বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
• প্রথমেই খেয়াল রাখুন, যে ওয়েবসাইট থেকে প্রসাধনী কিনছেন, সেটি বৈধ কি না। নইলে আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়ে। সবচেয়ে নিরাপদ, নতুন কোনও সাইট থেকে না কিনে সর্বজনপরিচিত প্রসাধনী ব্যবসার সাইট থেকে কেনাকাটা সারুন।
• কোনও দ্রব্য অর্ডার করার আগে দেখে নিন তা এর আগে কতজন কিনেছেন। যে কোনও ভালো জিনিসই বেশি বিক্রি হয়। তাই সর্বাধিক বিক্রিত পণ্যটি অর্ডার করুন। কবে অর্ডার দিলে কবে এসে পৌঁছবে তাও দেখে নিন।
• যে কোনও জিনিস অর্ডার করার আগে সেই পণ্যের বিস্তারিত তথ্য দেখে নিন। প্রসাধনীটি কীভাবে তৈরি, ক’টি কালার শেড আছে, ডিসকাউন্ট আছে কি না, ওয়াটার নাকি অয়েল বেসড, ওয়াটারপ্রুফ কি না, সহজে ঘেঁটে যেতে পারে কি না ইত্যাদি পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য লেখা থাকে অনলাইনে। সেসব খুঁটিয়ে দেখুন।
• আপনার ত্বকের সঙ্গে এই প্রসাধনী যাবে কি না, তাও দেখে নিতে পারেন। নিজের স্কিন টোনের সঙ্গে প্রসাধনীর কোন শেডটি যাবে, তাও পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকে অনলাইনে। স্কিন টোন টেস্টের সুযোগ না থাকলেও নিজের ত্বকের ধরন অনুসারে প্রসাধনী কেনার সুযোগ সবসময়ই অনলাইনে পাবেন।
• অনলাইনে কেনাকাটার অভ্যাস থাকলে একটি পণ্যের দাম অন্য আর একটি সাইটের সঙ্গে তুলনা করে দেখতে পারেন। আবার একই পণ্যের ক্ষেত্রে নানা সংস্থার দামে ফারাক হয়। তাই কিছু অর্ডার করার আগে একই পণ্যের দাম কোথায় কত দেখাচ্ছে, কোথায় একটু সস্তা মিলছে তা খতিয়ে দেখুন। তারপর অর্ডার করুন পছন্দের প্রসাধনীটি।
• অনলাইনে সারা বছরই নানারকম ছাড় চলে। তাই কোনও পণ্য কেনার আগে তাতে কত শতাংশ ছাড় মিলছে তা দেখে কিনুন। এতে আর্থিক সাশ্রয় বাড়বে।