বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ... বিশদ
১) শীতের বিয়েবাড়ির জন্য শাড়ি আদর্শ। যাঁরা শাড়ি পরতে ভালোবাসেন, তাঁদের জন্য তো সোনায় সোহাগা। যাঁদের ম্যানেজ করতে একটু অসুবিধে হয় অথবা শাড়ি পরলে গরম লাগে, তাঁরা শীতের বিয়েবাড়িতেই শাড়ি ট্রাই করুন। যদি একটু এথনিক সাজতে চান, তাহলে আলমারি ঘেঁটে নামিয়ে ফেলুন যে কোনও প্রাদেশিক শাড়ি। চান্দেরি, বোমকাই, কাঞ্জিভরম, পাটোলা, মাহেশ্বরী, কাঁথা, সাউথ সিল্ক— যেটা ইচ্ছে বেছে নিন। ট্র্যাডিশনাল শাড়ি যে কোনও বয়সেই মানানসই। সিক্যুইন এখন ট্রেন্ডিং। ফলে শাড়িতে সিক্যুইনের কাজ থাকলেও দারুণ মানাবে। কম ওজনের বেনারসি নতুন প্রজন্মের খুবই পছন্দের। সরু পাড়, সাধারণ জমির বেনারসি পরতে পারেন। সকলের মধ্যে থেকেও আলাদা হতে পারবেন।
২) শীতকালীন আমন্ত্রণে ব্লাউজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারেন। ক্রপ টপ, হাইনেক সোয়েটার, কুর্তি এমনকী ফিরান দিয়েও শাড়ি ড্রেপ করতে পারেন। আপনার ব্যক্তিত্বের সঙ্গে এই এক্সপেরিমেন্ট মানানসই কি না, সেটা দেখে নেবেন। বয়স, পেশার সঙ্গে আপনার ব্যক্তিত্ব জড়িত। সেখানে যেন বেখাপ্পা না লাগে। লং জ্যাকেট দিয়ে শাড়ি স্টাইল করে পরা যায়। কিন্তু সেটা ক্যারি করতে হবে।
৩) কম গয়নায় এখন সাজতে পছন্দ করেন মহিলারা। বিয়েবাড়ি মানেই সোনার গয়না বা সোনার মতো দেখতে গয়না চাই, এই ধারণা আজ বিলুপ্ত। ফলে হাতে তৈরি নানা ধরনের গয়না পরতে পারেন। সঙ্গে রুপো বা রুপোর মতো দেখতে ঝুটো গয়নাও সাজ সঙ্গী হতে পারে। সোনার গয়না পরলে ট্র্যাডিশনাল লুক দেখতে ভালো লাগবে। বালা, ঝুমকো, নেকলেসের সমাহারে বনেদিয়ানা ধরা থাকবে। আর শাড়ি, ব্লাউজে আলাদা গুরুত্ব দিলে কম গয়না পরুন। কানে বা হাতে একটা স্টেটমেন্ট জুয়েলারিই যথেষ্ট। তবেই দু’দিকের ভারসাম্য বজায় থাকবে। একটা সুন্দর ব্রোচও কিন্তু বিয়েবাড়িতে সকলের নজর ঘুরিয়ে দিতে পারে আপনারই দিকে।
৪) মেকআপের সাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয়। ন্যুড মেকআপ পছন্দ করেন তন্বীরা। আপনার স্কিন টোনের সঙ্গে মানানসই মেকআপ বেছে নিতে হবে। চোখ অথবা ঠোঁট, যে কোনও একটি হাইলাইট করুন। কোনওটাই যেন অতিরিক্ত না হয়ে যায়। হাইলাইটার, ব্লাশার, আইশ্যাডো আপনার পোশাকের রঙের সঙ্গে কনট্রাস্ট করে ব্যবহার করুন। চুলের স্টাইল নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করতে পারেন। বড় চুল হলে মরশুমি ফুলের ব্যবহার ভালো মানাবে। খোঁপা, বিনুনি— যে স্টাইলই করুন, তার সঙ্গে রঙিন ফুল লাগাতে পারেন। আর ছোট চুলের ক্ষেত্রে সঠিক শেপে কেটে অ্যাডজাস্ট করে নিন।
৫) অ্যাকসেসরিজ ঠিক না হলে কিন্তু নম্বর কাটা যায়। ফলে হাইহিল পরবেন নাকি কোমরে বেল্ট, সেটা ঠিক করতে হবে আপনাকেই। স্লিং ব্যাগ নিতে পারেন অথবা নকশাদার বটুয়া। স্নিকার্সের সঙ্গে বেনারসির কম্বিনেশনও অত্যন্ত জনপ্রিয়। আবার ট্র্যাডিশনাল লুকে একটা খোঁপার বাগান কেড়ে নিতে পারে সব আলো। সেটাই তখন আপনার অ্যাকসেসরিজের অভাব পূর্ণ করবে।