিয়নের প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছে রবিন ব্রার। লরেন্সরা সমর্থন করছে তাকে। কিন্তু এই উদয় তারই বিরুদ্ধে প্রার্থী হচ্ছে। ছেলেটা জনপ্রিয়। জিতে যেতে পারে। সুতরাং, বিপদ!
লরেন্স উদয়ের কাঁধে হাত দিয়ে বলল, ‘কথা আছে।’
কাঁধের দিকে তাকিয়ে উদয়ের জবাব, ‘কাঁধ ছাড়।’
কাঁধ ছেড়ে দিয়ে লরেন্স বলল, ‘ক্যান্ডিডেট হওয়া চলবে না। উইথড্র করে নে তোর নাম।’
উদয় অবাক। এই গ্রুপটাকে সে দেখেছে। ফার্স্ট ইয়ারেই দাদাগিরি শুরু করেছে। অথচ সে সিনিয়র। উদয় উত্তর দিল, ‘সেটা সম্ভব নয়। বরং রবিনকে বল, উইথড্র করতে। তারপর একসঙ্গে কাজ করব।’
গোল্ডি বলল, ‘আর একবার ভেবে নিয়ে কাল জানিয়ে দিস।’
উদয় বলল, ‘আর ভাবার কিছু নেই তো! আমি লড়ছি। এর মধ্যে তোরা আসছিস কেন? সাহস তো কম নয়?’
লরেন্স হঠাৎ একটু পিছিয়ে কোমরে হাত দিল। একটা পিস্তল হাতে। ট্রিগার চালিয়ে দিল। গুলি লাগেনি উদয়ের শরীরে। লাফিয়ে সরে গিয়েছে। ছুটে আসছে তার সঙ্গীরা। আর দৌড়ে বাইরে চলে গিয়েছে লরেন্স। পালাচ্ছে? না। সে জানে উদয়ের গাড়ি কোনটা। দৌড়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। পাঞ্জাব ইউনিভার্সিটিতে ইউনিয়ন ইলেকশনে মারামারি হয়। তাই বলে এত বাড়াবাড়ি কোনওদিন হয়নি।
লরেন্স, গোল্ডি, ভিকি আর বলকারকে পুলিস তুলে নিয়ে গেল থানায়। গুলি চালানো, অস্ত্র রাখা এবং গাড়িতে আগুন দেওয়া। সোজা ‘রায়টিং’-এর ধারা দেওয়া হল।
বুরালি জেল। সকালে সেল থেকে ছাড়া পেয়ে এক ঘণ্টা জগিং করে লরেন্স। সে লক্ষ্য করল, দু’জন তাকে দেখছে কয়েকদিন ধরে। পাঞ্জাবের দুতরানওয়ালি গ্রামের ছেলে হলেও লরেন্স গরিব নয়। পরিবারের কয়েকশ একর জমি আছে। বাবা পুলিস কনস্টেবল ছিলেন। কিন্তু ১৯৯৭ সালে চাকরি ছেড়ে দিয়ে চাষবাসই করেন।
বিশ অর্থাৎ ২০। নয় অর্থাৎ ৯। দুয়ে মিলে ২৯। পঞ্চদশ শতাব্দীতে রাজস্থানে গুরু জাম্বেশ্বর একটি ধর্মীয় সম্প্রদায়ের সূত্রপাত করেন, যাদের জীবনযাপনে ২৯টি বৈশিষ্ট্য পালন করতে হবে। সবটাই ভালো মানুষ হয়ে ওঠার মন্ত্র— অন্যকে সেবা, মিথ্যা না বলা, গরিবের পাশে দাঁড়ানো, কাউকে আঘাত না করা, বিনয়ী হওয়া, পশুপাখি সূর্যচন্দ্র আকাশবাতাস অগ্নি এবং গাছকেই প্রকৃত ঈশ্বর মনে করা। তাই বিশ এবং নয়ের সমাহারে সেই সম্প্রদায়ের নাম বিশনয় (অপভ্রংশে বিষ্ণোই)।
সেই যে দু’জন লরেন্সকে লক্ষ্য করছিল, তাদের নাম রঞ্জিত দুপলান এবং রকি ফাজিলকা। রঞ্জিত আমেরিকায় একটি ট্রাভেল এজেন্সি চালায়। কিন্তু আসল কাজ, পাকিস্তান এবং পাঞ্জাব সীমান্ত হয়ে অস্ত্র পাচার। আর রকি? আন্তর্জাতিক অপরাধীদের সঙ্গে আর্মস ও ড্রাগের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল। লরেন্সকে পাশে বসিয়ে তারা বলল, ‘এইসব ছোট ক্রাইম কতদিন করবে? এখন অল্প বয়স! এটাই তো সময় কেরিয়ার তৈরির। আগে গ্র্যাজুয়েশন করে নাও। ওটা কাজে লাগে হাই প্রোফাইল ক্রাইম সিন্ডিকেট তৈরি করতে। এসো হাত মেলাই।’ লরেন্স হাত মেলাল।
জেলে গিয়েছিল একটি ছাত্র। কিন্তু কিছু মাস পর বেরিয়ে এল যে ছেলেটি, সে ততদিনে নিজেকে মনে মনে ভবিষ্যৎ মাফিয়া ডন হিসেবে দেখতে শুরু করেছে। রঞ্জিত আর রকি একটি ফর্মুলা বুঝিয়েছে। সেটাই অভিমুখ, অর্থাৎ মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, রাজস্থান, কানপুর, পাটনা সব মিলিয়ে একটি প্যান ইন্ডিয়ান ক্রিমিনাল নেটওয়ার্ক তৈরি করতে হবে। শাখা ছড়াতে হবে বিদেশেও।
লরেন্স আর তার গ্রুপের নতুন জীবন শুরু ২০১৪ থেকে। ২০১৩ সালে পাঞ্জাব ইউনিভার্সিটি ইউনিয়ন ইলেকশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয় লরেন্স। সংযোগ তৈরি হলরাজ্যের রাজনৈতিক নেতাদের সঙ্গে। আর তারপরই সূত্রপাত আসল খেলার!
১৯৯০-২০০৬ ডিম্পি ছানভান। ২০০৭- ২০১৬ রকি। সেই পর্ব পাঞ্জাবে এল নতুন ডনের যুগ। লরেন্স বিশনয় (বিষ্ণোই)। সে পার্টনারশিপ করল কার সঙ্গে? উত্তরপ্রদেশের মুখতার আনসারি! লরেন্সকে বেনারসে প্রবেশের সুযোগ করে দিয়েছিল সে। এবং সেই শুরু। ২০১৭ সাল থেকে ভারতে মাথাচারা দিল মাফিয়া সিন্ডিকেট। বিহার-উত্তরপ্রদেশের বক্সার গোগি গ্যাং। দিল্লির কালা জাঠেরি গ্যাং। পাঞ্জাবের জগ্গলু ভগবানপুরিয়া। রাজস্থানের রোহিত গোদারা। উদ্যোগ মাত্র ২৪ বছর বয়সি একটি ছেলের। ২০১৮ সালে ধরা পড়ে লরেন্স। দেশের কুখ্যাত অপরাধ দুনিয়াকে এক ছাদের নীচে এনেছে সে, একথা জানতে পেরে চমকে ওঠেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা। সিন্ডিকেটের দুই প্রধান সদস্যই খালিস্তানি জঙ্গি, পাকিস্তানের হরবিন্দর সান্ধু ওরফে রিন্ডা এবং কানাডার বাসিন্দা লখবিন্দর সিং ওরফে লান্ডা। আজ সেই লরেন্সের গ্যাং মেম্বার ৭২৮ জন। তাদের মধ্যে ৩৫০ জনই পাঞ্জাবে। ২৫০ জন ভারতের বিভিন্ন প্রান্তে। আর বাকিরা ব্রিটেন, কানাডা, আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, পাকিস্তান, দুবাই, ফিলিপিন্স এবং ইতালি! লরেন্স আমেদাবাদের সবরমতী জেলে বন্দি। সেখান থেকেই এই সিন্ডিকেট চালায়।
২০১৮ সালে রাজস্থান পুলিস যখন হত্যা-অপহরণের একটি মামলায় আদালতে তুলছে, সেই সময় মিডিয়াকে দেখে চিৎকার করে ওঠে লরেন্স—‘এসব তো কিছুই করিনি! আসল টার্গেট তো অন্য। একদিন সলমন খানকে খতম করব! মিলিয়ে নিও তোমরা। আজও সে ক্ষমা চায়নি। স্বীকার করেনি। চিংকারা মেরেছে। শাস্তি হবেই!’
২০২৩ সালে গুজরাত পুলিস তাকে বলল, ‘মুক্তি পেয়ে এসব ছেড়ে দে! নর্মাল লাইফ কাটাবি!’ লরেন্স হেসে বলল, ‘সাব, আমি তো ইন্ডিয়ার নম্বর ওয়ান ক্রিমিনাল হব!’
****
সেলিম খান হেঁটে যাচ্ছেন সমুদ্রের দিকে। মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনেই সমুদ্র সৈকত। মর্নিং ওয়াক সেরে তিনি বসেন একটি বেঞ্চে। ২০২২ সালে সেই বেঞ্চে বসে তিনি লক্ষ্য করলেন, একটি কাগজ রাখা আছে। কৌতূহলী হয়ে খুলে দেখলেন লেখা আছে, ‘সলমনের হাল সিধু মুসেওয়ালার মতোই হবে। সাবধান। ইতি, জিবি, এলবি।’ অর্থাৎ গোল্ডি ব্রার। লরেন্স বিশনয়।
এক বছর পর। ২০২৩ সালে সেপ্টেম্বর। বান্দ্রার সৈকতের দিকে হেঁটে যাওয়ার সময় আচমকা পাশে ব্রেক কষল মোটরবাইক। তাতে হেলমেট পরা একটি যুবক। পিছনে বোরখায় যুবতী। মেয়েটি বলল, ‘লরেন্স বিশনয় আসছে! হুঁশিয়ার!’
সেলিম খান সুপারস্টার সলমন খানের বাবা। তিন ছেলেকেই বললেন, পুলিসকে জানাতে। ক্রাইম ব্রাঞ্চ এসে তদন্ত করে গেল সিসিটিভি দেখে। আরও বাড়ানো হল নিরাপত্তা। পাঞ্জাবের খ্যাতনামা গায়ক এ পি ধিলোঁর বাড়ির সামনে হঠাৎ গুলি। কারা চালাল? গোপন বার্তা এল, সম্প্রতি তিনি ইউটিউবে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন সলমন খানকে সঙ্গী করে। অতএব সাবধান!
লরেন্স গ্যাং ধীরে ধীরে ভাইজানের দিকে অগ্রসর হচ্ছে। কেন? সূরয বরজাতিয়া ও রাজশ্রী প্রোডাকশনের সঙ্গে সলমনের নিয়তি যেন মিশে রয়েছে। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির ওই রোগাভোগা চোখে না পড়া ছেলেটি যে নিছক বাবা সেলিম খানের জন্যই সুযোগ পেয়েছিল, সেটা নিয়ে সংশয় নেই। কিন্তু সেই ছেলের যেন বিস্ময়কর ভোলবদল। তাঁকে নবজীবন দিয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’। কিন্তু যে সূরয বরজাতিয়ার সিনেমা ছিল সুপারস্টার হওয়ার পাসপোর্ট, তাঁরই ১৯৯৮ সালের ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিং আজীবনের এক টেনশন উপহার দিয়ে গেল সলমনকে।
পয়লা অক্টোবর, ১৯৯৮। সেদিন শুটিং হবে না। সলমন খান, সইফ আলি খান, নীলম, সোনালি বেন্দ্রে এবং টাবু খোলা জিপে। যোধপুর আদালতে এক প্রত্যক্ষদর্শী বলেছিল, ‘আমি দেখলাম দুটো কৃষ্ণসার হরিণ পালাচ্ছে। একটা পড়ে গেল একটা ডোবার মধ্যে। আর ওঠেনি। তাকে গুলি করা হয়েছে।’
কে গুলি করল?
সাক্ষী: ‘সলমন খান। কিন্তু তাকে গুলি করতে জোর করেছিল টাবু আর সোনালি। তারা বলছিল এত কাছে এসে গিয়েছে। এবার গুলি করো।’
এক-দু’টি নয়, তিনটি মামলা করা হয়েছিল তিনটি এফআইআরের ভিত্তিতে। সলমন কিন্তু আগাগোড়া বলে গিয়েছেন, তিনি গুলি করেননি। সাক্ষীরাও পরে পিছু হটে। কিন্তু রাজস্থান নিম্ন আদালত পাঁচ বছরের জেলের সাজা দেয় সলমনকে। আবার উচ্চ আদালতে সেই সাজা খারিজ হয়ে যায়। একে একে সব অভিযোগ থেকেই মুক্তি পাচ্ছিলেন। আর ঠিক সময়ই তাঁকে টার্গেট করল লরেন্স সিন্ডিকেট।আদালত যদি সাজা না দেয়, শাস্তি দেবে তারাই।
শুরু হল সরাসরি অ্যাটাক। ২০২৪ সালে দু’জন বাইক আরোহী গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে অন্তত ১০ রাউন্ড গুলি ছুঁড়ে পালায়। সেই বন্দুক কোথায় মিলল? সুরাতের তাপী নদীতে। কিন্তু এসবই ছিল ওয়ার্নিং। শেষপর্যন্ত শুরু হয়েছে খতম অভিযান। সলমনের দীর্ঘদিনের বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে সম্প্রতি খুন করেছে লরেন্স গ্যাং।
সলমন কি বলিউডের ব্যাড বয়? কখনও ফুটপাতে গাড়ি দিয়ে মানুষকে পিষে ফেলার অভিযোগ, কখনও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা। কখনও আবার প্রেমিকা ঐশ্বর্য রাইয়ের নতুন বয়ফ্রেন্ড বিবেক ওবেরয়কে মধ্যরাতে ফোন করে খুনের হুমকির অভিযোগ! আবার এই সলমনই গোপনে রক্ষা করেছেন বহু মানুষকে। বস্তির ছেলেমেয়েদের গোপনে দিয়েছেন শিক্ষার সম্পূর্ণ খরচ। তাঁর এনজিও ‘বিইং হিউম্যান’-এর কর্মযজ্ঞ ভারতজুড়ে। গরিবের কাছে রাতবিরেতে হাজির হন তিনি। একসঙ্গে খাওয়াদাওয়া করেন। তিনি গরিবের ভাইজান! কিন্তু এবার মাল্টিপ্লেক্সের স্ক্রিন নয়, সলমনের সামনে বাস্তবের হাড় হিম করা এক চ্যালেঞ্জ! ভাইজান বনাম লরেন্স!
সহযোগিতায় : সত্যেন্দ্র পাত্র